বুধবার, ৬ জুলাই, ২০২২

ইতিহাস চেতনা MCQ প্রশ্ন ও উত্তর (প্রথম অধ্যায় )

 

একাদশ শ্রেণীর ইতিহাস চেতনা MCQ প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায় প্রশ্নোত্তর class xi 11 eleven history itihas chetona mcq questions answer

১। ইতিহাসের জনক বলা হয় ? 


ক) সক্রেটিস 


খ) হেরোডোটাস


গ) প্লেটো 


ঘ) জাস্টিন 



উত্তর : খ) হেরোডোটাস


২। ইংরেজিতে ‘প্রি হিস্ট্রি’ কথাটি প্রথম ব্যাবহার করেন ? 


ক) পল তুর্নাল 


খ) ড্যানিয়েল উইলসন 


গ) রাঙকে


ঘ) লর্ড অ্যাকটন 



উত্তর : ক) পল তুর্নাল


৩। ‘প্রাক ইতিহাস’ শব্দটির অর্থ কি ? 


ক) ‘প্রায় ইতিহাস’ ও ‘ইতিহাস’ এর মধ্যবর্তী সময়কাল 


খ) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না 


গ) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না 


ঘ) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত



উত্তর : খ) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না 


৪। প্রাক ইতিহাস হল ?


ক) প্রস্তর যুগ


খ) তাম্র যুগ 


গ) লৌহ যুগ 


ঘ) বরফ লুবক 



উত্তর : ক) প্রস্তর যুগ


৫। প্রাগৈতিাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল ? 


ক) লিপি 


খ) মুদ্রা 


গ) ধর্মগ্রন্থ 


ঘ) জীবাশ্ম 



উত্তর : ঘ) জীবাশ্ম 




৬। ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে ? 


ক) খ্রিষ্টপূর্ব চতুর্থ শতক 


খ) খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতক 


গ) খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতক 


ঘ) খ্রিষ্টপূর্ব অষ্টম শতক 



উত্তর : গ) খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতক


৭। ‘Historia’ যে শব্দ থেকে উদ্ভুত হয়েছে তাহলো ? 


ক) গ্রিক 


খ) ইংরেজি


গ) লাতিন 


ঘ) ফরাসি



উত্তর : ক) গ্রিক 


৮। ঐতিহাসিক তথ্য বলতে বোঝায় ? 


ক) ঐতিহাসিক কাহিনি  


খ) অতীত ঘটনা 


গ) অতীতের নথিভুক্ত তথ্য 


ঘ) অতীতের গল্পকথা 



উত্তর : গ) অতীতের নথিভুক্ত তথ্য 


৯। সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে ? 


ক) অস্ট্রেলিয়ায় 


খ) উত্তর আমেরিকায়


গ) দক্ষিণ আমেরিকায় 


ঘ) আফ্রিকায় 



উত্তর : ঘ) আফ্রিকায় 



১০। কার্বন ১৪ পদ্ধতির দ্বারা কাল নির্ণয় করা হয় ? 


ক) লোহার 


খ) জৈব প্রত্নের


গ) মুদ্রার 


ঘ) পাথরের 



উত্তর : ঘ) পাথরের




১১। প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভাগ করা যায় ? 


ক) দুটি ভাগে 


খ) তিনটি ভাগে


গ) চারটি ভাগে


ঘ) কোনোটিই নয়



উত্তর : গ) চারটি ভাগে


১২। ইতিহাস রচনার মূল ভিত্তি হল ? 


ক) অর্থনৈতিক 


খ) সামাজিক 


গ) অলিখিত 


ঘ) লিখিত 



উত্তর : ঘ) লিখিত 


১৩। সবচেয়ে প্রাচীন শিলালিপিটি পাওয়া গেছে ? 


ক) রাশিয়ার কাজাস্তানে 


খ) এশিয়ার হিন্দুস্তানে


গ) ইরানের বেহিস্তানে


ঘ) পাকিস্তানে 



উত্তর : গ) ইরানের বেহিস্তানে


১৪। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন ? 


ক) জেমস প্রিন্সপ


খ) এ. এল. ব্যাসাম 


গ) দয়ারাম সাহানি


ঘ) হোমার



উত্তর : ক) জেমস প্রিন্সপ


১৫। ভারতবর্ষে যে লিপির প্রথম পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে তাহলো ? 



ক) আরামাইক লিপি 


খ) দেবনাগরী


গ) তামিল লিপি 


ঘ) ব্রাহ্মী লিপি 



উত্তর : ঘ) ব্রাহ্মী লিপি 





১৬। ‘সোহগোর তাম্রলিপি’ আবিষ্কৃত হয়েছে ? 


