রবিবার, ৮ আগস্ট, ২০২১

রাজনৈতিক বিবর্তন MCQ প্রশ্ন উত্তর [ তৃতীয় অধ্যায় ]

একাদশ শ্রেণীর ইতিহাস রাজনৈতিক বিবর্তন MCQ প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় প্রশ্নোত্তর class xi 11 eleven history rajnoitik biborton mcq questions answer


১। " রিপাবলিক " গ্রন্থের রচয়িতা হলেন ?


ক) হেসিয়ড


খ) হোমার


গ) এরিস্টটল


ঘ) প্লেটো


উত্তর:- ঘ) প্লেটো

২। স্পাটার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল ?


ক) হেলট


খ) পেরিওসি


গ) স্পাটান


ঘ) মেটিক


উত্তর:- গ) স্পাটান


৩। অ্যাথেন্সের শাসন কাঠামো ছিল ?


ক) রাজতান্ত্রিক


খ) প্রজাতান্ত্রিক


গ) অভিজ্ঞাত তান্ত্রিক


ঘ) গণতান্ত্রিক


উত্তর:- ঘ) গণতান্ত্রিক



৪। প্লেটোর মতে , একটি আদর্শ পলিশের জন সংখ্যা হওয়া উচিত ?


ক) ৮ হাজার 


খ) ৫ হাজার 


গ) ১০ হাজার


ঘ) ২০ হাজার


উত্তর:- খ) ৫ হাজার


৫। পলিশের মূল কেন্দ্র ছিল ?


ক) আক্রপলিস


খ) আগোরা


গ) কাউন্সিল


ঘ) বুলে


উত্তর:- ক) আক্রপলিস

৬। প্রাচীন অ্যাথেন্সের আদালত কে বলা হত ?


ক) ইফোর


খ) গেরুসিয়া


গ) হেলাইয়া


ঘ) আরকন


উত্তর:- গ) হেলাইয়া


৭। রামায়ণে কয়টি জন পদের উল্লেখ আছে ?


ক) ১৬ টি


খ) ১৮ টি


গ) ২৫ টি


ঘ) ২৭ টি


উত্তর:- ঘ) ২৭ টি


৮। আর্যাবর্তের ১৬ টি মহাজন পদের নাম পাওয়া যায় ?


ক) অঙ্গুও রণিকায়


খ) মহাভারতে


গ) চারিতাভিযানে 


ঘ) বেদে


উত্তর:- ক) অঙ্গুও রণিকায়


৯। মহাজন পদ গুলির মধ্যে অধিকাংশই ছিল ?


ক) গণতান্ত্রিক


খ) প্রজাতান্ত্রিক


গ) সৈরতান্ত্রিক


ঘ) রাজতান্ত্রিক


উত্তর:-ঘ) রাজতান্ত্রিক


১০। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন ?


ক) বিম্বিসার


খ) অজাতশত্রু


গ) চন্দ্রগুপ্ত মৌর্য


ঘ) অশোক


উত্তর:-গ) চন্দ্রগুপ্ত মৌর্য

১১। প্রাচীন যুগে ভারতে সর্ব প্রথম যে সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় তা হল ?


ক) মৌর্য সাম্রাজ্যে


খ) কুষাণ সাম্রাজ্যে


গ) গুপ্ত সাম্রাজ্যে


ঘ) পাল সাম্রাজ্যে


উত্তর:-ক) মৌর্য সাম্রাজ্যে


১২। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন ?


ক) বিম্বিসার


খ) অজাতশত্রু


গ) মহাপদ্ম নন্দ 


ঘ) চন্দ্র গুপ্ত মৌর্য


উত্তর:-গ) মহাপদ্ম নন্দ



১৩। সুপ্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠাতা হয়েছিলেন ?


ক) ৭৫৩ খ্রিস্ট : পূর :


খ) ৩২৩ খ্রিস্ট : পূর :


গ) ২৪৩ খ্রিস্ট : পূর :


ঘ) ১৪৫ খ্রিস্ট : পূর :


উত্তর:-ক) ৭৫৩ খ্রিস্ট : পূর :


১৪। অশোক যেসব ধর্ম দূত পাঠিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ?


ক) সংঘমিতা


খ) রক্ষিত


গ) ধর্মরক্ষিত


ঘ) মহারক্ষিত


উত্তর:-ক) সংঘমিতা


১৫। মেঘাস্থিনিস ছিলেন ?


ক) আলেকজান্ডারের দূত


খ) পুরুর  দূত


গ) সিজারের দূত


ঘ) সেলুকাসের দূত


উত্তর:-ঘ) সেলুকাসের দূত

১৬। " ভারতের নেপোলিয়ন " নামে কে পরিচিত ছিলেন ?


ক) চন্দ্র গুপ্ত মৌর্য


খ) অশোক


গ) স্কন্দ গুপ্ত


ঘ) সমুদ্র গুপ্ত


উত্তর:-ঘ) সমুদ্র গুপ্ত


১৭। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন ?


ক) সমুদ্র গুপ্ত


খ) বিরসেন


গ) হরিষেন


ঘ) রুদ্র দমন 


উত্তর:-গ) হরিষেন


১৮। রোমান সাম্রাজ্য প্রথম দাস বিদ্রোহ ঘটে ?


ক) সিসিলিতে


খ) রোমে


গ) গ্রিসে


ঘ) পারস্য


উত্তর:-ক) সিসিলিতে


১৯। আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন ?


ক) বৈদিক যুগের বিজ্ঞানী 


খ) মৌর্য যুগের বিজ্ঞানী 


গ) গুপ্ত যুগের বিজ্ঞানী 


ঘ) কুষাণ যুগের বিজ্ঞানী 


উত্তর:-গ) গুপ্ত যুগের বিজ্ঞানী 


২০। অটোমান শাসকদের বলা হত ?


ক) সুলতান 


খ) খলিফা 


গ) জার


ঘ) নিজাম 


উত্তর:-ক) সুলতান 

২১। হিন্ধুস্থানের তোতাপাখি নামে পরিচিত ?


ক) আবুল ফজল


খ) আমির খসরু


গ) জিয়াউদ্দিন বারণি


ঘ) তানসেন


উত্তর:-খ) আমির খসরু


২২। পানি পথের প্রথম যুদ্ধ হয় ?


ক) ১৫২৬ খ্রিস্ট :


খ) ১৫৫৬ খ্রিস্ট :


গ) ১৭৬১ খ্রিস্ট :


ঘ) ১৮৭৬ খ্রিস্ট :


উত্তর:-ক) ১৫২৬ খ্রিস্ট :


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন