ভূগোল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভূগোল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

কৃষিকাজে ও অকৃষিকাজে ভূমির ব্যাবহার বলতে কি বোঝ ? মার্কিন যুক্তরাষ্ট্রে ভূমির ব্যাবহারের ধরন সংক্ষেপে লেখো ? প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven কৃষিকাজে ও অকৃষিকাজে ভূমির ব্যাবহার বলতে কি বোঝ মার্কিন যুক্তরাষ্ট্রে ভূমির ব্যাবহারের ধরন সংক্ষেপে লেখো প্রশ্নোত্তর krishikaje okrishikaje bhumir babohar bolte ki bojho markin juktoraste bhumir baboharer dhoron songkhepe lekho questions answer

উত্তর:- অকৃষিকাজে ভূমির ব্যাবহার : কৃষিকাজে ভূমির ব্যাবহার বলতে কৃষি জমিকে বোঝানো হয় । ভূমির এই ব্যাবহার গ্রামাঞ্চলেই প্রধান । তবে কৃষিকাজে ভূমির ব্যাবহার বলতে শুধু কৃষিকাজ নয় , এর সঙ্গে যুক্ত হয় মৎস্য চাষ  , পশুচারণ , সবজি চাষ , বাগান খেত ও ফুলের চাষ ।

অকৃষিকাজে ভূমির ব্যাবহার : অকৃষিকাজে ভূমির ব্যাবহার শহরাঞ্চলে ও গ্রামাঞ্চলে দুই জায়গায় দেখা যায় । এই দুই জায়গায় এই প্রকার ভূমির ব্যাবহার বেশি পরিলক্ষিত হয় । যেমন বসত বাড়ী , বিদ্যালয় , পার্ক , শিল্প প্রতিষ্ঠান , বন্দর এলাকা , শপিং কমপ্লেক্স ।


মার্কিন যুক্তরাষ্ট্রে ভূমির ব্যাবহার হল : ( ক ) কৃষি জমি : U.S.A এর মোট ভূমি ভাগের ১৭.১৯% হল কৃষিজমি । এ খানে উন্নত ও আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে বাণিজ্যিক ভাবে গম , যব , ভুট্টা , সয়াবিন , কার্পাস প্রভৃতি ফসলের চাষ করা হয় । 

( খ ) চারণভূমি : দেশের প্রায় ২৭.৪৪% অংশ চারণভূমির অন্তর্গত । পশ্চিম মধ্যভাগের রকি পার্বত্য অঞ্চল ও প্রেইরী তৃণভূমি অঞ্চলের অপেক্ষাকৃত শুল্ক তাই সেখানে চারণভূমি গড়ে ওঠে । পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি পাতের অভাবে চারণ ক্ষেত্রের প্রাধান্য লক্ষ করা যায় । 


( গ ) বনভূমি : U.S.A তে বনভূমির পরিমাণ প্রায় ৩৩.৪৭% । পূর্বেই বলা হয়েছে যে এখানে ক্রমশ বনভূমির পরিমাণ বাড়ছে । উত্তর দিকে নরম কাঠের সরলবর্গীয় অরণ্য ও দক্ষিণ দিকে শক্ত কাঠের পর্ণমোচি অরণ্য দেখা যায় । 


( ঘ ) অন্যান্য ভূমি : U.S.A উন্নত দেশ হওয়ায় এখানে শহর ও নগর অঞ্চল , সড়ক , রেল বাণিজ্য কেন্দ্র প্রভৃতি ক্ষেত্রে ভূমির ব্যাবহার বেশ বেশি , প্রায় ২১.৫০% । U.S.A এর উত্তর পূর্ব দিকে ভাজিনিয়া থেকে নিউইয়র্ক হয়ে বেল্টন পর্যন্ত অঞ্চল মেগাপোলিস ও মেগাপলিসের অন্তর্গত ।


সোমবার, ৪ অক্টোবর, ২০২১

জলসম্পদ MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven জলসম্পদ MCQ প্রশ্নোত্তর geography jolsompod mcq questions answer

১। অতিরিক্ত জলসেচের ফলে ?


ক) ফসলের বৃদ্ধি সুনিশ্চিত হয় 


খ) মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায় 


গ) মৃত্তিকা লবণাক্ত হয় 


ঘ) মৃত্তিকার উবরতা হ্রাস পায় 


উত্তর:- ঘ) মৃত্তিকার উবরতা হ্রাস পায়

২। নীচের কোন মাছটি পিলেজিক শ্রেণীর ?


ক) টুনা 


খ) হ্যাডক 


গ) হেরিং 


ঘ) হ্যালিবুট 


উত্তর:- গ) হেরিং


৩। নীচের কোন দেশের জলসেচ ব্যাবস্থা “ কারেজ প্রথা ” নামে পরিচিত ?


ক) পাকিস্থান 


খ) বাংলাদেশ 


গ) চীন 


ঘ) আফগানিস্থান 


উত্তর:- ক) পাকিস্থান


৪। আনাড্রমাস মাছ এর একটি উদাহরণ দাও ?


ক) হেরিং 


খ) কড 


গ) ইলিশ 


ঘ) ম্যাকারেল 


উত্তর:- গ) ইলিশ


৫। যে জলসেচ ব্যাবস্থা গ্রহনে জলের সর্বনিম্ন অপচয় ঘটে , তাহল ?


ক) ছিটানো সেচ ব্যাবস্থা 


খ) বিন্দু পতন সেচ ব্যাবস্থা 


গ) খালের মাধ্যমে সেচ ব্যাবস্থা 


ঘ) কূপ দ্বারা সেচ ব্যাবস্থা 


উত্তর:- খ) বিন্দু পতন সেচ ব্যাবস্থা

৬। ভাকরা নাঙাল পরিকল্পনার সাহায্য জল সেচ করা হয় ?


ক) উত্তর প্রদেশে 


খ) মধ্য প্রদেশে 


গ) অন্ধ প্রদেশে 


ঘ) পাঞ্জাবে 


উত্তর:- ঘ) পাঞ্জাবে


৭। পৃথিবীতে মৃষ্টি জলের পরিমাণ মোট জলের মাত্র ?


ক) ৩% 


খ) ২.৪% 


গ) ১.৭% 


ঘ) ৭% এর কম 


উত্তর:- খ) ২.৪% 


৮। প্রাচীন মিশরের নীলনদ অববাহিকায় কোন যন্ত্রের সাহায্যে জল সেচ করা হত ?


ক) শাদুফ 


খ) কপিকল 


গ) পারস্য চক্র 


ঘ) পাম্প নামক 


উত্তর:- ক) শাদুফ


৯। জল সবচেয়ে বেশি পরিমাণে লাগে ?


ক) ধান 


খ) গম 


গ) আখ 


ঘ) চা উৎপাদনে 


উত্তর:- ক) ধান


১০। সিন্ধু নদের উপর পাকিস্থানের কালাবাগ অঞ্চলে যে বাঁধ নির্মিত হয়েছে ?


ক) চাশমা 


খ) জিন্না 


গ) মারালা 


ঘ) রাসুল সেচ বাঁধ 


উত্তর:- খ) জিন্না

১১। কারেজ পদ্ধতিতে জলের উৎস হল ?


ক) ভৌমজল 


খ) বৃষ্টির জল 


গ) বরফগলা জল 


ঘ) নদীর জল 


উত্তর:- ক) ভৌমজল


১২। কূপ থেকে যে বালতিযুক্ত চাকার সাহায্যে জল তোলা হয় , তাকে বলে ?


ক) পারসিক চাকা 


খ) ইজিপশিয়ান চাকা 


গ) শাদুফ 


ঘ) ইটালিয়ান চাকা 


উত্তর:- গ) শাদুফ


১৩। ভারতের মিষ্টি জল সবচেয়ে বেশি রয়েছে ?


ক) দক্ষিণ ভারতে 


খ) গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় 


গ) পশ্চিমের ব দ্বীপ অঞ্চলে


ঘ) সিন্ধু অববাহিকায় 


উত্তর:- খ) গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায়


১৪। স্পিপ্রঙ্কলার জলসেচ পদ্ধতি বেশি মাত্রায় পরিলক্ষিত হয় ?


ক) ভারতে 


খ) চীনে 


গ) মার্কিন যুক্তরাষ্ট্রে 


ঘ) ইউরোপে 


উত্তর:- গ) মার্কিন যুক্তরাষ্ট্রে


১৫। যে জলসেচ পদ্ধতিতে সবচেয়ে জল কম নষ্ট হয় তাহল ?


ক) নলকূপ পদ্ধতি 


খ) ড্রিপ পদ্ধতি


গ) স্পিপ্রঙ্কলার পদ্ধতি  


ঘ) জলাশয় পদ্ধতি 


উত্তর:- খ) ড্রিপ পদ্ধতি


রবিবার, ৩ অক্টোবর, ২০২১

প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব MCQ প্রশ্নোত্তর prakritik vhugoler mul tothyo mcq questions answer

১। “ Big Bang ” কথাটি কে সর্বপ্রথম ব্যাবহার করেন ?


ক) ল্যাপলাস 


খ) জর্জ গ্যামো 


গ) ফ্রেড হয়েল 


ঘ) আইনস্টাইন 


উত্তর:- গ) ফ্রেড হয়েল

২। মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত ?


ক) গ্রানাইট 


খ) ব্যাসল্ট 


গ) কাদাপাথর 


ঘ) বেলেপাথর 


উত্তর:- ক) গ্রানাইট



৩। M বিযুক্তিতলের অপর নাম নীচের কোনটি ?


ক) রেপিটি 


খ) মোহো 


গ) লেম্যান 


ঘ) গুটেনবার্গ



উত্তর:- খ) মোহো



৪। যে রেখা বরাবর দুটি পাত জুড়ে যায় তাকে বলে ?


ক) সংঘাত অঞ্চল 


খ) সিবন রেখা 


গ) পাত সীমান্ত 


ঘ) বেনিয়ফ জোন 


উত্তর:- খ) সিবন রেখা



৫। নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় ?


ক) বেনিয়ফ জোন 


খ) ত্রিপাত সংযোগ 


গ) ট্রান্সফর্ম চুত্তি 


ঘ) মধ্য মহাসাগরীয় শৈলশিরা 


উত্তর:- ক) বেনিয়ফ জোন

৬। Isostasy শব্দটি প্রথম ব্যাবহার করেন ?


ক) ওয়েগনার 


খ) এইরি


গ) জে .এইচ .প্রাট 


ঘ) সি . ই. ডাটন 


উত্তর:- ঘ) সি . ই. ডাটন


৭। পাত শব্দটি প্রথম ব্যাবহার করেন ?


ক) পিঁচো 


খ) উইলসন 


গ) পার্কার 


ঘ) এরাটোসথেনিস 


উত্তর:- খ) উইলসন


৮। পরিচলন স্রোত তত্ত্বটির আবিষ্কর্তা হলেন 


ক) আর্থার হোমস 


খ) মরগ্যান 


গ) পিঁচো 


ঘ) পার্কার 


উত্তর:- ক) আর্থার হোমস


৯। গঠনকারী পাত সীমান্ত বলা হয় কাকে ?


ক) অভিসারী পাত সীমান্ত 


খ) প্রতিসারি পাত সীমান্ত 


গ) নিরপেক্ষ পাত সীমান্ত 


ঘ) ত্রিপাত সীমান্ত 


উত্তর:- খ) প্রতিসারি পাত সীমান্ত


১০। কেন্দ্রমন্ডল কে সংক্ষেপে বলা হয় ?


ক) সিমা 


খ) নিফেসিমা 


গ) নিফে 


ঘ) ক্রফেসীমা 


উত্তর:- গ) নিফে

১১। কোন ভূতত্ববিদ অ্যাসথেনোস্ফিয়ার নামকরণটি করেন ?


ক) ব্যারেল 


খ) কান্ট 


গ) ডাটন 


ঘ) ডেভিস 


উত্তর:- ক) ব্যারেল


১২। Zig Saw Fit এর প্রমাণ উল্লিখিত রয়েছে কোন মতবাদে ? 


ক) সমস্থিতি মতবাদে 


খ) পুরাচুম্বকীয় মতবাদে 


গ) পাত সঞ্চালন মতবাদে 


ঘ) মহীসঞ্চরণ মতবাদে 


উত্তর:- ঘ) মহীসঞ্চরণ মতবাদে


১৩। সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের প্রতিষ্ঠাতা ছিলেন ?


ক) হ্যারিহেস 


খ) পিঁচো 


গ) হাবল 


ঘ) আর্থার হোমস 


উত্তর:- ক) হ্যারিহেস


১৪। S তরঙ্গ পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করতে পারে না ? 


ক) ভৃত্তুক 


খ) ম্যান্টল 


গ) কেন্দ্রমণ্ডল 


ঘ) অ্যাসথেনোস্ফিয়ার 


উত্তর:- গ) কেন্দ্রমণ্ডল


১৫। কে প্রথম মহীসঞ্চরণের একটি পূর্ন ধারণা অবতারণা করেন ?


ক) টেলর 


খ) সুয়েস 


গ) ওয়েগনার 


ঘ) লোথিয়ান গ্রীন 


উত্তর:- গ) ওয়েগনার

১৬। “ পাত সঞ্চারণ ” তত্ত্বের জনক হলেন ?


ক) পিঁচো 


খ) হ্যাক 


গ) এইরি 


ঘ) উইলসন 


উত্তর:- ক) পিঁচো


১৭। পদার্থের ভাসমানতার ধর্মের ভিত্তিতে যে সমস্থিতি তত্ত্ব প্রবর্তন করেন ?


ক) জজ এইরি 


খ) প্রাট 


গ) ডাটন 


ঘ) আর্থার হোমস 


উত্তর:- ক) জজ এইরি


১৮। সিয়াল ও সিমার মাঝে অবস্থিত ?


ক) মোহো বিযুক্তিতল


খ) গুটেনবার্গ বিযুক্তিতল 


গ) কনরাড বিযুক্তিতল 


ঘ) রেপিত্তি বিযুক্তিতল 


উত্তর:- গ) কনরাড বিযুক্তিতল


১৯। History of ocean Basin বইটি লেখেন ?


ক) এইরি


খ) প্রাট 


গ) হ্যারিহেস 


ঘ) ডাটন 


উত্তর:- গ) হ্যারিহেস

শনিবার, ২ অক্টোবর, ২০২১

বারিমণ্ডল MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven বারিমণ্ডল MCQ প্রশ্নোত্তর barimondol mcq questions answer

১। ভারত মহাসাগরের গভীরতম সমুদ্র খাতের নাম কি ?


ক) সুণ্ডা খাত 


খ) রোমানস্ খাত 


গ) ওব খাত 


ঘ) মারিয়ানা খাত 


উত্তর:- ক) সুণ্ডা খাত

২। নীচের কোনটি চুন জাতীয় উজের উদাহরণ ?


ক) ডায়াটম 


খ) প্রবাল 


গ) টেরোপড 


ঘ) রেডিয়োল্যারিয়ান 


উত্তর:- গ) টেরোপড


৩। সমুদ্র জলে সর্বাধিক পরিমাণ যে লবণ পাওয়া যায় তাকে বলে 


ক) সোডিয়াম ক্লোরাইড 


খ) পটাশিয়াম সালফেট 


গ) ক্যালসিয়াম কার্বনেট 


ঘ) ম্যাগনেশিয়াম ব্রোমাইড 


উত্তর:- ক) সোডিয়াম ক্লোরাইড


৪। বেরিং স্রোত দেখা যায় 


ক) ভারত মহাসাগরে 


খ) প্রশান্ত মহাসাগরে 


গ) আটলান্টিক মহাসাগরে


ঘ) কুমেরু মহাসাগরে


উত্তর:- খ) প্রশান্ত মহাসাগরে


৫। আলব্রাইটস মালভূমি কোথায় অবস্থিত ?


ক) আটলান্টিক মহাসাগরে 


খ) ভারত মহাসাগরে


গ) প্রশান্ত মহাসাগরে


ঘ) কুমেরু মহাসাগরে 


উত্তর:- গ) প্রশান্ত মহাসাগরে

৬। আয়তনের দিক থেকে কোন মহাসাগর পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম 


ক) ভারত 


খ) প্রশান্ত 


গ) সুমেরু 


ঘ) আটলান্টিক 


উত্তর:- ঘ) আটলান্টিক


৭। আটলান্টিক মহাসাগরের তলদেশে ডলফিন উচ্চভূমি ও চ্যালেঞ্জার মালভূমি যে সামুদ্রিক খাত দ্বারা বিচ্ছিন্ন তার নাম হল 


ক) মারিয়ানা খাত 


খ) সুণ্ডা খাত 


গ) রোমানস্ খাত 


ঘ) দ: স্যান্ডউইচ খাত 


উত্তর:- গ) রোমানস্ খাত


৮। পৃথিবীর গভীরতম সমুদ্রখাত টি কোন মহাসাগরে অবস্থিত ?


ক) কুমের 


খ) ভারত 


গ) প্রশান্ত 


ঘ) আটলান্টিক 


উত্তর:- গ) প্রশান্ত

৯। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা হল 


ক) ৪,২০০ মিটার 


খ) ৪,৫০০ মিটার


গ) ৫,৫০০ মিটার 


ঘ) ৪,০০০ মিটার 


উত্তর:- ক) ৪,২০০ মিটার


১০। নিম্নলিখিত সাগর গুলির মধ্যে যে সাগরের লবনতা অপেক্ষাকৃত বেশি তা হল 


ক) কৃষ্ণ সাগর 


খ) লোহিত সাগর 


গ) বাল্টিক সাগর 


ঘ) কাস্পিয়ান সাগর 


উত্তর:- খ) লোহিত সাগর


১১। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান হল 


ক) পৃথিবীর আবর্তন গতি 


খ) নিয়ত বায়ু প্রবাহ 


গ) সমুদ্র জলের লবণতা 


ঘ) অধ:ক্ষেপণ


উত্তর:- খ) নিয়ত বায়ু প্রবাহ


১২। ল্যাব্রাডার উপকূলে কোন স্রোতের প্রভাবে সারা বছর উষ্ণতা হ্রাস পায় ?


ক) বেরিং 


খ) আলাস্কা 


গ) ক্যানারী 


ঘ) ল্যাব্রাডার 


উত্তর:- ঘ) ল্যাব্রাডার