রাষ্ট্রবিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাষ্ট্রবিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

সংবিধান কাকে বলে ? সংবিধানের শ্রেণী বিভাজন করো ।

 

একাদশ শ্রেণী class 11 xi eleven সংবিধান কাকে বলে সংবিধানের শ্রেণী বিভাজন করো প্রশ্নোত্তর political science suggestions songbidhan kake bole songbidhaner sreeni bivajon koro


প্রশ্ন : সংবিধান কাকে বলে ? সংবিধানের শ্রেণী বিভাজন করো ।


উত্তর:- সাধারণ ভাবে সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন কে বোঝায় । যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠন কে সুষ্ঠ ভাবে পরিচালনা করতে গেলে যেমন কত গুলি সাধারণ নিয়ম কানুনের প্রয়োজন হয় , রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের ক্ষেত্রেও তা দেখা যায় । রাষ্ট্রের পরিচালনার জন্য একান্ত আবশ্যক এই নিয়ম কানুন গুলি হল সংবিধান ।

রাষ্ট্রবিজ্ঞানের প্রদত্ত সংজ্ঞা : সংবিধানের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে । লর্ড ব্রাইস সংবিধান বলতে সেই সব আইন কানুন ও রীতিনীতির সমষ্টি কে বুঝিয়েছেন , যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে ।  রাষ্ট্রবিজ্ঞানী সি এফ স্ট্রং এর মতে , সংবিধান হল সেই সব নিয়ম নীতির সমষ্টি যাঁর সাহায্য সরকারের ক্ষমতা , শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্ক নির্ধারিত হয় । গিলক্রিস্ট সংবিধান বলতে এমন কথক গুলি লিখিত বা অলিখিত নিয়ম কানুনের কথা উল্লেখ করেছেন , যেগুলির মাধ্যমে সরকার গঠন , সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন এবং বিভাগ গুলির কার্যক্ষেত্র নির্দিষ্ট করে দেওয়া হয় ।


ব্যাপক ও সংক্রীন অর্থে সংবিধান : সংবিধানের সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে ব্যাপক ও সংক্রিন অর্থের কথাও বলা হয়ে থাকে । ব্যাপক অর্থে সংবিধান হল দেশের শাসন ব্যাবস্থা নিয়ন্ত্রণকারী সমস্ত রকম লিখিত ও অলিখিত নিয়ম কানুন । লিখিত নিয়মকানুন বলতে আইন এবং অলিখিত অলিখিত নিয়ম কানুন বলতে রীতিনীতি , প্রথা , আচার ব্যবহার প্রভৃতি কে বোঝায় । অন্যদিকে , সংক্রীন অর্থে সংবিধান বলতে শুধুমাত্র সেইসব লিখিত মৌলিক আইন কানুন কে বোঝায় যাঁর দ্বারা সরকার গঠন , সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন ও সম্পর্ক নির্ণয় এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক প্রভৃতি নিয়ন্ত্রিত হয় ।

সংবিধান শ্রেণীবিভাজন : সংবিধানের শ্রেণী বিভাজন নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য থাকলেও , সাধারণ ভাবে দুটি প্রধান শ্রেণীতে সংবিধান কে ভাগ করার ব্যাপারে অনেকে সহমত পোষণ করেছেন । যেমন (১) সুপরিবর্তনীয় ও দুস্পরিবর্তনীয় সংবিধান এবং (২) লিখিত ও অলিখিত সংবিধান ।


সুপরিবর্তনীয় ও দুস্পরিবর্তনীয় সংবিধান : সংবিধান সুপরিবর্তনীয় ও দুস্পরিবর্তনীয় দুরকমই হতে পারে । সংবিধান সংশোধন বা পরিবর্তনের ক্ষেত্রে প্রকৃতিগত ভাবে তাদের মধ্যে যে পার্থক্য রয়েছে তাঁর ভিত্তিতে সুপরিবর্তনীয় ও দুস্পরিবর্তনীয় আখ্যা দেওয়া হয়ে থাকে । 

সুপরিবর্তনীয় : যে পদ্ধতিতে আইনসভা দেশের সাধারণ আইন পাস করে বা তার রদবদল করে , সেই পদ্ধতিতে সংবিধানের সংশোধন বা পরিবর্তন করা হলে তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে । এজন্য কোনো " বিশেষ পদ্ধতি " অবলম্বনের দরকার পড়ে না । আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটই সংবিধান সংশোধন বা পরিবর্তন করা যায় । সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হল ব্রিটেন , নিউজিল্যান্ড প্রভৃতি দেশ ।


দুস্পরিবর্তনীয় সংবিধান : আইনসভায় সাধারণ আইন পাসের পদ্ধতিতে যে সংবিধান কে সংশোধন বা পরিবর্তন করা যায় না , যে সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে গেলে " বিশেষ পদ্ধতি " অবলম্বন করতে হয় , তাকে দুস্পরিবর্তনীয় সংবিধান বলা হয় । দুস্পরিবর্তনীয় সংবিধানের দৃষ্টান্ত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র , জাপান প্রভৃতি দেশের সংবিধানের কথা উল্লেখ করা যায় ।

লিখিত ও অলিখিত সংবিধান : সংবিধানের মৌলিক নীতিগুলি লিখিত বা অলিখিত দুই-ই হতে পারে । এই কারণেও সংবিধানের শ্রেণীবিভাজন করা হয়ে থাকে ।


লিখিত সংবিধান : দেশের শাসনব্যাবস্থার মৌলিক নীতি গুলি যেক্ষেত্রে একটি দলিলের আকারে লিপিবদ্ধ করা হয় , তাকে লিখিত সংবিধান বলে । সাধারণ একটি সংবিধান পরিষদ বা কনভেনশন এসব সাংবিধানিক মৌলিক নীতি গুলি কে লিপিবদ্ধ করার কাজ করে থাকে । বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান । সুইজারল্যান্ড , ভারত , রাশিয়া প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধানের অন্যতম উদাহরণ ।

অলিখিত সংবিধান : দেশের শাসন ব্যাবস্থার মৌলিক নীতি গুলি যখন প্রথা , আচার ব্যবহার , রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে গড়ে ওঠে , তখন তাকে অলিখিত সংবিধান বলে আখ্যা দেওয়া হয় । কোনো সংবিধান পরিষদ বা কনভেনশন অলিখিত সংবিধানের শাসন সম্পর্কীত মৌলিক নীতি প্রয়নের কাজ করে না । অলিখিত সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ হল গ্রেট ব্রিটেনের সংবিধান ।


শনিবার, ৭ আগস্ট, ২০২১

সংবিধান MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী সংবিধান mcq প্রশ্নোত্তর class xi 11 eleven songbidhan mcq questions answer


১। রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক ও সুনিদিষ্ট নিয়ম কানুন কে বলা হয় 


ক) সংবিধান 


খ) আইন


গ) অধিকার 


ঘ) নৈতিকতা


উত্তর:-ক) সংবিধান 

২। পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান টি হল 


ক) ব্রিটেনের 


খ) আমেরিকার


গ) ভারতের


ঘ) ফ্রান্সের


উত্তর:-গ) ভারতের


৩। ভারতের সংবিধান রচনা করেছিল ?


ক) আম্বেদকর 


খ) গণপরিষদ


গ) নেহেরু


ঘ) প্যাটেল


উত্তর:-খ) গণপরিষদ


৪। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 


ক) ৩৫০


খ) ৩৮৯


গ) ৪০০


ঘ) ৪৫০


উত্তর:-খ) ৩৮৯


৫। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন 


ক) রাজেন্দ্র প্রসাদ


খ) নেহেরু


গ) গান্ধীজী 


ঘ) আম্বেদকর


উত্তর:-ঘ) আম্বেদকর

৬। সমাজতন্ত্র শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয় 


ক) ১৯৫০ সালে 


খ) ১৯৬২ সালে


গ) ১৯৭৬ সালে


ঘ) ২০০২


উত্তর:-গ) ১৯৭৬ সালে


৭। ভারত কে আধারাষ্ট্রীয় দেশ বলেছেন


ক) ঠাকুরদাস ভার্গব


খ) পাইলি


গ) কে . সি . হোয়ার 


ঘ) কে . পি . মুখাজী


উত্তর:-গ) কে . সি . হোয়ার


৮। " গণপরিষদ কে আইনজ্ঞ দের স্বর্গ " বলেন 


ক) শেঠ দামোদর স্বরূপ 


খ) কে . পি . মুখাজী


গ) ঠাকুরদাস ভার্গব


ঘ) আইভর জেনিংস


উত্তর:-ঘ) আইভর জেনিংস


৯।" From Raj to Swaraj "  গ্রন্থটির প্রণেতা ? 


