শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

একাদশ শ্রেণী ইতিহাস সাজেশন

একাদশ শ্রেণী ইতিহাস সাজেশন একাদশ শ্রেণী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আদিম মানব থেকে প্রারম্ভিক সত্যতাসমূহ রাষ্ট্রের প্রকৃতি  এবং এর উপাদান ধর্ম সামাজিক


[ আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমুহ ]

                   ( প্রশ্নের মান - ৮ ) 

১। মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল ? 

২। নব্য প্রস্তর বা নতুন পাথরের যুগের মানবজীবনের নানা দিকগুলি উল্লেখ করো ।

৩। কীভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় ? 

৪। মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ।

৫। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো । 

৬। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয় ? এই সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও ।

৭। সুমেরীয় সভ্যতার নগর পরিকল্পনা ও জীবনযাত্রা কেমন ছিল ? 





[ রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ] 

                ( প্রশ্নের মান - ৮ )  

১। পলিস বা নগর রাষ্ট্র বলতে কি বোঝায় ? পলিসের বৈশিষ্ট্যগুলি লেখো । 

২। ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝ ? মগধের উত্থানের কারণগুলি লেখো ।

৩। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো ।





          [ রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান ] 

                      ( প্রশ্নের মান - ৮ ) 

১। অর্থশাস্ত্রে রাজার ক্ষমতা , গুণাবলী এবং কার্যাবলী সম্পর্কে কি বলা হয়েছে ? 

২। টমাস ক্রমওয়লের সংস্কারগুলি আলোচনা করো ।

৩। আকবর কেন মনসবদারি প্রথা প্রবর্তন করেন ? এর গুরুত্ব কি ছিল ? 





               [ অর্থনীতির বিভিন্ন দিক ] 

                   ( প্রশ্নের মান - ৮ ) 

১। প্রাচীন রোমের ক্রীতদাসরা কোন কোন কাজে নিযুক্ত হত ? রোমে ক্রীতদাসদের জীবন কেমন ছিল ? 

২। প্রাচীন মিশরে কি কি উপায়ে ক্রীতদাস সৃষ্টি হত ? প্রাচীন মিশরের ক্রীতদাস ব্যাবসা কেমন ছিল ? 

৩। ভারতে সুলতানী আমলে ক্রীতদাসরা কোন কোন কাজে নিযুক্ত হত ? সুলতানী যুগের অর্থনীতিতে ক্রীতদাস প্রথার কতটা ভূমিকা ছিল ? 

৪। মধ্যযুগে ইউরোপে সামন্তপ্রভূদের প্রধান ক্ষমতা ও কার্যাবলী উল্লেখ করো ।

৫। ‘সামন্ত’ বলতে কি বোঝ ? ভারতের সামন্ত প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো ।





                  [ সামাজিক ঘটনাস্রোত ] 
       
                       ( প্রশ্নের মান - ৮ ) 

১। বৈদিক যুগের বর্ণপ্রথার উদ্ভবের পটভূমি ও কারণ উল্লেখ করো ।

২। প্রাচীন ভারতে ‘বর্ণ’ ও ‘জাতি’ প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো ।

৩। প্রাচীন ভারতে নারীশিক্ষার বর্ণনা দাও ।

৪। প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো ।

৫। রানী দুর্গাবর্তীর পরিচয় ও কার্যাবলী আলোচনা করো ।





                            [ ধর্ম ] 

                  ( প্রশ্নের মান - ৮ ) 

১। ক্রুসেডের কারণগুলি আলোচনা করো ।

২। খলিফা যুগ শুরু হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করো ।

৩। বৌদ্ধ ও জৈন ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্য গুলি উল্লেখ করো ।

৪। ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো ।







বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

একাদশ শ্রেণী সংস্কৃত সাজেশন

একাদশ শ্রেণী সংস্কৃত সাজেশন ভারতবিবেকম মেঘদূতম সাহিত্যের ইতিহাস দশাবতারস্ত্রতম দশকুমারচরিতম ব্রাহ্মণচৌরপিশাচকথা class xi 11 eleven Sanskrit suggestion



               [ ব্রাহ্মণচৌরপিশাচকথা ]

                      ( প্রশ্নের মান - ৫ )

১। ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ কাহিনীটি নিজের ভাষায় লেখো ।

২। চোর এবং ব্রহ্মরাক্ষসের কথোপকথনটি নিজের ভাষায় লেখো ।

৩। পিশাচ এবং চোর উভয়েই কীভাবে আপন আপন কর্মসাধনে ব্যর্থ হল তা বিবৃত করো ।




                 [ দশকুমারচরিতম ]

                 ( প্রশ্নের মান - ৫ )

১। রাজা রাজহংসের মন্ত্রী ও তৎপুত্রদের পরিচয় দাও ।

২। মগধরাজের চরিত্রটি বর্ণনা করো ।

৩। গদ্যসাহিত্যে দন্ডীর অবদান উল্লেখ করো ।

৪। রাজহংসের রাজধানীর নাম কি ? এটি কোন দেশের রাজধানী ? রাজধানীটির বর্ণনা দাও ।

৫। রাজা রাজহংসের মন্ত্রী ও তৎপুত্রদের পরিচয় দাও । 





                [ দশাবতারস্তোএম ]

                ( প্রশ্নের মান - ৫ ) 

১। নারায়নের মৎস্যবতাররুপে আবির্ভাবের পৌরাণিক কাহিনী বিবৃত করো ।

২। শ্রীভগবানের কল্কি অবতাররূপে আবির্ভাবের কাহিনী বর্ণনা করো । 

৩। দশ অবতারের কাহিনী নিজের ভাষায় লেখো ।

৪। নারায়নের বামনরুপ ধারণের পৌরাণিক কাহিনী বিবৃত করো ।





                      [ মেঘদূতম ]

                 ( প্রশ্নের মান - ৫ ) 

১। কালিদাসের ‘মেঘদূতম’ নাটক গীতিকাব্য যক্ষ কেন মেঘকে দূত হিসেবে নিয়োগ করতে চাইল ? 

২। মেঘের কাছে যক্ষের সবিনয় কাতরোক্তিটি বিবৃত করো ।

৩। মেঘের উৎপত্তি ও বংশপরিচয় সম্বন্ধে কবির বক্তব্য আলোচনা করো ।





                  [ ভারতবিবেকম ] 

                ( প্রশ্নের মান - ৫ ) 

১। ভারতবিবেকম নাটকটির স্থান , কাল ও পাত্র চিত্রণ করো ।

২। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে সুরেন্দ্রনাথের ধ্যানধারণার কি পরিচয় পাওয়া যায় ।

৩। মা ভবতারিণীর কাছে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা করো ।

৪। শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎকারের ঘটনা বিবৃত করো । 





               [ সংস্কৃত সাহিত্যের ইতিহাস ] 

                     ( প্রশ্নের মান - ৫ ) 

১। রামায়ণে কটি কান্ড আছে ? কান্ড গুলি কী কী ? রামায়ণের কান্ডভিত্তিক বিষয়বস্তু আলোচনা করো ।

২। মহাভারতের কটি পর্ব ও কি কি ? মহাভারতের সাহিত্যিক মূল্য পর্যালোচনা করো ।

৩। পঞ্চতন্ত্র ।

৪। পুরুষপরীক্ষা ও বিদ্যাপতি ।






 

বুধবার, ১২ অক্টোবর, ২০২২

একাদশ শ্রেণী দর্শন সাজেশন

একাদশ শ্রেণী  দর্শন সাজেশন eleven class 11 xi philosophy suggestions


[ জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ ] 

                ( প্রশ্নের মান - ৮ ) 

১। ‘জনা’ বা ‘জ্ঞান’ বলতে কি বোঝায় ? ‘জানার’ সঙ্গে বিশ্বাসের পার্থক্য কি ?