ক) চিনে 


খ) মিশরে 


গ) সুমেরে 


ঘ) ভারতে 



উত্তর : ঘ) ভারতে


১৭। হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল ? 


ক) মিশরের 


খ) সুমেরের 


গ) গ্রিসের 


ঘ) মেসোপটেমিয়ার 



উত্তর : ক) মিশরের



১৮। পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হল ? 


ক) ইলিয়াড 


খ) ওডিসি


গ) মহাভারত  


ঘ) রামায়ণ  



উত্তর : গ) মহাভারত


১৯। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল ? 


ক) ইলিয়াড 


খ) গিলগামেশ


গ) রামায়ণ 


ঘ) মহাভারত 



উত্তর : খ) গিলগামেশ


২০। রাজতরঙ্গিনি গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় ? 


ক) গুজরাট 


খ) বাংলা 


গ) মহারাষ্ট্র


ঘ) কাশ্মীর 



উত্তর : ঘ) কাশ্মীর




২১। ‘ইন্ডিকা’র রচয়িতা ছিলেন ? 


ক) মেগাস্থিনিস


খ) কৌটিল্য 


গ) চন্দ্রগুপ্ত মৌর্য 


ঘ) সেলুকাস 



উত্তর : ক) মেগাস্থিনিস


২২। ‘রাসমালা’ গ্রন্থটির রচয়িতা হলেন ? 


ক) অরিসিংহ


খ) সোমেশ্বর 


গ) মেরুতুঙ্গ 


ঘ) শ্রীধর ভট্ট



উত্তর : খ) সোমেশ্বর


২৩। ইনিড কাব্য গ্রন্থের রচয়িতা হলেন ? 


ক) হোমার


খ) ভার্জিল 


গ) টাসিটাস 


ঘ) লিভি 



উত্তর : খ) ভার্জিল


২৪। ‘গিলগামেশ’ মহাকাব্যটি লিখিত ? 


ক) মিশরীয় ভাষায় 


খ) সুমেরীয় ভাষায়


গ) ভারতীয় ভাষ্য


ঘ) চৈনিক ভাষায় 



উত্তর : খ) সুমেরীয় ভাষায় 


২৫। ‘Wealth of Nation’ গ্রন্থের লেখক ? 


ক) অ্যাডাম স্মিথ 


খ) মন্তেস্কু 


গ) জন লক 


ঘ) কোয়েসনে 



উত্তর : ক) অ্যাডাম স্মিথ




২৬। নিম্নবর্গের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন ? 


ক) রমেশচন্দ্র মজুমদার


খ) রণজিৎ গুহ 


গ) লাদুরি 


ঘ) জন স্টুয়ার্ট মিল 



উত্তর : খ) রণজিৎ গুহ


২৭। জনশ্রুতি অনুযায়ী ভারতীয় পুরাণগুলি রচনা করেন ? 


ক) ঋষিরা 


খ) দেবতারা 


গ) রাজারা 


ঘ) লেখকরা 



উত্তর : ক) ঋষিরা


২৮। ভারতে কটি পুরান আছে ? 


ক) ১৫ টি 


খ) ১৬ টি 


গ) ১৮ টি 


ঘ) ২২ টি 



উত্তর : গ) ১৮ টি 


২৯। ভারতে যুগ বিভাজনের চতুর্থ পর্যায়টি হল ? 


ক) দ্বাপর 


খ) কলি 


গ) সত্য 


ঘ) ত্রেতা 



উত্তর : খ) কলি


৩০। কালচক্র ধারণার প্রবক্তা ছিল ? 


ক) ভারতীয়রা 


খ) চিনারা


গ) সুমেরিয়রা 


ঘ) আমেরিকানরা 



উত্তর : ক) ভারতীয়রা




৩১। ইউরোপে মধ্যযুগের সূচনা হয় ? 


ক) ৪২৬ খ্রি:


খ) ৪৪৬ খ্রি:


গ) ৪৭৬ খ্রি:


ঘ) ৪৮৬ খ্রি:



উত্তর : গ) ৪৭৬ খ্রি:


৩২। ‘অন্ধকার যুগ’ কথাটি প্রথম ব্যাবহার করেছেন ? 


ক) সেন্ট লুই 


খ) সেন্ট পল 


গ) কাল মার্কস 


ঘ) পেত্রাক



উত্তর : ঘ) পেত্রাক


৩৩। যুগ বিভাজনের ধারণাটি বিশ্বের বিভিন্ন দেশে ? 


ক) একই রকম 


খ) দেশভিত্তিক 


গ) প্রায় একইরকম 


ঘ) পৃথক 



উত্তর : ঘ) পৃথক






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন