বুধবার, ৬ জুলাই, ২০২২

গ্যালিলিও MCQ প্রশ্ন ও উত্তর [ একাদশ শ্রেণী ]

 

একাদশ শ্রেণী গ্যালিলিও MCQ প্রশ্ন ও উত্তর  class xi 11 eleven Bengali gelilio mcq questions answer


১। গালিলিও কখন কেন জ্যোতিষ চর্চা করতেন ? 


ক) ১৫৯২ খ্রিস্টাব্দে ছাত্রদের অনুরোধে 


খ) ১৫৯২ খ্রিস্টাব্দে মঠের সন্ন্যাসীদের আদেশে


গ) ১৫৯২ খ্রিস্টাব্দে পিতার আদেশে


ঘ) প্রিয় ছাত্রদের মায়ের আগ্রহে 



উত্তর : ঘ) প্রিয় ছাত্রদের মায়ের আগ্রহে 


২। ‘গালিলিও’ কি জাতীয় প্রবন্ধ ? 


ক) বিজ্ঞান চিন্তা 


খ) ভাষণ


গ) জীবন কথা


ঘ) শ্রদ্ধাঞ্জলি



উত্তর : গ) জীবন কথা


৩। পাডুয়াতে গালিলিওর প্রিয় ছাত্র কে ছিল ? 


ক) Cosmo


খ) বেনেডিকটিন


গ) বেলারিমিন


ঘ) এনজেল



উত্তর : ক) Cosmo


৪। গালিলিওকে শেষ অবধি মঠ ছাড়তে হল । কারণ ? 


ক) তিনি মঠের শৃঙ্খলা মেনে চলতে চাননি


খ) তাঁর পিতার আপত্তি এবং তাঁর দৃষ্টিশক্তির ক্ষিনতা 


গ) গালিলিও সন্ন্যাস নেওয়ার জন্য অর্ধেয হয়ে পড়েন


ঘ) সংসারের প্রয়োজনে তাঁকে বাড়িতে ফিরতেই হত 



উত্তর : খ) তাঁর পিতার আপত্তি এবং তাঁর দৃষ্টিশক্তির ক্ষিনতা 


৫। ‘ গালিলিওর ওপর ভার পড়ল দূরবীন জোগান দেবার ।’ কারণ ? 


ক) তিনি অত্যন্ত স্বল্পমূল্যে উচ্চমানের দূরবীন সরবরাহ করতেন 


খ) সে সময়ে নৌবাহিনীর শক্তিশালী দূরবীনের প্রয়োজন ছিল 


গ) গালিলিও নিজের হাতে উচ্চ ক্ষমতাশালী দূরবীন তৈরি করতেন 


ঘ) গালিলিও ছিলেন নৌবাহিনীর উচ্চপদস্থ এক কর্মী 



উত্তর : খ) সে সময়ে নৌবাহিনীর শক্তিশালী দূরবীনের প্রয়োজন ছিল




৬। ‘সেই গ্রিক দার্শনিকের কথা সকলেই মাথা পেতে নেয় নির্বিচারে’ সেই দার্শনিকের নাম ? 


ক) গালিলিও


খ) অ্যারিস্টটল


গ) মাইকেল এঞ্জেলো 


ঘ) কোপারনিকাস 



উত্তর : খ) অ্যারিস্টটল


৭। গালিলিও ডাক্তারিতে যখন ভরতি হন তখন তাঁর বয়স ছিল ? 


ক) আঠারো


খ) পনেরো


গ) ষোলো


ঘ) সতেরো



উত্তর : ঘ) সতেরো


৮। ‘বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি , কারুশালা’ এখানে যার বাড়ির কথা বলা হয়েছে তিনি বলেন ? 


ক) টলেমি


খ) কোপারনিকাস


গ) গালিলিও


ঘ) বেলারিমিন 



উত্তর : গ) গালিলিও


৯। গালিলিওর দূরবীনে ধরা পড়েছিল ? 