২। বাচনিক জ্ঞানের বিভিন্ন শর্ত কি ? বাচনিক জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তগুলি উল্লেখ করো ।

৩। বুদ্ধিবাদ কাকে বলে ? জ্ঞানের উৎস সম্পর্কে বুদ্ধিবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো ।

৪। জ্ঞানের স্বরূপ বিষয়ে বুদ্ধিবাদের মূলতত্ত্বগুলি আলোচনা করো ।

৫। চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের বিষয়টি আলোচনা করো ।

৬। অভিজ্ঞতাবাদ কাকে বলে ? জ্ঞানের উৎস সম্পর্কে অভিজ্ঞতাবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো ।

৭। কান্টের বিচারবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও ।





                    [ কারণ সম্বন্ধ ] 

                  ( প্রশ্নের মান - ৮ ) 

১। কার্যকারণ সম্বন্ধে পরিপ্রেক্ষিতে সাধারণ বা লৌকিক মত কি ? 

২। প্রশক্তি সম্বন্ধ কাকে বলে ? কারণ ও কার্য বিষয়ে প্রশক্তি তত্ত্ব সমালোচনা সহ ব্যাখ্যা করো ।

৩। কারণ ও কার্যের সম্বন্ধ বিষয়ে হিউমের বক্তব্য উল্লেখ করো । তাঁর বক্তব্য কি সন্তোষজনক ? 




                  [ বস্তুবাদ ও ভাববাদ ] 

                     ( প্রশ্নের মান - ৮ ) 

১। সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি ? লক কীভাবে সরল বস্তুবাদের সমালোচনা করে তাঁর বক্তব্য উপস্থাপনা করেছেন ? 

২। আত্মগত ভাববাদের পরিপ্রেক্ষিতে বার্কলের মূল বক্তব্যটি কি ? 

৩। ভাববাদ ও বস্তুবাদের মৌল পার্থক্যগুলি কি ? 





                       [ ন্যায় দর্শন ] 

                    ( প্রশ্নের মান - ৮ ) 

১। সন্নিকর্ষ কাকে বলে ? ন্যায়দর্শন স্বীকৃত লৌকিক সন্নিকর্ষ গুলি দৃষ্টান্তসহ ব্যাখ্যা করো ।

২। লৌকিক সন্নিকর্ষ কাকে বলে ? দৃষ্টান্তসহ বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষের আলোচনা করো ।

৩। সন্নিকর্ষ কাকে বলে ? ন্যায়দর্শনে স্বীকৃত বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ আলোচনা করো ।

৪। ন্যায়মতে ব্যাপ্তি কাকে বলে ? ব্যাপ্তি জ্ঞানের উপায়গুলি কি কি ? 

৫। অনুমিতি কি ? অনুমিতির উপাদানরুপে সাধ্য , পক্ষ এবং হেতুর ধারণা ব্যাখ্যা করো ।





              [ সমসাময়িক ভারতীয় দর্শন ] 

                      ( প্রশ্নের মান - ৮ ) 

১। কর্মযোগের আদর্শ কী ? আলোচনা করো ।

২। কর্মযোগের অর্থ ও উদ্দেশ্য কি ? বিবেকানন্দের বক্তব্যের আলোকে আলোচনা করো ।

৩। সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কি ? বিবেকানন্দ কীভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন ? 

৪। রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো ও বিশ্লেষণ করো ।

 



মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

একাদশ শ্রেণী বাংলা সাজেশন

একাদশ শ্রেণী বাংলা সাজেশন eleven class 11 xi bengali suggestions


                       [ কর্তার ভূত ] 

                   ( প্রশ্নের মান - ৫ ) 

১। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ কর্তারভূত ’ এর বিষয় সংক্ষেপে আলােচনা করে নামকরণের সার্থকতা বিশ্লেষণ করাে ।

২। ‘আমি গেলে এদের ঠাণ্ডা রাখবে কে ?’ —এরকম ভাবনার অন্তর্নিহিত অর্থ আলােচনা প্রসঙ্গে ‘মানুষের মৃত্যু আছে , ভূতের তাে মৃত্যু নেই ।'— এ  কথার তাৎপর্য বিশ্লেষণ করাে ।

৩। ‘ তারা ভয়ংকর সজাগ আছে ।’- কাদের ‘ভয়ংকর সজাগ’ থাকার কথা বলা হয়েছে ? তারা এমন ‘ ভয়ংকর সজাগ ’ কেন ? 

৪। “ওরে অবােধ , আমার ধরাও নেই , ছাড়াও নেই , তোরা ছাড়লেই আমার ছাড়া । ” — এখানে  কে , কাদের অবােধ বলেছেন ? উক্তিটির তাৎপর্য  আলােচনা করাে । 

৫। ‘কর্তার ভূত’ রচনা অবলম্বনে কর্তার চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে ।

৬। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘ কর্তার ভূত ’ রূপক কাহিনির রূপকাৰ্থ বিশ্লেষণ করাে ।

৭। “কেন না ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা , ভূতকে মানলে কোনাে ভাবনা নেই ।” কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে ? ভূতকে মানলে ভাবনা নেই কেন ? উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করাে ।





               [ তেলেনাপােতা আবিস্কার ] 

                      ( প্রশ্নের মান - ৫ ) 

১। তেলেনাপােতা যাওয়ার কারণ কী ? একে লেখক ‘ আবিষ্কার ’ বলেছেন কেন ?

২। ‘তেলেনাপােতা আবিস্কার’ একটি সার্থক ছােটোগল্প - বিশ্লেষণ করে বুঝিয়ে দাও ।

৩। তেলেনাপোতার অভিযাত্রীরা যে ঘরে রাত কাটায় তার বর্ণনাসহ কীভাবে রাত কাটাল লেখাে ।  

৪। যামিনী নামের মেয়েটিকে দেখার পর তার সম্পর্কে নায়কের ধারণার পরিচয় দাও ।

৫। ‘ আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না ।’ —কোনটি আপনার আসল উদ্দেশ্য ? উদ্দিষ্ট ব্যক্তি সেই উদ্দেশ্য সাধনে কী করলেন ?

৬।  ‘ মনে হবে তেলেনাপােতা বলে কোথায় কিছু সত্যি নেই ।’ — একথা কার , কেন মনে হবে ? এই মনে হওয়ার কারণ কী ?

৭। ‘কে, নিরঞ্জন এলি ?' —নিরঞ্জন কে ? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ?





                        [ ডাকাতের মা ] 

                      ( প্রশ্নের মান - ৫ )


১। “ছেলের নামে কলঙক এনেছে সে । ” — কে ছেলের নামে কলঙ্ক এনেছে ? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কী ?

২। ‘আজ যে ব্যাপার অন্য।’– ‘আজ’ বলতে কোন্ দিনের কথা বলা হয়েছে ? সেদিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও ।

৩। ‘ এতক্ষণে বােঝে সৌখী ব্যাপারটা ।’ — ব্যাপারটা কী ছিল ? ব্যাপারটা বােঝার পর সৌখীর মানসিক অবস্থা আলােচনা করাে ।

৪। সতীনাথ ভাদুড়ীর লেখা গল্পের ‘ডাকাতের মা ’নামকরণের সার্থকতা আলােচনা করাে ।

৫। ‘দারােগা - পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে ’ - বুড়ি কে ? দারােগা - পুলিশ দেখে তার বুক কেঁপে ওঠার কারণ কী — আলােচনা করাে । 




               [ সুয়েজখালে  হাঙ্গর শিকার ] 

                      ( প্রশ্নের মান - ৫ )

১। স্বামী বিবেকানন্দের লেখা ‘সুয়েজখালে  হাঙ্গর শিকার’ রচনাটির নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে , তা আলােচনা করাে । 

২। সুয়েজ বন্দরে জাহাজের অবস্থানের কারণ এবং ওই সম্পর্কে স্বামী বিবেকানন্দের অভিজ্ঞতার বর্ণনা দাও ।

৩। স্বামী বিবেকানন্দের নাম দেওয়া ‘থ্যাবড়া মুখাে’ হাঙর শিকারের বর্ণনা দাও । 

৪। ‘ যাঃ, টোপ খুলে গেল । হাঙ্গার পালাল ।’ টোপ খুলে হাঙর কীভাবে পালিয়েছিল তা রচনাংশ অবলম্বনে লেখাে ।

