দূরবীনের সাহায্যে পর্যবেক্ষণের মধ্য দিয়ে গালিলও কোন্ মতবাদের প্রচার করতে লাগলেন ? ‘সনাতনীরা’ তাঁর বিরােধিতা করলেন কেন ?
উত্তর : উন্নতমানের শক্তিশালী দূরবিন হাতে এসে যাওয়ায় গালিলিও বিশ্বসমীক্ষার নির্ভরশীল যন্ত্রের সাহায্য পান । দূরবিন আকাশের দিকে ফিরিয়ে গালিলিও অনেক নতুন দৃশ্য দেখেন । এসব দৃশ্য তখনকার দিনে মানুষের কল্পনাতীত ছিল । চাঁদের পাহাড়, ছায়াপথের মধ্যে লক্ষ লক্ষ তারার অবস্থান , নতুন নতুন উপগ্রহের খবর । চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে , বৃহস্পতির চারটি উপগ্রহ আছে । সূর্যজগতের কেন্দ্রস্বরূপ । পৃথিবীর আছে আহ্নিক ও বার্ষিক গতি । এইসব মতবাদের সঙ্গে গালিলিও প্রচার করেন কোপারনিকাসের বিশ্ববিন্যাসের স্বপক্ষে যুক্তি ।
সনাতনীরা গালিলিওর প্রচারিত মতবাদের বিরােধিতা করেন । কারণ তাঁদের কাছে গালিলিওর প্রচারিত মতবাদ ছিল অযৌক্তিক এবং যথার্থ ধর্মমতের পরিপন্থী । বাইবেলের অনেক লেখার সঙ্গে গালিলিওর মতবাদের মিল ছিল না । ধার্মিক যাজক ও পণ্ডিতেরা এতকাল যা শিখিয়ে এসেছেন তাঁর বিরুদ্ধ মতবাদ । তা ছাড়া গালিলিওর মতবাদ মেনে নিলে , তাদের ভয় ছিল তাদের এত দিনের বিশ্বাস টলে যাবে । দূরবিন যন্ত্রের জাদুতে গালিলিও গ্রহের দৃশ্য দেখছে বলে তাদের ধারণা , তারা আরও মনে করছিল ওটা যন্ত্রের কারসাজি ।
কোন মন্তব্য নেই