Breaking News

‘মা’র কতদিন দ্বীপান্তর ? ' — মা - এর পরিচয় দিয়ে তার দ্বীপান্তরের কারণ আলােচনাসহ বন্দিদশার বর্ণনা দাও ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers মার কতদিন দ্বীপান্তর মা এর পরিচয় দিয়ে তার দ্বীপান্তরের কারণ আলােচনাসহ বন্দিদশার বর্ণনা দাও mar kotodin dipantor ma ar porichoy diye tar dipantorer karon alochonasoho bondhidoshar bornona dao

উত্তর : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘ দ্বীপান্তরের বন্দিনী ’ কবিতার প্রশ্নোধৃত অংশের ‘মা’ হলেন ভারতরূপিণী বাকদেবী সরস্বতী । 

সরস্বতী হলেন বাক , ভাষা বা বাণীর দেবী । স্বাধীনতাকামী ভারত -সন্তান, যাঁরা বিদেশি শাসনের , শােষণ -তাড়নের বিরুদ্ধে ও স্বাধীনতার জন্য আন্দোলনে সােচ্চার ছিলেন , সত্যভাষণে ছিলেন নির্ভীক, বিদেশি সরকার তাঁদের পাঠাতেন দ্বীপান্তরে । তাঁদেরই প্রতীক হলেন বাক - ভারতী সরস্বতী । আন্দামানের সেলুলার জেলে দ্বীপান্তরিত বন্দিদের সশ্রম কারাদণ্ড ভােগ করতে হত নির্মম অত্যাচারিত হয়ে । উদ্দেশ্য ছিল সরকারের বিরুদ্ধে কোনােরকম বিক্ষোভ , আন্দোলন, সত্যভাষণ , লেখাজোখা চলবে না ।  


ভারতমাতা বাকভারতী দ্বীপান্তরে দেড়শাে বছর বন্দিনী । তিনি মুক্ত হয়ে ফিরে না আসায় তাঁর । পুণ্যবেদি শূন্য । সেখানে উঠেছে ক্রন্দনধ্বনি । সাত সমুদ্র তেরাে নদীর পারে দ্বীপান্তরের স্থান আন্দামান । রুপাের কাঠির কঠিন স্পর্শে মায়ের রূপের কমল স্লান, বিবর্ণ । অস্ত্রধারীর অস্ত্রের আঘাতে মায়ের পদ্ম শতচ্ছিন্ন । যন্ত্ৰী রক্ষী বসিয়ে বীণার তার কাটছে । সেখান থেকে তারহীন সেতারে কি মুক্ত-বন্ধ সুর এসেছে ? বন্দিনী বাকদেবীর বাণী কি আজ মুক্ত ? অত্যাচারী ও নিষ্ঠুর রক্ষপুরী কি ধ্বংস হয়েছে ? যক্ষপুরীর রৌপ্য পঙ্কে কি মায়ের রূপকমল ফুটেছে ? কামান -গােলার সিসা - স্তূপে কি বাকদেবীর কাচের প্রাসাদ গড়ে উঠেছে ? রক্তাক্ত খুনখারাপি কি শান্তির পবিত্র স্পর্শে শ্বেতপদ্ম হয়ে উঠেছে ? যদি তা না হয় , তাহলে কীসের কাতর ক্রন্দন,কীসের উচ্চ শঙ্খধ্বনি ? 


আন্দামানে  বাকভারতী দিনরাত্তির ঘানি টানছে । সেই ঘানি থেকে জীবন চুয়ানাে ঘানির তেল আনা হয়েছে কি হােমানলে আহুতি দেওয়ার জন্যে ? তেমনি সত্যভাষীকে অন্যায় বিচারের মার খেতে হচ্ছে । সত্যকথা বললেই বন্দি হতে হয় । অত্যাচারিত হয়েও অত্যাচারের কথা বলা যায় না । বিদ্রোহী আখ্যা পেতে হয় ।

কোন মন্তব্য নেই