ক) মঙ্গলের উপগ্রহ


খ) বৃহস্পতির চাঁদের ছবি 


গ) পৃথিবীর নক্ষত্র


ঘ) মঙ্গলের চাঁদের ছবি



উত্তর : খ) বৃহস্পতির চাঁদের ছবি


১০। ‘১৬০৯ সালে ঘটল এক নতুন ব্যাপার’ নতুন ব্যাপারটি হল ? 


ক) দূরবীন আবিষ্কার


খ) আহ্নিকগতি আবিষ্কার


গ) অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার


ঘ) চশমা আবিষ্কার



উত্তর : ক) দূরবীন আবিষ্কার




১১। গালিলিও দেহত্যাগ করেন ? 


ক) ১৬৪২ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি


খ) ১৬৪০ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি


গ) ১৬৪৩ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি


ঘ) ১৬৪৫ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি



উত্তর : ক) ১৬৪২ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি


১২। গালিলিও চিঠিতে লিখলেন অবসর ও সাহায্য পেলে অনেক বেশি কি করতে পারবেন ? 


ক) কাজ করতে পারবেন


খ) পরীক্ষা ও আবিষ্কার করতে পারবেন 


গ) অধ্যয়ন ও অধ্যাপনা করতে পারবেন 


ঘ) লেখাজোখা করতে পারবেন 



উত্তর : খ) পরীক্ষা ও আবিষ্কার করতে পারবেন 


১৩। গালিলিওর জীবনের শেষ ৯ বছর কীভাবে কাটে ? 


ক) আনন্দ আমোদে


খ) খুশিতে পরম তৃপ্তিতে 


গ) সামান্য দুঃখে কষ্টে


ঘ) অশেষ দুঃখে কষ্টে 



উত্তর : ঘ) অশেষ দুঃখে কষ্টে


১৪। গালিলিও কোন শহরে অধ্যাপনা করতে সবচেয়ে বেশি পছন্দ করতেন ? 


ক) পাডুয়া


খ) পিসা


গ) ফ্লোরেন্স


ঘ) রোম



উত্তর : গ) ফ্লোরেন্স


১৫। গালিলিও পিতা কোন বিষয়ের ওপর একাধিক বই লিখেছেন ? 


ক) সংগীত তত্ত্ব


খ) পুরাণ


গ) সাহিত্য তত্ত্ব


ঘ) গণিত তত্ত্ব



উত্তর : ক) সংগীত তত্ত্ব




১৬। গালিলিও দেখলেন বৃহস্পতিকে কি প্রদক্ষিন করছে ? 


ক) ৫টি উপগ্রহ 


খ) ৪টি উপগ্রহ


গ) ৩টি উপগ্রহ


ঘ) ২টি উপগ্রহ



উত্তর : খ) ৪টি উপগ্রহ


১৭। যিনি গালিলিওর হিতাকাঙ্খি ও সুহৃদ ছিলেন তিনি কে ? 


ক) রোমান পোপ


খ) ডোমেনিকান সম্প্রদায়ের সন্ন্যাসীরা


গ) কার্ডিনাল বেলারিমিন 


ঘ) চার্চের যাজকেরা



উত্তর : গ) কার্ডিনাল বেলারিমিন 


১৮। গালিলিওর যখন মারা গেলেন তখন তাঁর বয়স হয়েছিল কত ? 


ক) ৭৭ বছর 


খ) ৭৮ বছর


গ) ৭৯ বছর


ঘ) ৮০ বছর



উত্তর : ক) ৭৭ বছর 


১৯। গালিলিওর কি স্বভাব ছিল ? 


ক) পূর্বসুরীদের পথ চোখ বুজে অনুসরণ করা 


খ) যুক্তিতর্কের প্রতি প্রবণতা


গ) যুক্তিহীনতার বাদানুবাদে জড়িয়ে পড়া 


ঘ) ভ্রান্ত ধারণার পক্ষে নিজের মত প্রতিষ্ঠা করা 



উত্তর : খ) যুক্তিতর্কের প্রতি প্রবণতা


২০। গালিলিওর অদ্ভুত অধ্যাবসায় গুণে কীসে তাঁর প্রতিষ্ঠা এল ? 


ক) প্রজ্ঞায় ও উদ্ভাবনী কাজে 


খ) জ্ঞানে ও বুদ্ধিমত্তায় 


গ) সৃজনশীলতায়


ঘ) গণিত ও পদার্থবিদ্যা অনুসন্ধানে 



উত্তর : ঘ) গণিত ও পদার্থবিদ্যা অনুসন্ধানে 





২১। নবীন বিজ্ঞানীকে প্রথমে ভুগতে হয়েছিল কি জন্য ? 


ক) অর্থকষ্টের জন্য


খ) গবেষণাগার না পাওয়ার জন্য


গ) অমিতব্যয়ীর জন্য 


ঘ) বিষয়ের সঙ্গে মানিয়ে না নিতে পারার জন্য 



উত্তর : ক) অর্থকষ্টের জন্য


২২। গালিলিওকে কারারুদ্ধ করা হবে , কারণ ? 


ক) তিনি যদি তাঁর ধর্মবিরোধী বিশ্বাস আঁকড়ে থাকেন 


খ) তিনি যদি তাঁর মত প্রচার ও আলোচনা বন্ধ করতে অস্বীকৃত হন 


গ) তিনি যদি তাঁর নীতিতে অটল থাকেন 


ঘ) তিনি যদি পোপকে অগ্রাহ্য করেন 



উত্তর : খ) তিনি যদি তাঁর মত প্রচার ও আলোচনা বন্ধ করতে অস্বীকৃত হন


২৩। গালিলিওর অল্প বয়স থেকে ঝোঁক ছিল কীসে ? 


ক) পুরানানুকরন করে কাজ করতে


খ) আপ্তবাক্যে বিশ্বাস করে জীবন গড়ে তুলতে 


গ) হাতেকলমে করে দেখতে 


ঘ) ভাবাবেগে কোনো কিছু করতে 



উত্তর : গ) হাতেকলমে করে দেখতে


২৪। গালিলিও ডাক্তারি পড়া ছেড়ে কি পড়তে শুরু করেন ? 


ক) রসায়ন ও জীববিদ্যা


খ) গণিত ও পদার্থবিদ্যা 


গ) দর্শন ও তর্কবিদ্যা 


ঘ) পরিবেশ ও সমাজবিজ্ঞান 



উত্তর : খ) গণিত ও পদার্থবিদ্যা 


২৫। গালিলিওর ছোটো ভাই এর নাম কি ? 


ক) রাফায়েল


খ) মাইকেল ক্লাক


গ) মাইকেল এঞ্জেলো


ঘ) পেত্রাক


উত্তর : গ) মাইকেল এঞ্জেলো




২৬। গালিলিও দূরবীন আবিষ্কার করেন কখন ? 


ক) ১৬০৯ খ্রিস্টাব্দে 


খ) ১৬১৯ খ্রিস্টাব্দে 


গ) ১৬৯৯ খ্রিস্টাব্দে 


ঘ) ১৬৬৯ খ্রিস্টাব্দে 



উত্তর : ক) ১৬০৯ খ্রিস্টাব্দে 


২৭। বিশ্বসমীক্ষার এক প্রধান যন্ত্র কি ? 


ক) অণুবীক্ষণ


খ) বাইনোকুলার 


গ) দূরবীন 


ঘ) ক্যামেরা 



উত্তর : গ) দূরবীন 


২৮। টলেমির মতাদর্শ অনুযায়ী পৃথিবী কি ?


ক) গতিময়


খ) চলমান


গ) সচল


ঘ) অচল 



উত্তর : ঘ) অচল 


২৯। গালিলিওর জন্ম কোথায় ? 


ক) ফ্লোরেন্সে


খ) ভেনিসে


গ) পিসা শহরে 


ঘ) রোম নগরীতে 



উত্তর : গ) পিসা শহরে



৩০। ধার্মিকেরা দূরবীনের ভিতর দিয়ে দেখতে চাইলেন না , কারণ ? 


ক) পাছে ধারণা পালটে যায়


খ) পাছে মত বদলে যায়


গ) পাছে বিশ্বাস টলে যায় 


ঘ) পাছে মনে আঘাত লাগে 



উত্তর : গ) পাছে বিশ্বাস টলে যায়





1 টি মন্তব্য: