Breaking News

ক্রুসেডের কারণগুলি আলােচনা করাে ।

একাদশ শ্রেণী ইতিহাস প্রশ্নোত্তর xi class 11 history Question answer ক্রুসেডের কারণগুলি আলােচনা করাে cruseder karonguli alochona koro


উত্তর : i) রােমান চার্চের হৃতগৌরব পুনঃপ্রতিষ্ঠা : ১০৫৪ খ্রিস্টাব্দে গ্রিক ( বা পূর্ব ইউরােপীয় ) চার্চের সঙ্গে রােমান চার্চেরসম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল । ঐক্য পােপ দ্বিতীয় আরবান রােমান চার্চের হৃত গৌরব ও ক্ষমতার পুনঃপ্রতিষ্ঠা চেয়েছিলেন । তিনি ভেবেছিলেন মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড আন্দোলনে জয়ী হলে খ্রিস্টানদের ওপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা অনেক সহজ হবে ।   

ii) খ্রিস্টানদের প্রচেষ্ট : জিশুখ্রিস্টের জন্মভূমি প্যালেস্টাইনের অন্তর্গত জেরুজালেম ছিল খ্রিস্টানদের পবিত্র তীর্থস্থান । ১০৭১ খ্রিস্টাব্দে সেলজুক তুর্কিরা জেরুজালেমের দখল নেয় ।খ্রিস্টান যাজক , অভিজাত এবং রাজাগণ সংঘবদ্ধ হন ও খ্রিস । সেলজুক তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি শুরু করেন ।
 

iii) মুসলিমদের প্রচেষ্টা : আবার মুসলমানদের কাছে জেরুজালেম হজরত মহম্মদ ( সাঃ), হজরত মুসা ও হজরত দাউদের স্মৃতি বিজড়িত পবিত্রভূমি । তাই মুসলিমরাও জেরুজালেমের পবিত্রতা রক্ষায় উদ্যত হলে ক্রুসেডের  প্রেক্ষাপট রচিত হয় ।  



[        ] রাজনৈতিক কারণ –

i) ইসলামের অগ্রগতি রােধ : হজরত ওমরের আমল থেকে, রাজ্যবিজয় ও ধর্মপ্রচারের মধ্য দিয়ে ইসলামের সম্প্রসারণ শুরু হয় । রােমান সাম্রাজ্যের অন্তর্গত মিশর , সিরিয়া, স্পেন , উত্তর আফ্রিকা , দক্ষিণ ইটালি , সিসিলিসহ সমগ্র পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞল মুসলমানদের অধিকারে আসে । খ্রিস্টানরা ইসলামের এই অগ্রগতি রােধে সচেষ্ট হয় । 

ii) দক্ষতা প্রদর্শনের আকাক্ষা : অষ্টম শতকের মাঝামাঝি সময়কালে ফ্রাঙ্করাজ চালর্স মার্টেল আরবদের আক্রমণ রােধের লক্ষ্যে এক সুনিপুণ যােদ্ধাবাহিনী গড়ে তােলেন । খ্রিস্টধর্মের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের একটা সুযােগ পাওয়ার জন্য তারা ক্রুসেডের প্রেক্ষাপট রচনায় সাহায্য করে । 
 
[         ] অর্থনৈতিক কারণ –

i) সামন্তপ্রথার বিস্তার : একাদশ শতকে ইউরােপের সামন্তপ্রভুরা প্রাচ্যে ভূখণ্ড দখল করে সামন্তপ্রথার বিস্তারে উদ্যোগী হন । তারা সেখানে সামন্তপ্রথা প্রবর্তন ও পরাজিতদের শােষণের মাধ্যমে সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ক্রুসেডে যােগ দেন । 


ii) অভিজাতদের লােভ : যে সমস্ত অভিজাতের ম্যানরের আয় কমে গিয়েছিল ,তারা এবং লােভী অভিজাতরা লুঠতরাজের মাধ্যমে ধন উপার্জনের লক্ষ্যে ধর্মযুদ্ধে যােগ দিয়েছিল । 

  

বাণিজ্যিক স্বার্থ : পশ্চিম রােমান সাম্রাজ্যের পতনের পর ব্যাবসা বাণিজ্যের ক্ষেত্রে খ্রিস্টান বণিকগণ কোণঠাসা হয়ে পড়ে । একাদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে পরিস্থিতি বদলায় । নর্মানরা মুসলমানদের কাছ থেকে সিসিলি কেড়ে নেয় এবং খ্রিস্টান শক্তি স্পেন অধিকার করে । ইটালির বণিকরা প্রাচ্য দেশগুলির সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তােলে । এই বাণিজ্যিক সম্পর্কের টানাপােড়েনে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ক্রুসেডের প্রেক্ষাপট রচিত হয় । 
 
[         ] সামাজিক কারণ –


i) ভূমিদাসদের মুক্তির আকাক্ষা : ক্রুসেডে অংশগ্রহণ করলে ভূমিদাসদের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার ও ঋণগ্রহণকারীদের সুদের হার কমানাের প্রতিশ্রুতি দেওয়া হয় । তাই ক্রুসেডে যােগ দিয়ে ভূমিদাসত্ব থেকে মুক্ত হতে চেয়েছিল হাজার হাজার সার্ফ বা ভূমিদাস । 

ii) জনসংখ্যার আধিক্য : মধ্যযুগে জনসংখ্যার চাপ বৃদ্ধি পেলেও সেই অনুপাতে জমির পরিমাণ বাড়েনি । ফলে জমির ওপর নির্ভরশীলদের একাংশ নতুন ভূখণ্ডে শান্তিতে বসবাসের লক্ষ্যে ক্রুসেডের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে । 

iii) তীর্থযাত্রীদের ক্ষোভ : একাদশ শতকে জেরুজালেম সেলজুক তুর্কিদের অধিকৃত হওয়ার পরও বহু খ্রিস্টান তীর্থযাত্রী জেরুজালেম ভ্রমণে আসতে থাকেন । তীর্থযাত্রাকালীন তাদের অনেকেই দস্যুদের কবলে পড়েন ও আক্রান্ত হন । ফলে খ্রিস্টানগণ মুসলিমদের বিরুদ্ধে দারুণ ক্ষুদ্ধ হয়ে ওঠে । 
 
উপসংহার : বিভিন্ন কারণে ক্রুসেড সংঘটিত হলেও ধর্মীয় প্রসার ছিল এর প্রধান লক্ষ্য । এর চূড়ান্ত পরিণতি হিসেবেই সুদীর্ঘকাল ইউরােপে অশান্তি চলে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন ও সম্পদহানি ঘটে ।





কোন মন্তব্য নেই