৫। ‘জাহাজের পেছনে বড়াে বড়াে হাঙ্গার ভেসে ভেসে বেড়াচ্ছে ।’ – লেখক স্বামী বিবেকানন্দের অনুসরণে সুয়েজের জলে হাঙরের ভেসে বেড়ানাের দৃশ্য বর্ণনা করাে ।





                          [ গালিলিও ] 

                     ( প্রশ্নের মান - ৫ )

১। ‘Venice- এ কর্তৃপক্ষের কাছে তাঁর কদর বেড়ে গেল ।’  — কার কদর বাড়ে ? এই কদর বাড়ার কারণ ও পরিণাম ও উল্লেখ করাে ।

২। ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরােধের কারণ কী ? গ্যালিলিওর জীবনের শেষ ন -বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও ।

৩। ‘গালিলিও ’ প্রবন্ধ অনুসরণে গালিলিওৱা বিজ্ঞানসাধনার পরিচয় দাও ।

৪। ‘ গালিলিও ’ প্রবন্ধ অবলম্বনে গালিলিওর চরিত্রটি বিশ্লেষণ করো । 

৫। ‘১৬০৯ সালে ঘটল এক নতুন ব্যাপার’ কী নতুন ব্যাপার ঘটল লেখাে এবং ওই প্রসঙ্গে ওই নতুন ব্যাপার কীভাবে গালিলিওর বিশ্বসমীক্ষার সহায়ক যন্ত্র হয়ে উঠল আলােচনা করাে । 

৬। সংক্ষেপে গালিলিওর ছাত্রজীবনের বর্ণনা দাও ।





                      [ নীলধ্বজের প্রতি জনা ] 

                            ( প্রশ্নের মান - ৫ )

১। ‘ এ বিষম জ্বালা, দেব , ভুলিব সত্বরে ।’ — বক্তা কে ? তার ‘বিষম’ জ্বালাটি কী ? কীভাবে তিনি এই জ্বালা ভুলতে পারবেন ?

২। ‘ কিন্তু বৃথা এ গঞ্জনা ’ - বক্তা কে ? তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন ? কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা ? 

৩। কুন্তী ও দ্রৌপদী সম্পর্কে জনা কী অভিযােগ করেছেন ?

৪। ‘ বীরাঙ্গনা ’ শব্দের অর্থ নির্দেশ করে মাইকেল মধুসূদন দত্তের রচিত 'বীরাঙ্গনা’ কাব্যের একাদশ সর্গের ‘ জনা ’ চরিত্রটিকে বীরাঙ্গনা বলা যায় কিনা আলােচনা প্রসঙ্গে যুক্তি স্থাপন করাে ।






                [ বাড়ির কাছে আরশিনগর ] 

                      ( প্রশ্নের মান - ৫ ) 

১। “ তবু লক্ষ যােজন ফাঁক রে । ” — কার সঙ্গে এই ব্যবধান ? একত্র থেকেও এই ব্যবধানের । তাৎপর্য কী ? 

২। “ বলব কি সেই পড়শির কথা ” — ‘পড়শি’ কে ? উক্তিটির আলােকে ‘পড়াশি’র স্বরুপ সম্পর্কে আলােচনা করাে ।

৩।  ‘ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর / আবার  ক্ষণেক ভাসে নীরে ।’ –সপ্রসঙ্গ উদ্ধৃতির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করাে ।

৪। ‘আমি বাঞ্চা করি দেখব তারি / আমি কেমনে সে গাঁয় যাই রে ।’ — উদ্ধৃতির প্রসঙ্গ আলােচনা করে অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো । 

৫। বাউলের সংক্ষিপ্ত পরিচয়সহ বাউল সাধনা ও বাউল গানের বৈশিষ্ট্য আলােচনা করাে ।





                     [ দ্বীপান্তরের বন্দিনী ] 

                        ( প্রশ্নের মান - ৫ ) 

১। ‘ দ্বীপান্তরের বন্দিনী ’ কবিতায় কবির স্বদেশপ্রেম  কীভাবে প্রকাশিত হয়েছে তা আলােচনা করাে ।

২। ‘ জীবন - চুয়ানাে সেই ঘানি হ’তে / আরতির তেল এনেছ কি ? ’ – রুপকার্থটি বুঝিয়ে দাও । 

৩। ‘তবে তাই হােক !'— এ ব্যাপারে কবির মনস্কামনা কী ?

৪।  ‘ধ্বংস হ’ল কি রক্ষ -পুর ?’ – এর রূপকার্থ বিশ্লেষণ করাে । ‘রক্ত সোঁদাল খুব -খারাব ?’ - এর অর্থ বুঝিয়ে দাও । ‘কামান গােলার সিসা স্তূপে’ বলতে কবি কী বুঝিয়েছেন ?

৫। ‘ দ্বীপান্তরের ঘানিতে লেগেছে / যুগান্তরের ঘুর্নিপাক ।’ - প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও । 






                             [ নুন ] 

                    ( প্রশ্নের মান - ৫ )

১। “ আমি তার মাথায় চড়ি ” —কে , কার মাথায় চড়ে ? পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করাে ।

২। কবি জয় গােস্বামী ‘নুন’ কবিতায় সমাজের শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে ছবি এঁকেছেন , তা বর্ণনা করাে ।

৩। ‘আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে ।’ – ‘সাধারণ ভাতকাপড়’ বলতে কী বােঝানাে হয়েছে ? এই দিন চলে যাওয়ার মধ্য দিয়ে বক্তা কী বােঝাতে চেয়েছেন ?

৪। ‘কিন্তু পুঁতবাে কোথায় ? ফুল কি হবেই তাতে ?’ —উদ্ধৃতির উৎস লেখাে । প্রসঙ্গ উল্লেখসহ উদ্ধৃতির তাৎপর্য বুঝিয়ে দাও ।

৫। ‘ কী হবে দুঃখ করে ?’ — কী নিয়ে দুঃখ করার কথা বলা হয়েছে ? কবির এ মন্তব্যের কারণ কী ? তবুও তাদের খেতে বসে রাগ চড়ে যায় কেন ?






       [ বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে ] 

                         ( প্রশ্নের মান - ৫ )


১। ‘সকাল সাতটার আগেই পাদ্রে গােনসাগা এসে হাজির ।’ – পাদ্রে গােনসাগা কে ? তিনি কেন এসেছিলেন ? ‘বন্দীর ভবিষ্যৎ নিয়ে’ জড়াে হওয়া দর্শকরার কী ভেবেছিল ?  

২। “এলিসেন্দা একটা স্বস্তির নিশ্বাস ফেললে— ” -এলিসেন্দা কী দেখেছিল ? এলিসেন্দা কেন স্বস্তির নিশ্বাস ফেলেছিল ? সে কেমনভাবে উড়ে যাচ্ছিল ? এলিসেন্দা কেন তাকিয়ে তাকে দেখতে থাকে ?

৩। “পড়ে -থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়েরইল ।” — কারা , কেন  ‘চুপচাপ’ দাঁড়িয়ে রইল ? ‘পড়ে -থাকা  শরীরটার’ বিবরণ নিজের ভাষায় লেখাে । 

৪। ‘ কৌতূহলীরা এল দূর -দূরান্তর থেকে ।’ কৌতূহলী মানুষগুলির পরিচয় লেখাে । 

৫। ‘বাড়ির মালিকদের অবশ্য বিলাপ কোনােই কারণ ছিল না ।’ - বাড়ির মালিকদের নাম কী ? তাদের বিলাপ করার কারণ ছিল না কেন ?





                        [ শিক্ষার সার্কাস ] 

                         ( প্রশ্নের মান - ৫ ) 

১। ‘যদি সব শ্রেণি শেষ হয়ে যায়’ , / আমি তবু পরের । শ্রেণিতে যাব ।’ — পঙক্তি দুটি ব্যঞ্জনার্থ ব্যাখ্যা করাে ।

২। “ শিক্ষার সার্কাস ” কবিতাটির নামকরণের সার্থকতা আলােচনা করাে । 

৩। ‘ শিক্ষার সার্কাস ’ কবিতার উল্লেখযােগ্য বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে ।

৪। আমাদের দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থা সম্পর্কে ‘শিক্ষার সার্কাস’ কবিতায় কবির অনাস্থার কারণ কি ? 






                             [ গুরু ] 

                    ( প্রশ্নের মান - ৫ )  

১। ‘তােমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায়মশায়ের মুখে আর কথা নেই ।’ এখানে কার সাহসের কথা বলা হয়েছে ? সে কীভাবে সাহসিকতার পরিচয় দিয়েছিল ? উপাধ্যায়ের মুখে কথা নেই কেন ?

২। ‘তাঁর রাগটা কীরকম সেইটা দেখার জন্যেই তো একাজ করেছি !’ - বক্তা কে ? এখানে কার রাগের কথা বলা হয়েছে ? তিনি রেগে গেলে কী হয় ? তাঁর রাগের ধরন দেখার জন্য বক্তা কী করেছিল ?

৩। “ আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি । ” —বক্তা কে ? কোন্ প্রসঙ্গে, কাকে উদ্দেশ্য করে বক্তা এ কথা বলেছেন ? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন্ দিকটি প্রতিফলিত হয়েছে ?

৪। “উনি গেলে তােমাদের অচলায়তনের পাথরগুলাে সুদ্ধ নাচতে আরম্ভ করবে , পুঁথিগুলাের মধ্যে বাঁশি বাজবে । ” — বক্তা কে ? ‘উনি’ বলতে কাকে চিহ্নিত করা হয়েছে ? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করাে ।

৫। “একটু উৎপাত হলে যে বাঁচি ”—কে বলেছে ? কোন্ উৎপাত ? সে উৎপাত চায় কেন ?  

৬। ও আজ যেখানে বসেছে সেখানে তােমাদের তলােয়ার পৌছায় না কার সম্পর্কে কে একথা বলেছেন এ বক্তব্যের তাৎপর্য কী 

৭। ‘গুরু’ নাটকে মােট কটি গান আছে ? নাটকটিতে সংগীতের ভূমিকা আলােচনা করাে ।

৮। “অন্ধ গোঁড়ামির বিরােধিতা ও নতুন ভাবনাকে স্বাগত জানানাে তার লেখা বৈশিষ্ট্য ।” উদ্ধৃতিটির  আলােকে ‘গুরু’ নাটকের বিষয়বস্তু সংক্ষেপে আলােচনা করাে ।

৯। ‘গুরু’ নাটক অবলম্বনে ‘গুরু’ চরিত্রের স্বরুপ বিশ্লেষণ করাে ।

১০। কবিগুরু রবীন্দ্রনাথের ‘গুরু ’ নাটক অনুসরণে পঞ্চক চরিত্র আলােচনা করাে ।





        [   সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস  ]


১। মধ্য যুগের বাংলা সাহিত্যে বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো ।

২। মধ্য যুগের বাংলা সাহিত্যে রামায়ণ অনুবাদক কৃত্তিবাস ওঝার কৃতিত্ব আলোচনা করো ।

৩। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি ? সেই গ্রন্থের সাহিত্যমূল্য আলোচনা করো ।



৪। বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো ।

৫। মঙ্গলকাব্য কাকে বলে ? মনসামঙ্গল কাব্যের কবি হিসেবে বিজয় গুপ্তের কৃতিত্ব আলোচনা করো ।

৬। বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর অবদান আলোচনা করো ।

৭। বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশ অবদান আলোচনা করো ।

৮। বাংলা কাব্য সাহিত্যে ককাজীনজরুলইসলাম অবদান আলোচনা করো ।

৯। বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর অবদান আলোচনা করো ।

১০। বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবদান আলোচনা করো ।

১১। বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অবদান আলোচনা করো ।






 

সোমবার, ১০ অক্টোবর, ২০২২

দশাবতারস্তোএম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত দশাবতারস্তোএম MCQ প্রশ্নোত্তর doshabotatstrom mcq questions answers


১। ‘দশাবতারস্তোএম’ কাব্যটির উৎস কি ? 

ক) শ্রীকৃষ্ণকর্নামৃতম

খ) শ্রীভাগবতম

গ) হরিবিলাসম 

ঘ) গীতগোবিন্দম


উত্তর : ঘ) গীতগোবিন্দম

২। ‘দশাবতারস্তোএম’ কাব্যটির রচয়িতা কে ? 

ক) কালিদাস 

খ) দন্ডী 

গ) জয়দেব 

ঘ) ভারবি


উত্তর : গ) জয়দেব 

৩। জয়দেবের পৃষ্টপোষক কে ছিলেন ? 

ক) লক্ষণ সেন 

খ) ধোয়ী

গ) উমাপতি

ঘ) অমরশক্তি 


উত্তর : ক) লক্ষণ সেন 

৪। আলংকারিকদের মতে গীতিকাব্যর অপর নাম কী ? 

ক) চম্পূকাব্য 

খ) খন্ডকাব্য

গ) পদ্যকাব্য

ঘ) শতককাব্য


উত্তর : খ) খন্ডকাব্য

৫। এই বসন্তলীলাটি ঘটেছিল ? 

ক) মথুরায় 

খ) গোকুলে 

গ) দ্বারকায় 

ঘ) বৃন্দাবনে 


উত্তর : ঘ) বৃন্দাবনে 



৬। বৃন্দাবন হল ? 

ক) যমুনা তীরে 

খ) সরযূ তীরে

গ) ভাগীরথী তীরে

ঘ) শতদ্রু তীরে


উত্তর : ক) যমুনা তীরে 

৭। তৃতীয় ‘অবতার’ কে ? 

ক) মৎস্য

খ) কূর্ম

গ) বরাহ 

ঘ) নৃসিংহ 


উত্তর : গ) বরাহ

৮। কে বরাহের দন্তে লগ্ন হয়েছিল ? 

ক) পৃথিবী 

খ) কলঙ্ক 

গ) চন্দ্র 

ঘ) শিখর 


উত্তর : ক) পৃথিবী

৯। ‘শশিনি কলঙ্ককলেব নিমগ্না’ - বাক্য শশীকে কার সঙ্গে তুলনা করা হয়েছে ? 

ক) শূকর –এর

খ) কলঙ্ক –এর

গ) শূকরের দন্ত –এর

ঘ) ধরণী –এর 


উত্তর : গ) শূকরের দন্ত –এর

১০। কলঙ্কের সঙ্গে কার উপমা দেওয়া হয়েছে ? 

ক) ধরণী –র

খ) শূকর –র

গ) চন্দ্র –র

ঘ) শূকরের দন্ত –এর


উত্তর : ক) ধরণী –র



১১। শুকররূপ ধারণ করেছিলেন কে ? 

ক) ব্রহ্মা 

খ) বিষ্ণু 

গ) মহেশ্বর 

ঘ) ইন্দ্র 


উত্তর : খ) বিষ্ণু 

১২। ‘নৃসিংহ অবতার’ কাকে হত্যা করেছিলেন ? 

ক) রাবণকে 

খ) কংসকে 

গ) হিরন্যক্ষকে

ঘ) হিরন্যকশিপুকে 


উত্তর : ঘ) হিরন্যকশিপুকে

১৩। ‘বামনরূপ’ ধারণ করেছিলেন কে ? 

ক) ইন্দ্র 

খ) ব্রহ্মা 

গ) বিষ্ণু 

ঘ) মহেশ্বর 


উত্তর : গ) বিষ্ণু 

১৪। ক্ষত্রিয়দের নিধন করেছিলেন কে ?

ক) রাম 

খ) পরশুরাম 

গ) ইন্দ্র 

ঘ) বিষ্ণু 


উত্তর : খ) পরশুরাম

১৫। ভৃগুপতি কে ? 

ক) ভৃগুর পতি 

খ) ভৃগুপতি যার 

গ) ভৃগুবংশের আদিপুরুষ 

ঘ) পরশুরাম 


উত্তর : ঘ) পরশুরাম 



১৬। নারায়নের পঞ্চম অবতার কে ? 