ক) আইভর জেনিংস


খ) ধীরেন্দ্রাথ সেন


গ) কে . ভি . রাও 


ঘ) কে . পি . মুখার্জী


উত্তর:-খ) ধীরেন্দ্রাথ সেন


১০। স্বাধীন ভারতের প্রথম গভনর জেনারেল ছিলেন ?


ক) লর্ড কার্জন 


খ) লর্ড মাউন্ট ব্যাটেন


গ) চক্রবর্তী রাজা গোপালচারী 


ঘ) ক্রিপস


উত্তর:-খ) লর্ড মাউন্ট ব্যাটেন

১১। ভারতীয় সংবিধানের জনক বলা হয় ?


ক) নেহেরু কে 


খ) গান্ধীজী কে 


গ) আম্বেদকর কে 


ঘ) রাজেন্দ্রপ্রসাদ কে 


উত্তর:-গ) আম্বেদকর কে 


১২। " গণ পরিষদ হল কংগ্রেস এবং কংগ্রেস হল ভারত " উক্তিটি করেন ?


ক) নেহেরু


খ) কে . ভি . রাও


গ) দামোদর শেঠ 


ঘ)অষ্ঠিন


উত্তর:-ঘ)অষ্ঠিন


১৩। ভারতীয় শাসন ব্যাবস্থা হল ?


ক) এককেন্দ্রিক


খ) যুক্তরাষ্ট্রীয়


গ) আধা এককেন্দ্রিক


ঘ) আধা যুক্তরাষ্ট্রীয়


উত্তর:-ঘ) আধা যুক্তরাষ্ট্রীয়


১৪। গণপরিষদের প্রথম অধিবেশন বসে ?


ক) ১৪ই আগস্ট , ১৯৪৭


খ) ৯ই ডিসেম্বর , ১৯৪৬


গ) ১৪ই আগস্ট , ১৯৪৭ 


ঘ) ১৫ই আগস্ট , ১৯৪৭


উত্তর:-খ) ৯ই ডিসেম্বর , ১৯৪৬


১৫। ভারতের প্রথম সাধারণ তন্ত্র দিবস উদযাপিত হয় ?


ক) ১৫ই আগস্ট , ১৯৪৬


খ) ২৬ই নভেম্বর , ১৯৪৯


গ) ২৬শে জানুয়ারী , ১৯৫০


ঘ) ২৬শে জানুয়ারী , ১৯৫২


উত্তর:-গ) ২৬শে জানুয়ারী , ১৯৫০

১৬। ভারতীয় সংবিধানে মোট কয়টি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বকৃতি দেওয়া হয়েছে ?


ক) ১৬ টি 


খ) ১৮ টি 


গ) ২২ টি 


ঘ) ২৪ টি 


উত্তর:-গ) ২২ টি 




শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

আইন , স্বাধীনতা , সাম্য ও ন্যায় বিচার MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী আইন স্বাধীনতা সাম্য ও ন্যায় বিচার mcq প্রশ্নোত্তর class xi 11 eleven ain sadhinota sammo o nnay bichar mcq questions answer


১। " আইন হল সাবভৌমের আদেশ " উক্তিটি করেন ?


ক) হল


খ) অষ্ঠীন


গ) হল্যান্ড


ঘ) সাভিনী


উত্তর:-খ) অষ্ঠীন

২। আন্তর্জাতিক আইন কে প্রকৃত অর্থে আইন বলার বিরোধী বলেছেন ?


ক) হল্যান্ড


খ) ওপেন হাইম


গ) হল


ঘ) পোলক


উত্তর:-ক) হল্যান্ড


৩। " স্বাধীনতাকে অধিকারের ফল " বলেছেন ?


ক) বেন্থাম 


খ) হবস


গ) বার্কার


ঘ) লসকি


উত্তর:-ঘ) লসকি


৪। " সাম্য হল বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিত " বলেছেন ?


ক) লসকি 


খ) বার্কার


গ) টকভিল


ঘ) স্পেনসার


উত্তর:-ক) লসকি


৫। Lecture on Liberty গ্রন্থটির প্রণেতা ?


