অর্থনীতির বিভিন্ন দিক MCQ প্রশ্ন উত্তর [ পঞ্চম অধ্যায় ]
১। পৃথিবীতে ক্রীতদাস প্রথার সূত্রপাত ঘটেছিল ?
ক) আধুনিক যুগে
খ) আদিম যুগে
গ) প্রাগৈতিহাসিক যুগে
ঘ) মধ্য যুগে
উত্তর : গ) প্রাগৈতিহাসিক যুগে
২। রোমে ক্রীতদাস হত ?
ক) দরিদ্ররা
খ) কৃষকেরা
গ) যুদ্ধবন্দিরা
ঘ) মহাজনরা
উত্তর : গ) যুদ্ধবন্দিরা
৩। ক্রীতদাসদের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতিকে বলে ?
ক) পুঁজিবাদী অর্থনীতি
খ) সাম্যবাদী অর্থনীতি
গ) দাস অর্থনীতি
ঘ) ধনতান্ত্রিক অর্থনীতি
উত্তর : গ) দাস অর্থনীতি
৪। ক্রীতদাসদের যে সকল সন্তান জন্মসূত্রে ক্রীতদাসে পরিণত হয় , তাদের বলা হয় ?
ক) ভার্নি
খ) গ্ল্যাডিয়েটর
গ) প্রাট্রিসিয়ান
ঘ) ম্যানুমিসিও
উত্তর : ক) ভার্নি
৫। দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্য ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই করত ?
ক) ম্যানুমিসিওরা
খ) গ্ল্যাডিয়েটররা
গ) প্লেবিয়ানরা
ঘ) ভার্নিরা
উত্তর : খ) গ্ল্যাডিয়েটররা
৬। মুক্তিপ্রাপ্ত ক্রীতদাসকে বলা হত ?
ক) ভার্নি
খ) গ্ল্যাডিয়েটর
গ) ম্যানুমিসিও
ঘ) লিবারটাস
উত্তর : ঘ) লিবারটাস
৭। পৃথিবীতে সর্বপ্রথম দাস বাজার গড়ে উঠেছিল ?
ক) এথেন্সে
খ) স্পাটায়
গ) ডেলোসে
ঘ) কিওসে
উত্তর : ঘ) কিওসে
৮। রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসকে কি বলা হত ?
ক) ভার্নি
খ) গ্ল্যাডিয়েটর
গ) প্রাট্রিসিয়ান
ঘ) ম্যানুমিসিও
উত্তর : ঘ) ম্যানুমিসিও
৯। Manumissio বলতে রোমান ভাষায় বোঝায় ?
ক) ভূস্বামী মুক্তি
খ) দাসত্ব মুক্তি
গ) পাপ মুক্তি
ঘ) সামন্ত মুক্তি
উত্তর : খ) দাসত্ব মুক্তি
১০। প্রথম দাস বিদ্রোহ হয় ?
ক) ফ্লোরেন্সে
খ) সিসিলীতে
গ) ইটালিতে
ঘ) মিশরে
উত্তর : খ) সিসিলীতে
১১। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি মিশরের ও রোমের দাস প্রথাকে আলাদা করেছিল ?
ক) মিশরের অর্থনীতি দাস নির্ভর ছিল না
খ) মিশরের দাসদের খনি শ্রমিক হিসেবে নিযুক্ত করা হত
গ) রোমের দাসদের বাজারে বিক্রি করা হত
ঘ) সন্তানদের দাস হিসেবে বিক্রি করার অধিকার ছিল পিতার
উত্তর : গ) রোমের দাসদের বাজারে বিক্রি করা হত
১২। সামন্ততন্ত্রের উদ্ভবের মূল ক্ষেত্রটি কোথায় ছিল ?
ক) ভারত
খ) আমেরিকা
গ) মিশর
ঘ) পশ্চিম ইউরোপ
উত্তর : ঘ) পশ্চিম ইউরোপ
১৩। সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের দেয় টাইদ করটি ছিল ?
ক) ভুমিকর
খ) ধর্মকর
গ) বেগারশ্রম
ঘ) পরোক্ষ কর
উত্তর : খ) ধর্মকর
১৪। সামন্ত ব্যাবস্থায় কৃষকদের যে বাধ্যতামূলক শ্রমদান করতে হত তাকে বলা হত ?
ক) করভি
খ) টাইথ
গ) ভিলিল
ঘ) গ্রাব্রিয়েল
উত্তর : ক) করভি
১৫। নাইট বলতে বোঝায় ?
ক) কৃষক শ্রেণী
খ) ব্রাহ্মণ শ্রেণী
গ) সামন্ত শ্রেণী
ঘ) যোদ্ধা শ্রেণী
উত্তর : ঘ) যোদ্ধা শ্রেণী
১৬। কমিটেটাস প্রথার চালু ছিল ?
ক) ইংল্যান্ডে
খ) ফ্রান্সে
গ) জার্মানিতে
ঘ) রাশিয়াতে
উত্তর : গ) জার্মানিতে
১৭। সামন্ততান্ত্রিক পিরামিড কাঠামোর সর্বোচ্চ স্তরে ছিল ?
ক) নাইটরা
খ) যাজকরা
গ) অভিজাতরা
ঘ) রাজা
উত্তর : ঘ) রাজা
১৮। ইউরোপের সামন্ত্রতান্ত্রিক সমাজে ক্ষুদ্র কৃষকদের বলা হত ?
ক) ক্রীতদাস
খ) ভিলেইন
গ) ব্যরন
ঘ) ডিউক
উত্তর : খ) ভিলেইন
১৯। সার্ফ বলতে কাদের বোঝাত ?
ক) ভূমিদাস
খ) সামন্ত
গ) নাইট
ঘ) জমিদার
উত্তর : ক) ভূমিদাস
২০। মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক পিরামিডের সর্বনিম্নস্তরের অগণিত দরিদ্র কৃষকদের বলা হত ?
ক) সার্ফ
খ) ভ্যাসাল
গ) ডেমিন
ঘ) নাইট
উত্তর : খ) ভ্যাসাল
২১। ‘কর্ভি’ ছিল ?
ক) বেগার শ্রম
খ) সম্পত্তি কর
গ) ধর্মকর
ঘ) উৎপাদন কর
উত্তর : ক) বেগার শ্রম
২২। ভূস্বামী ও চার্চের জমিতে বাধ্যতামূলক বেগার শ্রমকে বলে ?
ক) করভি
খ) ডিমিন
গ) ভিলেন
ঘ) টেনান্ট
উত্তর : ক) করভি
২৩। দুজন সামন্তপ্রভুর মধ্যে বিনোদনমূলক তলোয়ার যুদ্ধকে বলা হত ?
ক) টুর্নামেন্ট
খ) ফাইট
গ) ডুয়েল
ঘ) গেম
উত্তর : গ) ডুয়েল
২৪। ‘ম্যানর’ কথাটির অর্থ হল ?
ক) দেশ
খ) খামার
গ) রাজ্য
ঘ) জমি
উত্তর : খ) খামার
২৫। ম্যানর ব্যবস্থার আর এক নাম ছিল ?
ক) সামন্ত ব্যাবস্থা
খ) গ্রামীণ ব্যাবস্থা
গ) সিনোরিয় ব্যাবস্থা
ঘ) ইনভেস্টিচার ব্যাবস্থা
উত্তর : গ) সিনোরিয় ব্যাবস্থা
২৬। সামন্ততন্ত্রে বীর যোদ্ধাদের বলা হত ?
ক) নাইট
খ) শিভালরি
গ) ভ্যাসাল
ঘ) সামন্ত প্রভু
উত্তর : ক) নাইট
২৭। ইক্তা ব্যাবস্থাকে বংশাক্রমিক করেন ?
ক) ইলতুৎমিস
খ) বলবন
গ) মহম্মদ বিন তুঘলক
ঘ) ফিরোজ শাহ তুঘলক
উত্তর : ঘ) ফিরোজ শাহ তুঘলক
২৮। গিল্ড ব্যাবস্থা সর্বপ্রথম কোন দেশে গড়ে উঠেছিল ?
ক) জার্মানি
খ) ফ্রান্স
গ) ইটালী
ঘ) ইংল্যান্ড
উত্তর : ঘ) ইংল্যান্ড
২৯। ইউরোপে কারিগরদের পৃথক গিল্ড সর্বপ্রথম গড়ে ওঠে ?
ক) ফ্রান্সে
খ) রাশিয়ায়
গ) ইটালিতে
ঘ) চিনে
উত্তর : গ) ইটালিতে
৩০। ‘শাশ্বত নগরী’ নামে পরিচিত ছিল যে নগরীটি ?
ক) প্যারিস
খ) রোম
গ) লন্ডন
ঘ) ভারত
উত্তর : খ) রোম
৩১। প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল ?
ক) খ্রি. পূ. প্রথম শতকে
খ) খ্রি. পূ. তৃতীয় শতকে
গ) খ্রি. পূ. ষষ্ট শতকে
ঘ) খ্রিস্টীয় ষষ্ট শতকে
উত্তর : গ) খ্রি. পূ. ষষ্ট শতকে
৩২। হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয় ?
ক) আলমগীরপুরে
খ) ধোলাভিয়ার
গ) লোথালে
ঘ) কালিবঙ্গানে
উত্তর : গ) লোথালে
৩৩। বৈদিক যুগের অনার্য ব্যাবসায়ীরা কি নামে পরিচিত ছিল ?
ক) ব্রাত্য
খ) নিষাদ
গ) পনি
ঘ) শ্রেষ্টি
উত্তর : গ) পনি
৩৪। সুলতানী যুগে অর্থনীতির মুল ভিত্তি ছিল ?
ক) কৃষি ব্যাবস্থা
খ) শিল্প
গ) ব্যাবসা বাণিজ্য
ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তর : ক) কৃষি ব্যাবস্থা
৩৫। চিন - রোমে বাণিজ্য কোন পথের মুখ্য ভূমিকা ছিল ?
ক) জলপথ
খ) স্থলপথ
গ) রেশমপথ
ঘ) আকাশপথ
উত্তর : গ) রেশমপথ
কোন মন্তব্য নেই