ক) নৃসিংহ 

খ) বামন 

গ) বরাহ 

ঘ) পরশুরাম 


উত্তর : খ) বামন

১৭। ‘দশমুখ’ শব্দটির প্রতিশব্দ হল ? 

ক) দশানন

খ) রাবণ 

গ) দশটি মুখ আছে যার 

ঘ) দশদিক 


উত্তর : ক) দশানন

১৮। শাস্ত্রে কতজন দিকপালের উল্লেখ আছে ? 

ক) আট 

খ) নয় 

গ) দশ 

ঘ) বারো 


উত্তর : গ) দশ

১৯। ‘হলধর’ কাকে বলা হয়েছে ? 

ক) জনক রাজাকে 

খ) রামকে 

গ) কৃষ্ণকে 

ঘ) বলরামকে 


উত্তর : ঘ) বলরামকে 

২০। বলরামের হলের আঘাতের ভয়ে কে ভীত হয়েছিল ? 

ক) গঙ্গা 

খ) যমুনা 

গ) সরস্বতী 

ঘ) শত্রুরা


উত্তর : খ) যমুনা



২১। ‘শ্রুতি’ তথা বেদকে কে নিন্দা করেছিলেন ?

ক) কেশব 

খ) জগদীশ 

গ) হরি 

ঘ) বুদ্ধ 


উত্তর : ঘ) বুদ্ধ

২২। বুদ্ধদেব বেদের কোন বিষয়কে নিন্দা করেছিলেন ? 

ক) জটিলতাকে 

খ) ব্যাকরণকে 

গ) পশুবধকে 

ঘ) আরন্যককে 


উত্তর : গ) পশুবধকে



রবিবার, ৯ অক্টোবর, ২০২২

দশকুমারচরিতম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত দশকুমারচরিতম MCQ প্রশ্নোত্তর doshokumarchoritom mcq questions answers


১। ‘দশকুমারচরিতম’ গ্রন্থটির রচয়িতা কে ? 

ক) সুবন্ধু 

খ) বানভট্ট 

গ) দন্ডী

ঘ) কালিদাস 


উত্তর : গ) দন্ডী

২। ‘দশকুমারচরিতম’ কি ধরনের গ্রন্থ ? 

ক) গদ্যসাহিত্যে 

খ) গল্পসাহিত্য

গ) চম্পু 

ঘ) কাব্য 


উত্তর : ক) গদ্যসাহিত্যে

৩। দন্ডির লেখা কটি গদ্য সাহিত্যের পরিচয় আমরা পাই ? 

ক) একটি 

খ) দুটি 

গ) তিনটি 

ঘ) চারটি 


উত্তর : খ) দুটি 

৪। রাজহংস কোন দেশের রাজা ছিলেন ? 

ক) কাঞ্চি 

খ) পঞ্চাল 

গ) মালব 

ঘ) মগধ 


উত্তর : ঘ) মগধ 

৫। রাজহংসের রাজধানীর নাম কি ? 

ক) কুসুমপুরী

খ) পুষ্পপুরী

গ) শোভাবতী

ঘ) ধর্মপুরী


উত্তর : খ) পুষ্পপুরী



৬। ‘শতধৃতি’ পদের দ্বারা কাকে উদ্দিষ্ট করা হয়েছে ? 

ক) ব্রহ্মাকে 

খ) বিষ্ণুকে 

গ) মহেশ্বরকে 

ঘ) ইন্দ্রকে


উত্তর : ক) ব্রহ্মাকে 


৭। ‘অমরসরিৎ’ বলতে কি বোঝো ? 

ক) ভাগবতী

খ) পদ্মা 

গ) সরস্বতী 

ঘ) মন্দাকিনী 


উত্তর : ঘ) মন্দাকিনী 

৮। ‘ত্রিবিক্রম’ শব্দের দ্বারা কাকে বোঝায় ? 

ক) ইন্দ্র 

খ) নারায়ণ 

গ) বামন 

ঘ) মহাদেব 


উত্তর : গ) বামন 

৯। ‘রত্নাকর’ কাকে বলা হয় ? 

ক) জনৈক দস্যুকে 

খ) গঙ্গাকে 

গ) সমুদ্রকে 

ঘ) শ্রেষ্ট পর্বতকে 


উত্তর : গ) সমুদ্রকে 

১০। যার দ্বারা সুবর্ণ পরীক্ষা করা হয় তাকে বলা হয় ? 

ক) নিকাশ

খ) নিকষ 

গ) বিকাশ 

ঘ) নিকস


উত্তর : খ) নিকষ



১১। ‘ভট’ শব্দের অর্থ কী ? 

ক) ভাট 

খ) যোদ্ধা 

গ) দূত 

ঘ) সেনাপতি 


উত্তর : খ) যোদ্ধা 

১২। কন্দপ কে ? 

ক) কার্তিক 

খ) অহংকারী 

গ) কামদেব 

ঘ) মহাদেব 


উত্তর : গ) কামদেব 

১৩। রাজা রাজহংসের কতজন মন্ত্রী ছিলেন ? 

ক) দুইজন 

খ) তিনজন 

গ) চারজন 

ঘ) পাঁচজন 


উত্তর : খ) তিনজন 

১৪। সিতবর্মার কতজন পুত্র ছিল ? 

ক) এক জন 

খ) দুজন 

গ) তিনজন 

ঘ) পাঁচজন 


উত্তর : খ) দুজন 

১৫। ধর্মপালের কতজন পুত্র ছিল ? 

ক) একজন 

খ) দুজন 

গ) তিনজন 

ঘ) চারজন 


উত্তর : গ) তিনজন 



১৬। পদ্মদ্ভবের কতজন পুত্র ছিল ? 

ক) একজন 

খ) দুজন 

গ) তিনজন 

ঘ) চারজন 


উত্তর : খ) দুজন 

১৭। মন্ত্রীপুত্রদের মধ্যে কে ধর্মপরায়ণ ছিলেন ? 

ক) সুমতি 

খ) সত্যবর্মা 

গ) সুমন্ত্র 

ঘ) সুমিত্র 


উত্তর : খ) সত্যবর্মা

১৮। মন্ত্রীপুত্রদের মধ্যে কে দুশ্চরিত্র ছিল ? 

ক) কামপাল

খ) ধর্মপাল 

গ) সিতবর্মা 

ঘ) সত্যবর্মা


উত্তর : ক) কামপাল

১৯। মন্ত্রী পুত্রদের মধ্যে কে বাণিজ্য করতে গিয়েছিলেন ? 

ক) সুমিত 

খ) সুমন্ত্র 

গ) রত্নোদ্ভব

ঘ) পদ্মদ্ভব


উত্তর : গ) রত্নোদ্ভব

২০। কামপালের পিতার নাম কি ?

ক) সিতবর্মা

খ) পদ্মদ্ভব

গ) ধর্মপাল 

ঘ) সত্যবর্মা


উত্তর : গ) ধর্মপাল 



২১। সত্যবর্মার পিতার নাম কি ? 

ক) সিতবর্মা

খ) ধর্মপাল

গ) রত্নোদ্ভব

ঘ) পদ্মদ্ভব


উত্তর : খ) ধর্মপাল 

২২। সুশ্রুতের পিতার নাম কি ? 

ক) সুমন্ত্র

খ) রত্নোদ্ভব

গ) পদ্মদ্ভব

ঘ) সুমিত্র


উত্তর : গ) পদ্মদ্ভব

২৩। মালবদেশের রাজার নাম কি ? 

ক) ঘনসার

খ) মানসার 

গ) সিতবর্মা 

ঘ) পদ্মদ্ভব


উত্তর : খ) মানসার 

২৪। মানসারের রাজধানীর নাম কি ? 

ক) মগধ 

খ) পাটলিপুত্র 

গ) কাঞ্চি 

ঘ) মালব 


উত্তর : ঘ) মালব 

২৫। পুরন্দর কে ? 

ক) ইন্দ্র 

খ) বিষ্ণু 

গ) ব্রহ্মা 

ঘ) মহেশ্বর 


উত্তর : ক) ইন্দ্র 



২৬। দন্ডি কোন রাজার সভাকবি ছিলেন ? 

