তেলেনোপতা আবিষ্কার গল্পে মাছ ধরার সময় পুকুর ঘাটের দৃশ্য টি বর্ণনা দাও
উত্তর :- প্রেমেন্দ্র মিত্র রচিত " তেলেনোপতা আবিষ্কার " গল্প টি বাস্তব ও রোমান্সের অদ্ভুত মেলবন্ধন । সুদূর কলকাতা থেকে গল্প কথক দুজন বন্ধু সহ
তেলেনোপতায় আসেন মাছ শিকারের উদ্দেশ্য । শ্যাওলা ভরা পুকুর ঘাটে বসে গল্প কথক যখন পানা ভরা সবুজ জলে চারসহ বড়শি পেলেন তখন একই উদ্দেশ্য পূরণে প্রত্যাশী কয়েকটি প্রাণীর উপস্থিতি লক্ষ্য করেন । তারা যথারীতি গল্প কথক কে বিরক্ত করছিল । এক মাছরাঙা পাখি বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপ দিয়ে সার্থক শিকার ধরে গল্প কথক কে যেন বিদ্রুপ করছিল । একটি সাপ ঘাটের ফাটল থেকে বেরিয়ে গল্প কথক কে ভীত সন্ত্রস্ত করে " ধীর অচঞ্চল গতিতে " সাঁতরে অপর পারে উঠেছিল ।
দুটি ফড়িং পাল্লা দিয়ে " পাতলা কাঁচের মতো পাখা নেড়ে " ফাতনার উপর বসার চেষ্টা করছিল । একটি ঘু ঘু পাখী ক্রমাগত ডেকে ডেকে গল্প কথকের মাছ ধরার মনোসংযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল । এভাবেই গল্প কথক যখন প্রায় আনমনা সেই সময় হটাৎ জলের শব্দে চমকে ওঠে শোনেন - বসে আছেন কেন ? টান দিন । দীর্ঘ ,শীর্ণ , অপুষ্ট শরীরের অধিকারিনী যামিনির এই বক্তব্য ও ছিল । যামিনী চলে যাওয়ার পর গল্প কথক দেখেন বড়শি তে টপ আর নেই । এভাবেই গল্প কথক প্রকৃতির পটে আঁকা নির্জন পুরী তেলেনাপতার পুকুরে মাছ শিকার করার সময় কালীন পুকুর ঘাটের আনুপূর্বিক বিবরণ উপস্থাপিত করেছেন ।
Moni babu r choritho
উত্তরমুছুন