নাগরিকতা Mcq প্রশ্নোত্তর
১। জন্মসূত্রে অর্জন করাই হল নাগরিকত্ব অর্জনের ____ পদ্ধতি ?
ক) স্বাভাবিক
খ) কৃত্রিম
গ) অস্বাভাবিক
ঘ) অসাধারণ
উত্তর:-ক) স্বাভাবিক
২। ভারতে ____ বিদ্যামান
ক) একনাগরিকত্ব
খ)দ্বিনাগরিকত্ব
উত্তর:-ক) একনাগরিকত্ব
৩। ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের ?
ক) ৫-১১ নং ধারায়
খ) ৫-১০ নং ধারায়
গ) ৬-১০ নং ধারায়
ঘ) ৫-১৫ নং ধারায়
উত্তর:-ক) ৫-১১ নং ধারায়
৪। বিদেশীরা _____ অধিকারটি ভোগ করে না
ক) সামাজিক
খ) পৌর
গ) রাজনৈতিক
ঘ) অর্থনৈতিক
উত্তর:-গ) রাজনৈতিক
৫। অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
ক) হতে পারে
খ) হতে পারে না
উত্তর:-খ) হতে পারে না
৬। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন ?
ক) নাগরিক
খ) বিদেশী
গ) জাতীয়
ঘ) রাষ্ট্রহীন
উত্তর:-খ) বিদেশী
৭। ভারতে পূর্ন নাগরিকত্ব অর্জন করা যায় _______ বছর বয়সে
ক) ১৮
খ) ২০
গ) ২১
ঘ) ২৫
উত্তর:-ক) ১৮
৮। ভারতে ১৮ বছর বয়স হওয়া সত্বেও ভোট দিতে পারে না
ক) অশিক্ষিতরা
খ) প্রজারা
গ) নিরক্ষররা
ঘ) গুরুতর অপরাধে দণ্ডিতরা
উত্তর:-ঘ) গুরুতর অপরাধে দণ্ডিতরা
৯। নাগরিকদের পক্ষে ভোট দান বাধ্যতামূলক -
ক) ভারতে
খ) ব্রিটেনে
গ) সুইজারল্যান্ডে
ঘ) ফ্রান্সে
উত্তর:-গ) সুইজারল্যান্ডে
১০। শিশু যে রাষ্ট্রেই জন্ম গ্রহণ করুক না কেন , তার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক , শিশুটিও সেই রাষ্ট্রের নাগরিকতা অর্জন করবে । এই নীতি টি হল
ক) জন্মস্থান নীতি
খ) রক্তের সম্পর্ক নীতি
গ) অনুমোদন নীতি
ঘ) দেশিয়করণ নীতি
উত্তর:-খ) রক্তের সম্পর্ক নীতি
১১। সংবিধানের ১১ নং ধারা বলে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করেছিল
ক) ১৯৪৯ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৫২ সালে
ঘ) ১৯৫৫ সালে
উত্তর:-ঘ) ১৯৫৫ সালে
১২। পাকিস্তান থেকে আগত ব্যাক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের ____?
ক) ৫ ও ৬ নং ধারায়
খ) ৬ ও ৭ নং ধারায়
গ) ৭ ও ৮ নং ধারায়
ঘ) ৯ ও ১০ নং ধারায়
উত্তর:-খ) ৬ ও ৭ নং ধারায়
১৩। কোনো রাষ্ট্রে অস্থায়ী ভাবে বসবাসকারী দের বলা হয় ?
ক) নাগরিক
খ) বিদেশী
গ) প্রজা
ঘ) জনতা
উত্তর:-খ) বিদেশী
১৪। শুধুমাত্র প্রশাসনে অংশ গ্রহণ কারি দের নাগরিক হিসাবে গণ্য হত কোন দেশে
ক) ভারতে
খ) চীনে
গ) ইংল্যান্ডে
ঘ) প্রাচীন গ্রিসে
উত্তর:-ঘ) প্রাচীন গ্রিসে
১৫। নাগরিকত্ব বিলুপ্ত হতে পারে যদি কোনো ব্যাক্তি - ?
ক) অন্য কোনো দেশে ভ্রমণ করতে যায়
খ) অন্য দেশে পড়তে যায়
গ) অন্য দেশের নাগরিকত্ব নেয়
ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তর:-গ) অন্য দেশের নাগরিকত্ব নেয়
কোন মন্তব্য নেই