 ক) স্পেনসার


খ) বেজহট


গ) লর্ড অ্যাক্টন


ঘ) লেকি


উত্তর:-গ) লর্ড অ্যাক্টন

৬। " সাম্যের জন্য আবেগ স্বাধীনতার আশাকে ব্যর্থ করে " বলেছেন ?


ক) বার্কার


খ) লসকি


গ) স্পেনসার


ঘ) লর্ড অ্যাক্টন


উত্তর:-ঘ) লর্ড অ্যাক্টন


৭। Principle of Social and Political Theory  গ্রন্থটির প্রণেতা ? 



ক) স্পেনসার


খ) রুশো


গ) বার্কার 


ঘ) লেকি


উত্তর:-গ) বার্কার


৮। The Quest of Justice  গ্রন্থটির প্রণেতা ? 


ক) লসকি


খ) স্পেনসার


গ) রুশো


ঘ) হ্যারল্ড পটার


উত্তর:-ঘ) হ্যারল্ড পটার


৯। Justice শব্দটি এসেছে যে শব্দ থেকে সেটি হল ?


ক) Just


খ) Justa


গ) Jus


ঘ) Justica


উত্তর:-গ) Jus


১০। A Theory of Justice  গ্রন্থটির লেখক ?


ক) বার্কার 


খ) জন রলস


গ) প্লেটো


ঘ) লেসলি


উত্তর:-খ) জন রলস

১১। A Grammar Of Politics  গ্রন্থটির প্রণেতা ?


ক) লেসলি


খ) বার্কার


গ) গার্নার


ঘ) গেটেল


উত্তর:-ক) লেসলি


১২। একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের নাম 


ক) বার্কার


খ) লেসকি


গ) ওপেন হাইম


ঘ) হবস


উত্তর:-গ) ওপেন হাইম


১৩। পরিবার গঠনের স্বাধীনতা একটি 


ক) পৌর স্বাধীনতা


খ) রাজনৈতিক স্বাধীনতা


গ) অর্থনৈতিক স্বাধীনতা


ঘ) ব্যাক্তিগত স্বাধীনতা


উত্তর:-ক) পৌর স্বাধীনতা


১৪। অবজ্ঞার অবগুণ্ঠন শব্দটি ব্যবহার করেন ?


ক) রলস


খ) নোজিক 


গ) হায়েক


ঘ) রেফেল 


উত্তর:-ক) রলস


১৫। Problem of Political Philosophy গ্রন্থটির প্রণেতা ?


ক) বেন্থাম


খ) জে . এস . মিল


গ) লেকি


ঘ) ডি . ডি . রেফেল


উত্তর:-ঘ) ডি . ডি . রেফেল

১৬। আন্তর্জাতিক আইনকে " সৌজন্যমূলক আইন " বলে অভিহিত করেছেন ?


ক) হল্যান্ড 


খ) অষ্ঠীন 


গ) সভিনি


ঘ) স্টার্ক


উত্তর:-খ) অষ্ঠীন 


১৭। আন্তর্জাতিক আইন শব্দ দুটি প্রথম প্রয়োগ করেন ?


ক) অ্যারিস্টটল 


খ) ম্যাকিয়াভেলি 


গ) চাণক্য


ঘ) জেরেমি বেন্থম


উত্তর:-ঘ) জেরেমি বেন্থম


১৮। ন্যায় কে একটি " সন্মদয়ী শব্দ " বলেছেন ?


ক) লেসলি


খ) বার্কার 


গ) রলস


ঘ) নোজিক 


উত্তর:-খ) বার্কার 

রবিবার, ১ আগস্ট, ২০২১

নাগরিকতা Mcq প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী নাগরিকতা mcq প্রশ্নোত্তর class xi 11 eleven political science nagorikota mcq questions answer

১। জন্মসূত্রে অর্জন করাই হল নাগরিকত্ব অর্জনের ____ পদ্ধতি ?


ক) স্বাভাবিক


খ) কৃত্রিম


গ) অস্বাভাবিক


ঘ) অসাধারণ


উত্তর:-ক) স্বাভাবিক

২। ভারতে ____ বিদ্যামান


ক) একনাগরিকত্ব


খ)দ্বিনাগরিকত্ব


উত্তর:-ক) একনাগরিকত্ব


৩। ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের ?


