শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

তেলেনোপতা আবিষ্কার গল্পে মাছ ধরার সময় পুকুর ঘাটের দৃশ্য টি বর্ণনা দাও

 

তেলেনোপতা আবিষ্কার গল্পে মাছ ধরার সময় পুকুর ঘাটের দৃশ্য টি বর্ণনা দাও telenopota abishkar mach dhorar somoy pukur ghater drishya bornona Koro


প্রশ্ন :- " তেলেনোপতা আবিষ্কার " গল্পে মাছ ধরার সময় পুকুর ঘাটের দৃশ্য টি বর্ণনা দাও ।

উত্তর :- প্রেমেন্দ্র মিত্র রচিত " তেলেনোপতা আবিষ্কার  " গল্প টি বাস্তব ও রোমান্সের অদ্ভুত মেলবন্ধন । সুদূর কলকাতা থেকে গল্প কথক দুজন বন্ধু সহ

 তেলেনোপতায় আসেন মাছ শিকারের উদ্দেশ্য । শ্যাওলা ভরা পুকুর ঘাটে বসে গল্প কথক যখন পানা ভরা সবুজ জলে চারসহ বড়শি পেলেন তখন একই উদ্দেশ্য পূরণে প্রত্যাশী কয়েকটি প্রাণীর উপস্থিতি লক্ষ্য করেন । তারা যথারীতি গল্প কথক কে বিরক্ত করছিল । এক মাছরাঙা পাখি বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপ দিয়ে সার্থক শিকার ধরে গল্প কথক কে যেন বিদ্রুপ করছিল । একটি সাপ ঘাটের ফাটল থেকে বেরিয়ে গল্প কথক কে ভীত সন্ত্রস্ত করে " ধীর অচঞ্চল গতিতে " সাঁতরে অপর পারে উঠেছিল ।

দুটি ফড়িং পাল্লা দিয়ে " পাতলা কাঁচের মতো পাখা নেড়ে " ফাতনার উপর বসার চেষ্টা করছিল । একটি ঘু ঘু পাখী ক্রমাগত ডেকে ডেকে গল্প কথকের মাছ ধরার মনোসংযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল । এভাবেই গল্প কথক যখন প্রায় আনমনা সেই সময় হটাৎ জলের শব্দে চমকে ওঠে শোনেন - বসে আছেন কেন ? টান দিন । দীর্ঘ ,শীর্ণ , অপুষ্ট শরীরের অধিকারিনী যামিনির এই বক্তব্য ও ছিল । যামিনী চলে যাওয়ার পর গল্প কথক দেখেন বড়শি তে টপ আর নেই । এভাবেই গল্প কথক প্রকৃতির পটে আঁকা নির্জন পুরী তেলেনাপতার পুকুরে মাছ শিকার করার সময় কালীন পুকুর ঘাটের আনুপূর্বিক বিবরণ উপস্থাপিত করেছেন ।


1 টি মন্তব্য: