রাষ্ট্রের প্রকৃতি ও শাসনযন্ত্র MCQ প্রশ্ন উত্তর [ চতুর্থ অধ্যায় ]
১। ‘অর্থশাস্ত্রের’ লেখক হলেন ?
ক) মেগাস্থিনিস
খ) কৌটিল্য
গ) কালিদাস
ঘ) সন্ধাকর নন্দী
উত্তর : খ) কৌটিল্য
২। দক্ষিণ ভারতের এক অজানা জায়গা থেকে যিনি ‘অর্থশাস্ত্র’ আবিষ্কার করেছিলেন তিনি হলেন ?
ক) ড. শ্যাম শাস্ত্রী
খ) নীলকণ্ঠ শাস্ত্রী
গ) হরপ্রসাদ শাস্ত্রী
ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তর : ক) ড. শ্যাম শাস্ত্রী
৩। কৌটিল্যর ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি ?
ক) ৫টি ভাগে বিভক্ত
খ) ১০টি ভাগে বিভক্ত
গ) ১৫টি ভাগে বিভক্ত
ঘ) ২০টি ভাগে বিভক্ত
উত্তর : গ) ১৫টি ভাগে বিভক্ত
৪। কৌটিল্যর আসল নাম কি ?
ক) বিষ্ণুশর্মা
খ) চাণক্য
গ) বিষ্ণুগুপ্ত
ঘ) বিষ্ণুপদ
উত্তর : গ) বিষ্ণুগুপ্ত
৫। কৌটিল্য অর্থশাস্ত্রে যে আইনবিধি রচনা করেছেন তাঁর ভাগ হল ?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর : গ) ৪টি
৬। কৌটিল্য স্বামী বলতে বুঝিয়েছেন ?
ক) রাষ্ট্রের প্রধানকে
খ) পরিবারের প্রধানকে
গ) সমাজের প্রধানকে
ঘ) গ্রামের প্রধানকে
উত্তর : ক) রাষ্ট্রের প্রধানকে
৭। ‘ভারত ইতিহাসের ম্যাকিয়াভেলি’ বলা হয় ?
ক) চন্দ্রগুপ্ত মৌর্যকে
খ) বারণিকে
গ) অশোককে
ঘ) কৌটিল্যকে
উত্তর : ঘ) কৌটিল্যকে
৮। সুলতানী যুগের ঐতিহাসিক হলেন ?
ক) সন্ধ্যাকর নন্দী
খ) জিয়াউদ্দিন বারনি
গ) আমির খসরু
ঘ) আফিফ
উত্তর : গ) আমির খসরু
৯। কোন দেশের রাজতন্ত্র দিল্লীর সুলতানীর দ্বারা অনুসৃত বলে বারণি মনে করতেন ?
ক) মিশরের
খ) স্পেনের
গ) আরবের
ঘ) পারস্যর
উত্তর : ঘ) পারস্যর
১০। দিল্লীর কোন সুলতান খলিফার স্বীকৃতি লাভ করেন ?
ক) ইলুতুৎমিস
খ) আলাউদ্দিন খলজি
গ) মহম্মদ বিন তুঘলক
ঘ) ফিরোজ তুঘলক
উত্তর : ক) ইলুতুৎমিস
১১। সিসেরো ছিলেন ?
ক) একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
খ) অ্যারিস্টটলের একজন ছাত্র
গ) এক গ্রিক রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
ঘ) একজন রোমান বিচারক
উত্তর : ক) একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
১২। অষ্টম হেনরির রিফরমেশন পার্লামেন্টটি চলেছিল ?
ক) তিন বছর
খ) পাঁচ বছর
গ) সাত বছর
ঘ) নয় বছর
উত্তর : গ) সাত বছর
১৩। ‘The Prince’ গ্রন্থটির রচয়িতা হলেন ?
ক) বোদা
খ) সিসেরো
গ) হবস
ঘ) ম্যাকিয়াভেলি
উত্তর : ঘ) ম্যাকিয়াভেলি
১৪। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ?
ক) লককে
খ) রুশোকে
গ) ম্যাকিয়াভেলিকে
ঘ) অশোককে
উত্তর : গ) ম্যাকিয়াভেলিকে
১৫। কৌটিল্যর অর্থশাস্ত্রের সাথে তুলনীয় গ্রন্থটি হল ?
ক) কাঁদিদ
খ) সোশ্যাল কন্ট্রাক্ট
গ) ইন্ডিকা
ঘ) দ্য প্রিন্স
উত্তর : ঘ) দ্য প্রিন্স
১৬। রাষ্ট্রের ‘সার্বভৌমত্ব তত্ত্বের’ প্রধান প্রবক্তা হলেন ?
ক) জা রুশো
খ) সিসেরো
গ) জা বোদা
ঘ) টমাস হবস
উত্তর : গ) জা বোদা
১৭। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রতত্ত্বের সূচনা করেন ?
ক) ম্যাকিয়াভেলি
খ) টমাস হবস
গ) বোদা
ঘ) ইরাসমাস
উত্তর : ক) ম্যাকিয়াভেলি
১৮। উদারনীতিবাদের জন্মদাতা বলা হয় ?
ক) টমাস হবস্ কে
খ) জন লক কে
গ) হেগেল কে
ঘ) টমাস হিল গ্রিনকে
উত্তর : খ) জন লক কে
১৯। সামাজিক চুক্তি মতবাদকে রাষ্ট্রের উৎস হিসেবে বর্ণনা করেছেন ?
ক) রুশো
খ) জন লক
গ) হবস
ঘ) মন্তেষ্কু
উত্তর : ক) রুশো
২০। ঝড়ের পাখি বলা হত ?
ক) রুশোকে
খ) ভলতেয়ারকে
গ) মন্তেষ্কুকে
ঘ) দালেমবেয়ারকে
উত্তর : ক) রুশোকে
২১। রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি প্রবর্তন করেন ?
ক) রুশো
খ) মন্তেষ্কু
গ) ভলতেয়ার
ঘ) ডিকেন্স
উত্তর : খ) মন্তেষ্কু
২২। জেরেমি বেন্থাম ছিলেন ?
ক) ব্রিটিশ রাষ্ট্রদার্শনিক
খ) জার্মান রাষ্ট্রদার্শনিক
গ) ফরাসী রাষ্ট্রদার্শনিক
ঘ) রুশ রাষ্ট্রদার্শনিক
উত্তর : ক) ব্রিটিশ রাষ্ট্রদার্শনিক
২৩। পারসিক প্রদেশগুলির নাম ছিল ?
ক) সাট্রাপি
খ) এক্তা
গ) মামলাত
ঘ) মনসব
উত্তর : ক) সাট্রাপি
২৪। ম্যান্ডারিন ব্যাবস্থা প্রচলিত ছিল ?
ক) ভারতে
খ) চিনে
গ) ইংল্যান্ডে
ঘ) গ্রিসে
উত্তর : খ) চিনে
২৫। ম্যান্ডারিনরা যে দেশের উচ্চপদস্থ আমলা ছিলেন ?
ক) চিনের
খ) পারস্যর
গ) জাপানের
ঘ) মিশরের
উত্তর : ক) চিনের
২৬। ইংরেজি Mandarin শব্দটি এসেছে ?
ক) পোর্তুগিজ শব্দ থেকে
খ) লাতিন শব্দ থেকে
গ) ফরাসি শব্দ থেকে
ঘ) ডাচ শব্দ থেকে
উত্তর : ক) পোর্তুগিজ শব্দ থেকে
২৭। চীনের কোন বংশের রাজাদের রাজত্বকালে ম্যান্ডারিনদের মর্যাদা সর্বোচ্চ স্তরে পৌঁছায় ?
ক) তাং
খ) মিং
গ) কিং
ঘ) ঝোঁ
উত্তর : গ) কিং
২৮। দিল্লীর কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার স্বীকৃতি পান ?
ক) কুতুবউদ্দিন আইবক
খ) ইলুতুৎমিস
গ) বলবন
ঘ) আলাউদ্দিন
উত্তর : খ) ইলুতুৎমিস
২৯। ‘ইক্তা’ প্রথার প্রবর্তক হলেন ?
ক) ইলুতুৎমিস
খ) রাজিয়া
গ) বলবন
ঘ) আলাউদ্দিন খলজি
উত্তর : ক) ইলুতুৎমিস
৩০। মোগল যুগের মনসবদারি প্রথা প্রবর্তন করেন ?
ক) হুমায়ূন
খ) আকবর
গ) শাহজাহান
ঘ) ঔরঙজেব
উত্তর : খ) আকবর
৩১। মনসবদারি ব্যবস্থার স্তর ছিল ?
ক) ৩৩টি
খ) ৩০টি
গ) ৩৪টি
ঘ) ৩২টি
উত্তর : ক) ৩৩টি
৩২। সওয়ার বলতে বোঝায় ?
ক) মনসবদারের বেতন
খ) মনসবদারের পদমর্যাদা
গ) মনসবদারের অধীনের সেনাসংখ্যা
ঘ) মনসবদারের অধীনস্থ কর্মচারী
উত্তর : গ) মনসবদারের অধীনের সেনাসংখ্যা
কোন মন্তব্য নেই