Breaking News

সুয়েজ খালে : হাঙ্গর শিকার প্রবন্ধ অবলম্বনে হাঙ্গর শিকারের বর্ণনা দাও

 

সুয়েজ খালে : হাঙ্গর শিকার প্রবন্ধ অবলম্বনে হাঙ্গর শিকারের বর্ণনা দাও ।  সুয়েজ খালে হাঙ্গর শিকার প্রশ্ন উত্তর বাংলা একাদশ শ্রেণী বাংলা class xi Bangl



উত্তর: সুয়েজ খালে : হাঙ্গর শিকার প্রবন্ধে স্বামী বিবেকানন্দ হাঙ্গর শিকারের আনুপূর্বিক বিবরণ উপস্থাপিত করেছেন । জাহাজের এক ফৌজি যাত্রীর কুয়োর ঘটি তোলার ঠাকুরদাদা রূপ প্রকান্ড বরশী জোগাড় করলে ফাতনা হিসাবে করিকাঠ ব্যাবহার করে বিলেতি শুয়োর মাংস গেঁথে আরব মিঙার সাহায্যে জলে ফেলা হয় । দীর্ঘ প্রতীক্ষার পর জাহাজ থেকে প্রায় দুশো হাত দূরে ভিস্তির মশকের মতো প্রথম হাঙ্গর বাঘা ভেসে ওঠে ।

 

হাঙ্গর টোপ  সহ বড়শী উদর্স্থ করার আগেই কাছিতে টান পড়ে । টপসহ বড়শী টি ঝেড়ে ফেলে দিতে চাইলে উল্টো উৎপর্তি ঘটে । বড়শী বিঁধে যায় তার মুখে ।  দীর্ঘ ক্ষণ হাঙ্গর আর মানুষের কাছি টানাটানিতে ক্লান্ত হাঙ্গরের শরীর চেষ্টা ছেড়ে দেয় এবং জলের ওপর ভেসে ওঠে । আরব পুলিশ মাঝি হাঙ্গরের লেজে দড়ির বেঁধে দেয় । তারপর হাঙ্গর কে টেনে জাহাজে তোলা হয় , অবশ্য জলে তখন হাঙ্গরের নাড়িভুঁড়ি ছিঁড়ে বেরিয়ে যায় । জামাকাপড়ের মায়া না করে হাঙ্গরের মাথায় করি কাঠ দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়। রমণীদের প্রবলর আপত্তি সত্ত্বেও অতি বিভৎস ভাবে হাঙ্গরের দেহ কে ছিন্নভিন্ন করে ফেলা হয় ।

 

কোন মন্তব্য নেই