ক) ৫-১১ নং ধারায় 


খ) ৫-১০ নং ধারায় 


গ) ৬-১০ নং ধারায় 


ঘ) ৫-১৫ নং ধারায় 



উত্তর:-ক) ৫-১১ নং ধারায় 



৪। বিদেশীরা _____ অধিকারটি ভোগ করে না 


ক) সামাজিক


খ) পৌর 


গ) রাজনৈতিক


ঘ) অর্থনৈতিক


উত্তর:-গ) রাজনৈতিক


৫। অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি 


ক) হতে পারে 


খ) হতে পারে না 


উত্তর:-খ) হতে পারে না 

৬। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন ?


ক) নাগরিক 


খ) বিদেশী


গ) জাতীয়


ঘ) রাষ্ট্রহীন 


উত্তর:-খ) বিদেশী


৭। ভারতে পূর্ন  নাগরিকত্ব অর্জন করা যায় _______ বছর বয়সে


ক) ১৮


খ) ২০


গ) ২১


ঘ) ২৫


উত্তর:-ক) ১৮


৮। ভারতে ১৮ বছর বয়স হওয়া সত্বেও ভোট দিতে পারে না 


ক) অশিক্ষিতরা


খ) প্রজারা


গ) নিরক্ষররা


ঘ) গুরুতর অপরাধে দণ্ডিতরা


উত্তর:-ঘ) গুরুতর অপরাধে দণ্ডিতরা


৯। নাগরিকদের পক্ষে ভোট দান বাধ্যতামূলক -


ক) ভারতে


খ) ব্রিটেনে


গ) সুইজারল্যান্ডে


ঘ) ফ্রান্সে


উত্তর:-গ) সুইজারল্যান্ডে


১০। শিশু যে রাষ্ট্রেই জন্ম গ্রহণ করুক না কেন , তার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক , শিশুটিও সেই রাষ্ট্রের নাগরিকতা অর্জন করবে । এই নীতি টি হল 


ক) জন্মস্থান নীতি


খ) রক্তের সম্পর্ক  নীতি


গ) অনুমোদন নীতি


ঘ) দেশিয়করণ নীতি


উত্তর:-খ) রক্তের সম্পর্ক  নীতি

১১। সংবিধানের ১১ নং ধারা বলে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করেছিল 


ক) ১৯৪৯ সালে


খ) ১৯৫০  সালে


গ) ১৯৫২ সালে


ঘ) ১৯৫৫ সালে


উত্তর:-ঘ) ১৯৫৫ সালে


১২। পাকিস্তান থেকে আগত ব্যাক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের ____?


ক) ৫ ও ৬ নং ধারায় 


খ) ৬ ও ৭ নং ধারায় 


গ) ৭ ও ৮ নং ধারায় 


ঘ) ৯ ও ১০ নং ধারায় 


উত্তর:-খ) ৬ ও ৭ নং ধারায় 


১৩। কোনো রাষ্ট্রে অস্থায়ী ভাবে বসবাসকারী দের বলা হয় ?


ক) নাগরিক


খ) বিদেশী


গ) প্রজা 


ঘ) জনতা


উত্তর:-খ) বিদেশী


১৪। শুধুমাত্র প্রশাসনে অংশ গ্রহণ কারি দের নাগরিক হিসাবে গণ্য হত কোন দেশে 


ক) ভারতে


খ) চীনে


গ) ইংল্যান্ডে


ঘ) প্রাচীন গ্রিসে


উত্তর:-ঘ) প্রাচীন গ্রিসে


১৫। নাগরিকত্ব বিলুপ্ত হতে পারে যদি কোনো ব্যাক্তি -


ক) অন্য কোনো দেশে ভ্রমণ করতে যায়


খ) অন্য দেশে পড়তে যায়


গ) অন্য দেশের নাগরিকত্ব নেয়


ঘ) এগুলির কোনোটিই নয় 


উত্তর:-গ) অন্য দেশের নাগরিকত্ব নেয়

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

রাষ্ট্র বিজ্ঞান : বিবর্তন , সংজ্ঞা ও বিষয়বস্তু MCQ প্রশ্ন উত্তর

 

একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান : বিবর্তন , সংজ্ঞা ও বিষয়বস্তু MCQ প্রশ্ন উত্তর class xi 11 eleven political science biborton songga o bishoybostu mcq questions answer


১। Politics গ্রন্থটি কার লেখা ? 


ক) প্লেটো


খ) অ্যারিস্টল


গ) গ্রীন


ঘ) লাস্কি


উত্তর:-খ) অ্যারিস্টল

২। " রাষ্ট্র বিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান " বলেছেন ?



ক) গ্রীন


খ) ব্রাইস


গ) সিলি


ঘ) গেটেল


উত্তর:-খ) ব্রাইস


৩। আধুনিক রাষ্ট্র চিন্তার জনক কাকে বলা হয় ?


ক) আক্রুইনাস 


খ) ম্যাকিয়াভেলি 


গ) হবস


ঘ) লক


উত্তর:-খ) ম্যাকিয়াভেলি


৪। Political Option গ্রন্থটির লেখক ?


ক) অ্যারিস্টল


খ) গার্নার


গ) লিপম্যান


ঘ) ব্লুন্টসলি


উত্তর:-গ) লিপম্যান


৫। রাষ্ট্র বিজ্ঞান একটি -


ক) গতিশীল রাষ্ট্র 


খ) স্থিতিশীল রাষ্ট্র 


উত্তর:-ক) গতিশীল রাষ্ট্র 

৬। " রাষ্ট্র বিজ্ঞানের এর শুরু ও শেষ রাষ্ট্র কে নিয়ে " বলেছেন ?


ক) গেটেল


খ) গার্নার


গ) সিলি


ঘ) লক


উত্তর:-খ) গার্নার


৭। অ্যারিস্টল একজন _____ দার্শনিক ?


ক) গ্রীক 


খ) জার্মান


গ) রোমান 


ঘ) ডাচ


উত্তর:-ক) গ্রীক 


৮। A Grammar Of Politics গ্রন্থটির লেখক ? 


ক) বার্কার


খ) লাস্কি


গ) হবহাউস


ঘ) লক


উত্তর:-খ) লাস্কি


৯। " রাষ্ট্রবিজ্ঞান " শব্দ টির প্রথম প্রয়োগ ঘটে ?


ক) ১৬৮৮ সালে 


খ) ১৭০১ সালে


গ) ১৯০৫ সালে


ঘ) ১৯২১ সালে


উত্তর:-ক) ১৬৮৮ সালে


১০। " যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ " উক্তি টি করেন ?


ক) কালমার্কস


খ) অস্টিন 


গ) ক্যাটলিন 


ঘ) ওয়াসবী


উত্তর:-ঘ) ওয়াসবী

১১। ক্ষমতা কে রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তু বলে গণ্য করেছেন ?


ক) গার্নার 


খ) গেটেল


গ) পল জানে 


ঘ) লাসওয়েল


উত্তর:-ঘ) লাসওয়েল


১২। রাষ্ট্রবিজ্ঞান হল ?


ক) সামাজিক বিজ্ঞান 


খ) প্রাকৃতিক বিজ্ঞান


গ) নীতি বিজ্ঞান


ঘ) আবহ বিজ্ঞান


উত্তর:-ক) সামাজিক বিজ্ঞান


১৩। Human Nature in Politics গ্রন্থটির প্রণেতা ? 


ক) চার্লস মেরিয়াম


খ) গ্রাহাম ওয়ালাস


গ) রবার্ট ডাল 


ঘ) অ্যালান বল


উত্তর:-খ) গ্রাহাম ওয়ালাস

১৪। Modern Politics and Government গ্রন্থটির লেখক কে ? 


ক) গার্নার 


খ) লেস্কি 


গ) অ্যালান বল


ঘ) ম্যাক্সি


উত্তর:-গ) অ্যালান বল


১৫। রাজনীতিকে একটি সার্বজনীন কার্যকলাপ বলেছেন ?


ক) ওয়ালেস


খ) অ্যালান বল


গ) চার্লস মেরিয়াম


ঘ) ইস্টন


উত্তর:-খ) অ্যালান বল


১৬। Personal is Politics উক্তি করেন ?


ক) ইস্টন


খ) রবার্ট ডাল 


গ) কেট মিলেট


ঘ) রডি


উত্তর:-গ) কেট মিলেট


১৭। সর্বাপেক্ষা কম শক্তিশালী রাষ্ট্রতত্ত্বের প্রবক্তা ?


ক) সিসেরো


খ) বোদা


গ) রবার্ট নজিক 


ঘ) জন স্টুয়ার্ট মিল


উত্তর:-গ) রবার্ট নজিক