ক) নরবাহন

খ) নরপতি 

গ) নরসিংহ 

ঘ) নররাজ 


উত্তর : গ) নরসিংহ 

২৭। রাজহংসের পত্নীর নাম হল ?

ক) লীলাবতী 

খ) ভাগবতী

গ) বসুমতী 

ঘ) শ্রীমতী 


উত্তর : গ) বসুমতী

২৮। পুষ্পপুরীর রাজা ছিলেন ? 

ক) সত্যবর্মা 

খ) রাজহংস 

গ) রত্নোদ্ভব

ঘ) মানসার 


উত্তর : খ) রাজহংস 

২৯। রাজহংসের ভূজদন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে ? 

ক) সহ্য পর্বতকে 

খ) বিন্ধ্য পর্বতকে

গ) মন্দর পর্বতকে

ঘ) কৈলাস পর্বতকে


উত্তর : গ) মন্দর পর্বতকে

৩০। শত্রুদের সৈন্য সমাবেশের সঙ্গে তুলিত হয়েছে ? 

ক) আকাশ 

খ) বন্যা 

গ) বন 

ঘ) সমুদ্র 


উত্তর : ঘ) সমুদ্র 




শনিবার, ৮ অক্টোবর, ২০২২

সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্নোত্তর sanskrit sahityar itihas mcq questions answers


১। ‘বেদ’ শব্দটির অর্থ কী ? 

ক) বেদব্যাস 

খ) জ্ঞান 

গ) শিক্ষা 

ঘ) শাস্ত্র 


উত্তর : খ) জ্ঞান 

২। ‘বেদ’ শব্দটির মূল উৎস কি ? 

ক) বেদ ধাতু

খ) বৃৎ ধাতু

গ) বিদ ধাতু

ঘ) বুধ ধাতু


উত্তর : গ) বিদ ধাতু

৩। বিদ ধাতু ক টি অর্থ প্রকাশ করে ? 

ক) চারটি 

খ) একটি 

গ) পাঁচটি 

ঘ) তিনটি 


উত্তর : ক) চারটি 

৪। প্রাচীনতম বৈদিক গ্রন্থ কোনটি ? 

ক) ঋক

খ) সাম

গ) যজু:

ঘ) অর্থব


উত্তর : ক) ঋক

৫। বেদের কটি কান্ড ? 

ক) পাঁচটি 

খ) চারটি

গ) তিনটি

ঘ) দুটি 


উত্তর : ঘ) দুটি 



৬। ‘স্তুতি’ বলতে কি বোঝায় ? 

ক) ব্রাহ্মণ 

খ) আরন্যক

গ) উপনিষদ 

ঘ) মন্ত্র 


উত্তর : ঘ) মন্ত্র 

৭। বেদের অপর নাম হল ? 

ক) স্মৃতি 

খ) নিরুক্ত

গ) শ্রুতি 

ঘ) শিক্ষা 


উত্তর : গ) শ্রুতি

৮। বেদের মন্ত্রভাগ হল ? 

ক) জ্ঞানকান্ড

খ) কর্মকান্ড

গ) যজ্ঞকান্ড

ঘ) পৌরহিত্যকান্ড


উত্তর : ক) জ্ঞানকান্ড

৯। প্রথমে যজ্ঞে ঋত্বিকের প্রয়োজন ছিল ? 

ক) দুজন 

খ) চারজন 

গ) তিনজন 

ঘ) পাঁচজন 


উত্তর : খ) চারজন 

১০। বেদের মন্ত্রগুলি সংগৃহীত হল ? 

ক) পাঁচ ভাগে 

খ) চার ভাগে

গ) তিন ভাগে

ঘ) দু ভাগে


উত্তর : গ) তিন ভাগে



১১। এক একটি সংগ্রহের নাম হল ? 

ক) মন্ত্র

খ) সংহিতা

গ) ব্রাহ্মণ 

ঘ) আরন্যক 


উত্তর : খ) সংহিতা

১২। যজ্ঞে যিনি মন্ত্র পাঠ করে দেবতাদের আহ্বান করতেন , তিনি ? 

ক) অদ্ধযু

খ) ব্রহ্মা 

গ) হোতা

ঘ) উদগাতা


উত্তর : গ) হোতা

১৩। বেদকে ‘ত্রয়ী’ বলা হয় বেদের ? 

ক) সংহিতার সংখ্যা অনুসারে 

খ) লক্ষণ অনুসারে

গ) মন্ত্র অনুসারে

ঘ) যজ্ঞ অনুসারে


উত্তর : খ) লক্ষণ অনুসারে

১৪। বেদ কত প্রকার ? 

ক) ছ প্রকার 

খ) চার প্রকার

গ) পাঁচ প্রকার

ঘ) তিন প্রকার


উত্তর : খ) চার প্রকার

১৫। নীরুক্ত কটি কাণ্ডে বিভক্ত ? 

ক) পাণিনি 

খ) বেদব্যাস

গ) চিন্তামনি 

ঘ) যাস্ক


উত্তর : ঘ) যাস্ক



১৬। সামবেদের ব্রাহ্মণ সংখ্যা হল ? 

ক) ছয় 

খ) সাত

গ) দশ 

ঘ) নয়


উত্তর : গ) দশ 

১৭। অর্থববেদের মন্ত্রগুলি ভাগ করা হয়েছে ? 

ক) দু ভাগে 

খ) তিন ভাগে

গ) চার ভাগে

ঘ) পাঁচ ভাগে


উত্তর : ক) দু ভাগে 

১৮। উপনিষদের অপর নাম ? 

ক) বেদ 

খ) বেদাঙ্গ

গ) বেদান্ত 

ঘ) ছান্দ্যগ্য


উত্তর : গ) বেদান্ত 

১৯। বেদের সংখ্যা হল ? 

ক) ১ টি 

খ) ২ টি 

গ) ৩ টি 

ঘ) ৪ টি 


উত্তর : ঘ) ৪ টি 

২০। ত্রয়ী বলা হয় ? 

ক) ঋগবেদ , সামবেদ ও অর্থববেদকে একত্রে

খ) ঋগবেদ , যজুবেদ ও অর্থববেদকে একত্রে

গ) সামবেদ , যজুবেদ ও অর্থববেদকে একত্রে

ঘ) ঋগবেদ , সামবেদ ও যজুবেদকে একত্রে 


উত্তর : ঘ) ঋগবেদ , সামবেদ ও যজুবেদকে একত্রে 



২১। ধ্রুপদি সংস্কৃত সাহিত্যের আদিকাব্য ? 

ক) রামায়ণ

খ) মহাভারত 

গ) গীতা 

ঘ) বেদ


উত্তর : ক) রামায়ণ

২২। আদিকবি বলা হয় ? 

ক) বেদব্যাসকে 

খ) কালিদাসকে

গ) বাল্মীকিকে

ঘ) ভাসকে 


উত্তর : গ) বাল্মীকিকে

২৩। ‘রামায়ণ’ কার রচনা ? 

ক) বেদব্যাসের 

খ) বাল্মীকির 

গ) কালিদাসের 

ঘ) মাঘের 


উত্তর : খ) বাল্মীকির 

২৪। বাল্মীকি কার নির্দেশনুসারে রামায়ণ রচনা করেন ? 

ক) ব্রহ্মার

খ) বিষ্ণুর 

গ) নারদের 

ঘ) শিবের 


উত্তর : ক) ব্রহ্মার

২৫। বাল্মীকির পিতৃদত্ত নাম হল ? 

ক) ভাগর্ব 

খ) প্রচেতা 

গ) রত্নাকর 

ঘ) বাল্মীকি 


উত্তর : গ) রত্নাকর 



২৬। রামায়ণের এক একটি ভাগকে বলা হয় ? 

ক) পর্ব 

খ) অধ্যায় 

গ) কান্ড

ঘ) তন্ত্র 


উত্তর : গ) কান্ড

২৭। রামায়ণের কান্ড সংখ্যা হল ? 

ক) ৭ টি 

খ) ১৮ টি 

গ) ২২ টি 

ঘ) ১১ টি 


উত্তর : ক) ৭ টি 

২৮। যে নদীর তীরে বাল্মীকি মুনির আশ্রম , তাঁর নাম ? 

ক) গঙ্গা 

খ) যমুনা 

গ) পদ্মা 

ঘ) তমসা 


উত্তর : ঘ) তমসা 

২৯। ব্যাধের দ্বারা বাণবিদ্ধ পাখিটি হল ?

ক) কৌঁঞ্চ

খ) কৌঁঞ্চি

গ) জটায়ু 

ঘ) বিনতা 


উত্তর : ক) কৌঁঞ্চ

৩০। মূল রামায়ণ কোন ভাষায় রচিত ? 

ক) বাংলা 

খ) সংস্কৃত 

গ) হিন্দি 

ঘ) হিব্রু


উত্তর : খ) সংস্কৃত 



৩১। রামায়ণ কে বাংলা পদ্যে অনুবাদ করেন ? 

ক) কাশীরাম দাস 

খ) ভারবি

গ) কৃত্তিবাস 

ঘ) কালিদাস 


উত্তর : গ) কৃত্তিবাস 

৩২। রামায়ণের মোট শ্লোক সংখ্যা হল ? 

ক) ১ লক্ষ 

খ) ২৪,০০০

গ) ২,৪০০

ঘ) ৩০,০০০


উত্তর : খ) ২৪,০০০

৩৩। রামচন্দ্রের হরধনুভঙ্গ কাহিনী কোন কাণ্ডে উল্লেখিত ? 

ক) আদিকাণ্ডে 

খ) অযোধ্যাকাণ্ডে

গ) অরণ্যকাণ্ডে

ঘ) সুন্দরকাণ্ডে


উত্তর : ক) আদিকাণ্ডে

৩৪। রাবণ সীতাকে কোন বন থেকে হরণ করেন ? 

ক) দন্ডকারণ্য

খ) বিন্ধারণ্য

গ) পঞ্চবটী

ঘ) নৈমিষারণ্য


উত্তর : গ) পঞ্চবটী

৩৫। রামচন্দ্রের বনবাসী জীবন কোন কাণ্ডে উল্লেখিত ? 

ক) অরণ্যকাণ্ডে

খ) উত্তরাকাণ্ডে

গ) সুন্দরকাণ্ডে

ঘ) লঙ্কাকাণ্ডে


উত্তর : ক) অরণ্যকাণ্ডে



৩৬। সীতার সঙ্গে হনুমানের প্রথম সাক্ষাৎ হয় ? 

ক) লঙ্কাকাণ্ডে

খ) সুন্দরকাণ্ডে

গ) কিস্কিন্ধাকাণ্ডে

ঘ) উত্তরাকাণ্ডে


উত্তর : খ) সুন্দরকাণ্ডে

৩৭। ‘মহাবীরচরিতম’ এর রচয়িতা হলেন ? 

ক) কালিদাস 

খ) মুরারী

গ) ভবভূতি

ঘ) ক্ষেমেন্দ্র


উত্তর : খ) মুরারী

৩৮। ‘রামচরিতমানস’ এর রচয়িতা কে ? 

ক) কৃত্তিবাস 

খ) রামদাস 

গ) তুলসীদাস 

ঘ) সুদাস 


উত্তর : গ) তুলসীদাস 

৩৯। ‘মহাভারত’ এর রচয়িতা কে ? 

ক) কাশীরামদাস

খ) বাল্মীকি 

গ) বেদব্যাস 

ঘ) তুলসীদাস 


উত্তর : গ) বেদব্যাস 


৪০। মহাভারতের শ্লোক সংখ্যা কত ? 

ক) ১ লক্ষ

খ) ২৪,০০০

গ) ৩০,৫০০

ঘ) ৮০,০০০


উত্তর : ক) ১ লক্ষ



৪১। মহাভারতের এক একটি বিভাগকে কি বলে ? 

ক) কান্ড 

খ) পর্ব 

গ) অঙ্ক

ঘ) অধ্যায় 


উত্তর : খ) পর্ব 

৪২। মহাভারতে মোট কটি পর্ব আছে ? 

ক) ৭ টি 

খ) ১২ টি  

গ) ১৫ টি 

ঘ) ১৮ টি 


উত্তর : ঘ) ১৮ টি 

৪৩। পান্ডবদের অজ্ঞাতবাসের কাহিনী কোন পর্বে উল্লেখিত ? 

ক) দ্রোণপর্ব 

খ) ভীষ্মপর্ব 

গ) বিরাৎপর্ন 

ঘ) সভাপর্ব 


উত্তর : গ) বিরাটপর্ব

৪৪। কুরু পান্ডবের পাশা খেলার কাহিনী কোন পর্বে উল্লেখিত ? 

ক) বনপর্ব 

খ) সভাপর্ব 

গ) কর্ণপর্ব 

ঘ) বিরাটপর্ব 


উত্তর : খ) সভাপর্ব 

৪৫। মহাভারতের কটি স্তরের কথা বলা হয়েছে ? 

ক) একটি 

খ) দুটি 

গ) তিনটি 

ঘ) চারটি 


উত্তর : গ) তিনটি 



৪৬। মহাভারতের মূল চরিত্র কে ? 

ক) অর্জুন 

খ) দুর্যোধন

গ) যুধিষ্ঠির 

ঘ) শ্রীকৃষ্ণ 


উত্তর : ঘ) শ্রীকৃষ্ণ 

৪৭। কর্ণের মাতার নাম কি ? 

ক) মাদ্রী 

খ) গান্ধারী

গ) কুন্তী 

ঘ) যশোদা 


উত্তর : গ) কুন্তী 

৪৮। কৌরব পান্ডবদের পিতামহ হলেন ? 

ক) দ্রোণ 

খ) ভীষ্ম 

গ) ধৃতরাষ্ট্র 

ঘ) পান্ডু


উত্তর : খ) ভীষ্ম 

৪৯। ধৃতরাষ্ট্রের পত্নীর নাম ? 

ক) গান্ধারী 

খ) কুন্তী 

গ) মাদ্রী 

ঘ)  ভানুমতি 


উত্তর : ক) গান্ধারী 

৫০। পাঞ্চালি কাকে বলা হয় ? 

ক) কুন্তীকে 

খ) দ্রৌপদীকে 

গ) গান্ধারীকে 

ঘ) পঞ্চালদেশকে 


উত্তর : খ) দ্রৌপদীকে 






শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

ভারতবিবেকম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত ভারতবিবেকম MCQ প্রশ্নোত্তর bharatbibekom mcq questions answers


১। ‘ভারতবিবেকম’ নাটকটির রচয়িতা কে ?

ক) যতীন্দ্রমোহন চৌধুরী 

খ) যতীন্দ্রবিমল চৌধুরী

গ) যতীন্দ্রনাথ চৌধুরী

ঘ) যতীন্দ্রভূষণ চৌধুরী


উত্তর : খ) যতীন্দ্রবিমল চৌধুরী

২। তোমাদের পাঠ্য কোন নাটকের অংশবিশেষ ? 

ক) ভারতবিবেকম 

খ) কথামৃতম 

গ) রামকৃষ্ণবিবেকম

ঘ) রামকৃষ্ণচরিতম 


উত্তর : ক) ভারতবিবেকম

৩। তোমাদের পাঠ্যটি নাটকের কোন দৃশ্য ? 

ক) প্রথম 

খ) দ্বিতীয় 

গ) তৃতীয় 

ঘ) পঞ্চম 


উত্তর : ক) প্রথম

৪। নাটকীয় ঘটনাটি কোন খ্রিষ্টাব্দের ঘটনা ? 

ক) ১৮৯১ 

খ) ১৮৮৫ 

গ) ১৮৮০ 

ঘ) ১৮৮১ 


উত্তর : ঘ) ১৮৮১ 

৫। কোন ভক্তের গৃহে দৃশ্যটি দর্শিত হচ্ছে ? 

