আদিম মানব থেকে প্রাচীণ সভ্যতা সমূহ MCQ প্রশ্ন উত্তর [ দ্বিতীয় অধ্যায় ]
১। আজ থেকে পৃথিবী সৃষ্টি হয় অন্তত ?
ক) ২৫০ কোটি বছর পূর্বে
খ) ৩০০ কোটি বছর পূর্বে
গ) ৫০০ কোটি বছর পূর্বে
ঘ) ৬৫০ কোটি বছর পূর্বে
উত্তর : গ) ৫০০ কোটি বছর পূর্বে
২। সৃষ্টির পর পৃথিবীতে প্রথম কোন যুগের সূচনা হয় ?
ক) আর্কিওজোয়িক
খ) সেনোজোয়িক
গ) প্যালিওজোয়িক
ঘ) মেসোজোয়িক
উত্তর : ক) আর্কিওজোয়িক
৩। প্লেইস্টোসিন যুগের অবক্ষেপণ বিশ্লেষণের মাধ্যমে যার মাত্রা নির্ধারিত হয় , তাহলো ?
ক) তাপমাত্রা
খ) সময়কাল
গ) জলবায়ু
ঘ) ভূকম্প
উত্তর : গ) জলবায়ু
৪। প্লেইস্টোসিন যুগের অন্যতম বৈশিষ্ট্য হল ?
ক) লোহার আবিষ্কার
খ) আধুনিক মানুষের আবির্ভাব
গ) চাষবাসের প্রচলন
ঘ) বাণিজ্যের প্রসার
উত্তর : খ) আধুনিক মানুষের আবির্ভাব
৫। সর্বপ্রথম স্থলভাগে প্রাণের স্পন্দন দেখা যায় ?
ক) আর্কিওজোয়িক যুগে
খ) প্রোটেরোজোয়িক যুগে
গ) প্যালিওজোয়িক যুগে
ঘ) মেসোজোয়িক যুগে
উত্তর : গ) প্যালিওজোয়িক যুগে
৬। মানুষের সমাজ গড়ে উঠেছিল ?
ক) হোলোসিন যুগে
খ) কোয়াটারনারি যুগে
গ) টারসিয়ারি যুগে
ঘ) প্লেইস্টোনিস যুগে
উত্তর : ঘ) প্লেইস্টোনিস যুগে
৭। বর্তমান মানবকুল যে প্রজাতির নিম্নলিখিত কোন পর্বে তার সৃষ্টি হয় ?
ক) প্লেইস্টোনিস
খ) আর্কিয়ান
গ) সেনোজোয়িক
ঘ) মেসোজোয়িক
উত্তর : ক) প্লেইস্টোনিস
৮। প্লেইস্টোসিন যুগে ভারতবর্ষে বিরাজ করছিল ?
ক) উষ্ণ যুগ
খ) তুষার যুগ
গ) বর্ষণের যুগ
ঘ) কোনোটিই নয়
উত্তর : গ) বর্ষণের যুগ
৯। নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল ?
ক) আগুনের আবিষ্কার
খ) লোহার ব্যাবহার
গ) তামার ব্যাবহার
ঘ) কৃষিপদ্ধতির ব্যাবহার
উত্তর : খ) লোহার ব্যাবহার
১০। নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হল
ক) পশুপালন
খ) পশু শিকার
গ) খাদ্য উৎপাদন
ঘ) খাদ্য সংরক্ষন
উত্তর : গ) খাদ্য উৎপাদন
১১। ‘নব্য প্রস্তর যুগের বিপ্লব’ তত্ত্বটি প্রচার করেন ?
ক) স্মিথ
খ) টয়েনবি
গ) অলচিকি
ঘ) গর্ডন চাইল্ড
উত্তর : ঘ) গর্ডন চাইল্ড
১২। কোথায় প্রথম খনিজ তামার ব্যাবহার শুরু হয় ?
ক) ভারতে
খ) সুমেরে
গ) চিনে
ঘ) মিশরে
উত্তর : খ) সুমেরে
১৩। বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত ?
ক) প্লেইস্টোসিন
খ) হোলোসিন
গ) প্লায়োসিন
ঘ) মায়োসিন
উত্তর : খ) হোলোসিন
১৪। বর্তমান কালের আধুনিক মানবকে বলা হয় ?
ক) রোডেশীয় মানব
খ) পিকিং মানব
গ) রামাপিথেকাস মানব
ঘ) হোমো স্যাপিয়েন্স মানব
উত্তর : ঘ) হোমো স্যাপিয়েন্স মানব
১৫। পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যাবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল ?
ক) কাটারি বা ছোড়া
খ) ধারালো অস্ত্র
গ) পাথরের টুকরো
ঘ) হাতকুঠার
উত্তর : গ) পাথরের টুকরো
১৬। প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবিকা ছিল ?
ক) পশু শিকার
খ) মাছ ধরা
গ) পশু পালন
ঘ) চাষ আবাদ
উত্তর : ক) পশু শিকার
১৭। কোন যুগকে ‘ক্ষুদ্র প্রস্তর যুগ’ নামে অভিহিত করা হয় ?
ক) প্রাচীন প্রস্তর যুগকে
খ) মধ্য প্রস্তর যুগকে
গ) নব্য প্রস্তর যুগকে
ঘ) তাম্র প্রস্তর যুগ
উত্তর : খ) মধ্য প্রস্তর যুগকে
১৮। কোন যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল ?
ক) প্রাচীন প্রস্তর যুগে
খ) নব্য প্রস্তর যুগে
গ) লৌহ যুগে
ঘ) তাম্র প্রস্তর যুগে
উত্তর : খ) নব্য প্রস্তর যুগে
১৯। মানুষ কৃষিকাজের কৌশল আবিষ্কার করে ?
ক) প্রাচীন প্রস্তর যুগে
খ) মধ্য প্রস্তর যুগকে
গ) নব্য প্রস্তর যুগে
ঘ) তাম্র প্রস্তর যুগে
উত্তর : গ) নব্য প্রস্তর যুগে
২০। পৃথিবীর প্রাচীনতম মানব নির্দশনের সন্ধান মিলেছে কোন দেশে ?
ক) ভারত
খ) কেনিয়া
গ) চিন
ঘ) মিশর
উত্তর : খ) কেনিয়া
২১। এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে ?
ক) অস্ট্রেলিয়ায়
খ) উত্তর আমেরিকায়
গ) দক্ষিণ আমেরিকায়
ঘ) আফ্রিকায়
উত্তর : ঘ) আফ্রিকায়
২২। ‘হোমো ইরেক্তাস’ শব্দটির অর্থ ?
ক) দক্ষ মানব
খ) দন্ডায়মান মানব
গ) বুদ্ধিমান মানব
ঘ) আধুনিক মানব
উত্তর : ক) দক্ষ মানব
২৩। ‘খই খই’ হল আফ্রিকার একটি ?
ক) আদিম জনগোষ্ঠী
খ) আদিম ভাষা
গ) আদিম অঞ্চল
ঘ) আদিম ধর্মবিশ্বাস
উত্তর : গ) আদিম অঞ্চল
২৪। ক্রোমেনিয়ান অঞ্চল কোন দেশে অবস্থিত ?
ক) ইংল্যান্ডে
খ) জার্মানিতে
গ) ফ্রান্সে
ঘ) চিনে
উত্তর : গ) ফ্রান্সে
২৫। আদিম মানুষ সর্বপ্রথম পোষ মানাতে শিখেছিল ?
ক) গাধাকে
খ) কুকুরকে
গ) ঘোড়াকে
ঘ) গোরুকে
উত্তর : ঘ) গোরুকে
২৬। মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় ?
ক) ১৯৭২ খ্রিস্টাব্দে
খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
উত্তর : খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
২৭। মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সাথে যুক্ত ?
ক) জা ফ্রাসোঁয়া জারিজ
খ) রমেশচন্দ্র মজুমদার
গ) ভিনসেন্ট স্মিথ
ঘ) যদুনাথ সরকার
উত্তর : ক) জা ফ্রাসোঁয়া জারিজ
২৮। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ?
ক) তাম্র প্রস্তর
খ) লৌহ
গ) প্রাগৈতহাসিক
ঘ) আদিম
উত্তর : ক) তাম্র প্রস্তর
২৯। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় ?
ক) ১৯১৮ খ্রিস্টাব্দে
খ) ১৮২০ খ্রিস্টাব্দে
গ) ১৯২২ খ্রিস্টাব্দে
ঘ) ১৯২৪ খ্রিস্টাব্দে
উত্তর : গ) ১৯২২ খ্রিস্টাব্দে
৩০। মহেন - জো - দারো কথাটির অর্থ ?
ক) পাথরের স্তূপ
খ) মৃতের স্তূপ
গ) কাঠের স্তূপ
ঘ) বালির স্তূপ
উত্তর : খ) মৃতের স্তূপ
৩১। লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল ?
ক) ভোগাবর
খ) ঘঘরা
গ) শতদ্রু
ঘ) রাভি
উত্তর : ক) ভোগাবর
৩২। নীলনদের দান বলা হয় ?
ক) মিশরীয় সভ্যতাকে
খ) মহেন জো দারো সভ্যতাকে
গ) সুমেরীয় সভ্যতাকে
ঘ) হরপ্পা সভ্যতাকে
উত্তর : ক) মিশরীয় সভ্যতাকে
৩৩। ভ্যালি অব কিংস কাদের সমাধিস্থল ?
ক) মিশরের রাজাদের
খ) মিশরের রানীদের
গ) সুমেরের রাজাদের
ঘ) সুমেরের রানীদের
উত্তর : ক) মিশরের রাজাদের
৩৪। মিশরের প্রাচীনতম চিকিৎসক কে ছিলেন ?
ক) ইমহোটেপ
খ) জুলিয়াস সিজার
গ) তৃতীয় রামেসেস
ঘ) মেনেস
উত্তর : ঘ) মেনেস
৩৫। মিশরের সব থেকে বড়ো পিরামিড হল ?
ক) খুফুর
খ) নেফরার
গ) মেনকুরার
ঘ) রামসিস - এর
উত্তর : ক) খুফুর
৩৬। ‘রা’ হলেন মিশরীয়দের ?
ক) সূর্য দেবতা
খ) চন্দ্র দেবতা
গ) সমুদ্র দেবতা
ঘ) আকাশের দেবতা
উত্তর : ক) সূর্য দেবতা
৩৭। সুমেরিয়ীদের জলের দেবতাকে বলা হত ?
ক) নাম্মা
খ) এনকি
গ) শামস
ঘ) আন
উত্তর : খ) এনকি
৩৮। দুই নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কোনটি ?
ক) মেসোপটেমিয়া সভ্যতা
খ) মিশরীয় সভ্যতা
গ) সিন্ধু সভ্যতা
ঘ) মেহেরগড় সভ্যতা
উত্তর : ক) মেসোপটেমিয়া সভ্যতা
৩৯। মেসোপটেমিয় শব্দের অর্থ হল ?
ক) দুই সাগরের মধ্যবর্তী অঞ্চল
খ) দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল
গ) দুই নদীর মধ্যবর্তী অঞ্চল
ঘ) দুই মালভূমির মধ্যবর্তী অঞ্চল
উত্তর : ঘ) দুই মালভূমির মধ্যবর্তী অঞ্চল
৪০। সুমেরীয়দের লেখা চিহ্নগুলি ছিল ?
ক) ত্রিভুজাকার
খ) বৃত্তাকার
গ) অর্ধবৃত্তাকার
ঘ) কীলকাকার
উত্তর : ক) ত্রিভুজাকার
কোন মন্তব্য নেই