শাক্তপদকর্তা রাম প্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও ?
উত্তর :- শাক্ত পদাবলীর শ্রেষ্ট কবি রাম প্রসাদ সেন । নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কবিকে " কবিরঞ্জন " উপাধি দেন । কবি ২৪ পরগনার হালি শহরে র নিকট কুমার হট্ট গ্রামে বৈদ বংশে জন্ম গ্রহণ করেন আনুমানিক ১৭২০ - ২১ খিস্টাবদে । ১৭৮১ খিস্তাবদে কবি প্রয়াত হন । তার পিতা রাম রাম সেন । কবি রাম প্রসাদ সেন " আগমনী ও বিজয়া " পর্যায়ে পদ রচনা করেন । তবে " ভক্তের আকুতি " পর্যায়ে র পদ রচনায় তিনি শ্রেষ্ট । কবির লেখা তিন খানি কাব্য - " বিদ্যাসুন্দর " , " কৃষ্ণ কীর্তন ", কালী কীর্তন , ।
[ ] রাম প্রসাদের পদ গুলিতে সহজ , সরল ভাষায় ভক্ত প্রাণের গভীর আকুতি প্রকাশিত হয়েছে । ভাবের গভীরতা , সহজ প্রকাশ ভঙ্গিমায় প্রসাদ সঙ্গীতের আবেদন সর্ব ব্যাপক । সরল সুরে ,চলিত ভাষায র ছন্দে , প্রাণ ঢালা আবেগে রচিত রাম প্রসাদি সুরে মানুষের শান্তি , সস্তি ও নির্ভরতার এক আশ্চর্য জগৎ গড়ে উঠেছে । " মা আমায় ঘুরাবে কত , " " আমি কি দুঃখেরে ডরাই ", " আসার আশা ভবে আসা ", আসা মাত্র হলো ", প্রভূতি গানে আমাদের অন্তরের কথাকেই কবি তুলে ধরেছেন নিতান্ত সহজভাবে । " ভক্তের আকুতি " পর্যায়ে মায়ের প্রতি কবির অভিযোগ - অনুযোগ মা ও ছেলের চিরন্তর স্নেহে সম্পর্কের কথাই আমাদের সরণ করিয়ে দেয় । তত্ব ভারে গান গুলি কখনোই দুর্বোধ্য হয়ে পড়েনি । শাক্ত পদ কর্তা রাম প্রসাদ সেনের গান বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ ।
কোন মন্তব্য নেই