রবিবার, ২০ মার্চ, ২০২২

আলােচ্য নাট্যাংশে দেবী ভবতারিণীর উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণের প্রথম সংলাপটি ব্যক্ত করাে

একাদশ শ্রেণী সংস্কৃত প্রশ্নোত্তর সাজেশন class 11 Sanskrit question answer class xi class eleventh আলােচ্য নাট্যাংশে দেবী ভবতারিণীর উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণের প্রথম সংলাপটি ব্যক্ত করাে devi vobotarinir uddeshya sreeramkrishner prothom songlapti bakto koro


উত্তর : শ্রী যতীন্দ্রবিমল চৌধুরী বিরচিত ‘ভারতবিবেক ’ নাট্যাংশে শ্রীরামকৃষ্ণ ছিলেন এক মহাযােগী । ভবতারিণীর পূজারি । শয়নে স্বপনে তিনি জগজ্জননী ভবতারিণীর চিন্তায় মগ্ন । দেবীই ছিলেন তাঁর ধ্যান - জ্ঞান । সুতরাং , মধুর সন্ধ্যায় ভক্তবৃন্দপরিবেষ্টিত শ্রীরামকৃষ্ণ গৃহীভক্ত সুরেন্দ্রনাথের গৃহে আমন্ত্রিত হয়েও মাতৃনামকীর্তন থেকে বিরত হননি । তিনি ভবতারিণীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তার মনের আবেদন মায়ের কাছে নিবেদন করলেন 

জগজ্জননী ভবতারিণীই যােগিজনের উদ্ধারকত্রী ।তিনি শত শত সন্তানের মঙ্গলবিধায়িনী , ভববন্ধন থেকে মুক্তিদাত্রী । কোটি কোটি সন্তানের কোটি কোটি দুঃখ দূর করে মমতাঘন কৃপাদৃষ্টির দ্বারা তাপিতদের শান্তিবিধান করেন । তাঁর করুণা অহৈতুকী । কৃপাময়ী মায়ের কাছে তাঁর বিনীত নিবেদন তিনি অকুণ্ঠচিত্তে নিবেদন করলেন । 


তিনি মায়ের সুসন্তান । মায়ের কাছে তাঁর কামনা -বাসনা নিছক আত্মকেন্দ্রিক নয় । জগদ্ধিতায় তাঁর আবির্ভাব । জগতের

শত শত দুঃখকষ্ট তাঁর হৃদয়কে দীর্ণ-বিদীর্ণ করছে । জগতের কল্যাণই তাঁর একমাত্র কাম্য । তিনি তাে নিজেকে কেবল নিজের বলে মনে করতেন না ; তিনি বিশ্বের, তিনি বিশ্বদেবতার । অতএব , তাঁর চিন্তা বিশ্বজনীন চিন্তা । বিশ্বের কল্যাণের জন্য তাঁর মনে কত স্বপ্ন ! কত আশা -আকাঙ্ক্ষা ! কিন্তু সেই স্বপ্ন, সেই আশা - আকাঙ্ক্ষা পূরণ করার জন্য চাই একজন সুযােগ্য উত্তরসাধক । মা ভবতারিণী তাঁকে নানাভাবে কৃপা করলেও এখনও তাঁর উত্তরসাধকের কোনাে সন্ধান দেননি । মায়ের কাছে তাঁর আকুল আবেদন তিনি যেন একজন শিবসম উত্তরসাধক তাঁকে উপহার দেন , যার জন্য তিনি অহর্নিশ অপেক্ষা করে আছেন । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন