শিক্ষার সার্কাস MCQ প্রশ্ন ও উত্তর
১। " শিক্ষার সার্কাস " কবিতাটির অনুবাদক কে ?
ক) উৎপল কুমার বসু
খ) শঙ্খ ঘোষ
গ) শক্তি চট্টোপাধ্যায়
ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর :- ক) উৎপল কুমার বসু
২। " শিক্ষার সার্কাস " কবিতাটির রচয়িতা কে ?
ক) আইয়াপা পানিকর
খ) আইয়াপ্পা পানিকর
গ) আইয়াপ্পা পানিক্কর
ঘ) আইয়াপ পানিকর
উত্তর :- খ) আইয়াপ্পা পানিকর
৩। " শিক্ষার সার্কাস " কবিতায় ক"টি শ্রেণীর উল্লেখ আছে ?
ক) চারটি
খ) ছয়টি
গ) তিনটি
ঘ) একটি
উত্তর :- ক) চারটি
৪। " শিক্ষার সার্কাস " কবিতায় কবির মতে " শিক্ষা " আসলে কি ?
ক) সিনেমা
খ) গল্প
গ) সার্কাস
ঘ) আদর্শ
উত্তর :- ঘ) আদর্শ
৫। " শিক্ষার সার্কাস " কবিতা টি কোন ভাষার কবিতা ?
ক) তামিল
খ) তেলেগু
গ) মালায়ালম
ঘ) কন্নড়
উত্তর :- গ) মালায়ালম
৬। জ্ঞান যেখানে গেছে সেখানে কি আছে ?
ক) শিক্ষা
খ) বিশ্বাস
গ) আদর্শ
ঘ) ধোঁকা
উত্তর :- ঘ) ধোঁকা
৭। " সব শিক্ষা একটি সার্কাস " কারণ ?
ক) শিক্ষার সাহায্যে আমরা একের পর এক শ্রেণীতে উঠি
খ) এ খানে নানা রকম খেলা শেখানো হয়
গ) বই না পড়লে সার্কাসে নাম লেখানো যায় না
ঘ) সার্কাস দেখতে হলে প্রথম শ্রেণীতে পাস করা দরকার
উত্তর :- ক) শিক্ষার সাহায্যে আমরা একের পর এক শ্রেণীতে উঠি
৮। " যদি আমি দ্বিতীয় শ্রেণী পাস করি " তাহলে কি হবে ?
ক) আমি চতুর্থ শ্রেণীতে যাব
খ) আমি পুরষ্কার পাব
গ) আমি সোজা তৃতীয় শ্রেণীতে যাব
ঘ) আমি শিক্ষকের কাছে বাহবা পাব
উত্তর :- গ) আমি সোজা তৃতীয় শ্রেণীতে যাব
৯। সব শ্রেণী শেষ হওয়ার পর কে কোথায় যাবেন ?
ক) কবি পরের শ্রেণীতে যাবেন
খ) কবি কলেজে যাবেন
গ) কবি নতুন স্কুলে যাবেন
ঘ) কবি সার্কাসে যাবেন
উত্তর :- ক) কবি পরের শ্রেণীতে যাবেন
১০। শিক্ষাকে আমরা কীভাবে ব্যাবহার করি বলে কবি মনে করেছেন ?
ক) বৃত্তি রূপে
খ) পরিচিতি রূপে
গ) সার্কাস রূপে
ঘ) ক্রীড়া রূপে
উত্তর :- গ) সার্কাস রূপে
১১। " শিক্ষার সার্কাস " কবিতাটির উৎস যে কাব্য -
ক) দিন রাত্রি
খ) দিন এবং রাত্রি
গ) দিন ও রাত্রি
ঘ) দিবস রজনী
উত্তর :- গ) দিন ও রাত্রি
১২। " শিক্ষার সার্কাস " এ প্রশ্নবোধক কটি বাক্য আছে ?
ক) দুটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি
উত্তর :- খ) পাঁচটি
১৩। " শিক্ষার সার্কাস " এ কতবার শ্রেণীর উল্লেখ আছে ?
ক) সাত
খ) নয়
গ) বারো
ঘ) তেরো
উত্তর :- গ) বারো
কোন মন্তব্য নেই