ক) সুরেন্দ্রনাথ দত্ত 

খ) সুরেন্দ্রনাথ গুপ্ত 

গ) সুরেন্দ্রনাথ মিত্র 

ঘ) সুরেশচন্দ্র মিত্র


উত্তর : গ) সুরেন্দ্রনাথ মিত্র 



৬। যে সময়ে দৃশ্যটি দেখানো হচ্ছে তখন সময় কত ? 

ক) সকাল  সাতটা 

খ) সকাল সাড়ে সাতটা 

গ) সন্ধ্যা সাতটা

ঘ) সন্ধ্যা সাড়ে সাতটা


উত্তর : গ) সন্ধ্যা সাতটা 

৭। রঙ্গমঞ্চে কতজন পাত্রপাত্রী উপস্থিত ছিলেন ? 

ক) দুজন 

খ) তিনজন 

গ) একজন 

ঘ) তিনেরও কিছু বেশি 


উত্তর : ঘ) তিনেরও কিছু বেশি 

৮। শ্রীরামকৃষ্ণের সঙ্গে কার সাক্ষাৎকারের ঘটনা নাট্যাংশে বর্ণিত ? 

ক) বিবেকানন্দের 

খ) সুরেন্দ্রনাথের 

গ) নরেন্দ্রনাথের 

ঘ) মহেন্দ্র গুপ্তের 


উত্তর : গ) নরেন্দ্রনাথের 

৯। কলকাতার কোন স্থানে নাট্যটির স্থান নির্দেশ করা হয়েছে ? 

ক) কাশীপুরে 

খ) সিমুলিয়ায় 

গ) বরানগরে 

ঘ) দক্ষিণেশ্বরে 


উত্তর : খ) সিমুলিয়ায় 

১০। শ্রীরামকৃষ্ণের আরাধ্য দেবী কে ? 

ক) সর্বতারিণী

খ) ভূবনমোহিনী 

গ) মোক্ষকারিনি

ঘ) ভবতারিণী 


উত্তর : ঘ) ভবতারিণী



১১। মা ভবতারিণী কীসের দ্বারা তৃষিতদের শান্তি বিধান করেন ? 

ক) বরদানের দ্বারা 

খ) করুণাদৃষ্টির দ্বারা

গ) দুঃখহরণের দ্বারা

ঘ) মমতার দ্বারা 


উত্তর : খ) করুণাদৃষ্টির দ্বারা

১২। জননী ভবতারিণী কাদের গতি ? 

ক) ভক্তদের 

খ) যতিদের

গ) সন্তানদের 

ঘ) মোক্ষকারীদের 


উত্তর : খ) যতিদের


১৩। কার দর্শনলালসা রামকৃষ্ণদেবকে কষ্ট দিত ? 

ক) ভবতারিণীর

খ) নীরেন্দ্রনাথের 

গ) উত্তরসাধকের 

ঘ) জ্যোতিময়ীর


উত্তর : গ) উত্তরসাধকের

১৪। মহিমা শব্দটি কোন লিঙ্গ ? 

ক) পুংলিঙ্গ

খ) স্ত্রীলিঙ্গ

গ) ক্লীবলিঙ্গ

ঘ) উভয়লিঙ্গ


উত্তর : ক) পুংলিঙ্গ

১৫। শ্রীরামকৃষ্ণদেব যেখানে থাকেন , সেই স্থান তৎক্ষণাৎ হয়ে ওঠে ? 

ক) পূণ্যস্থান 

খ) তীর্থস্থান

গ) দেবমন্দিরতুল্য

ঘ) কালীমন্দিরতুল্য


উত্তর : গ) দেবমন্দিরতুল্য



১৬। শ্রীরামকৃষ্ণদেবের শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে ? 

ক) জ্যোতিধারা

খ) গঙ্গাধারা

গ) কিরণরাশি 

ঘ) স্নেহধারা


উত্তর : ক) জ্যোতিধারা

১৭। শ্রীরামকৃষ্ণদেবের হাস্য থেকে নির্গত হয় ? 

ক) জ্যোতি:

খ) সুধাধারা

গ) কিরণরাশি 

ঘ) অমিয়ধারা


উত্তর : গ) কিরণরাশি 

১৮। শ্রীরামকৃষ্ণ কার জন্য নিত্য অপেক্ষা করে আছেন ? 

ক) সুরেন্দ্রনাথের জন্য 

খ) নরেন্দ্রনাথের জন্য 

গ) উত্তরসাধকের জন্য

ঘ) ভবতারিণী জন্য 


উত্তর : গ) উত্তরসাধকের জন্য 

১৯। ব্রহ্মমন্দিরে কে যাতায়াত করতেন ? 

ক) সুরেন্দ্রনাথ 

খ) নরেন্দ্রনাথ 

গ) শ্রীরামকৃষ্ণ 

ঘ) বিশ্বনাথ দত্ত 


উত্তর : খ) নরেন্দ্রনাথ 

২০। নরেন্দ্র ছিলেন ? 

ক) বীরসন্নাসী 

খ) শ্রেষ্ট শিষ্য 

গ) সর্বনরশ্রেষ্ট 

ঘ) অসাধারণ মেধাবী 


উত্তর : গ) সর্বনরশ্রেষ্ট 



২১। শ্রীরামকৃষ্ণ কোন বস্তুকে অপূর্ব বলেছেন ? 

ক) নরেন্দ্রর ভক্তিকে 

খ) মনকে

গ) উত্তরসাধককে 

ঘ) ভবতারিণী করুনাকে 


উত্তর : খ) মনকে 

২২। শ্রীরামকৃষ্ণের মতে কে শিক্ষণীয় ? 

ক) নরেন্দ্র 

খ) গিরিশ চন্দ্র 

গ) তরুণ 

ঘ) সুরেন্দ্র মিত্র 


উত্তর : গ) তরুণ 

২৩। তরুণের মনে সবকিছু অঙ্কিত হয় কেন ?

ক) সরলতাহেতু 

খ) মনের ঐদার্যহেতু

গ) স্মৃতিশক্তির প্রখরতাহেতু

ঘ) হৃদয়ের কোমলতাহেতু 


উত্তর : ঘ) হৃদয়ের কোমলতাহেতু 

২৪। শ্রীরামকৃষ্ণ কাকে উত্তরসাধকরূপে পেতে চান ? 

ক) শিবকে 

খ) বিষ্ণুকে 

গ) ব্রহ্মাকে 

ঘ) নরেন্দ্রনাথকে 


উত্তর : ঘ) নরেন্দ্রনাথকে 

২৫। ‘সাধবে নম:’ উক্তিটির বক্তা কে ? 

ক) নরেন্দ্রনাথ 

খ) সুরেন্দ্রনাথ 

গ) বিবেকানন্দ 

ঘ) গিরিশচন্দ্র 


উত্তর : ক) নরেন্দ্রনাথ 




২৬। ‘সাধবে নম:’ সাধবে পদের দ্বারা কাকে উদ্দিষ্ট করা হয়েছে ? 

ক) নরেন্দ্রনাথকে 

খ) রামকৃষ্ণকে 

গ) সন্ন্যাসীকে 

ঘ) সুরেন্দ্রনাথকে 


উত্তর : খ) রামকৃষ্ণকে 

২৭। ‘ভারতবিবেকম’ কি ধরনের নাটক ? 

ক) গীতিনাট্য 

খ) প্রেমমূলক 

গ) জীবনীমুলক 

ঘ) ভক্তিমূলক 


উত্তর : গ) জীবনীমুলক

২৮। শ্রীরামকৃষ্ণের কি কম্পিত হচ্ছিল ? 

ক) হৃদয় 

খ) স্মৃতিগুম্লদল 

গ) চিত্তস্থল 

ঘ) হৃদয়তটিনি


উত্তর : খ) স্মৃতিগুম্লদল 

২৯। চন্দ্রের রশ্মি কে পান করে ? 

ক) জোনাকি 

খ) চকোর

গ) বলাকা 

ঘ) চাতক 


উত্তর : খ) চকোর

৩০। শ্রীরামকৃষ্ণকে দেখে নরেন্দ্রনাথ কি প্রশমিত করতে পারছিলেন না ? 

ক) নিজের হৃদয়কে 

খ) নিজেকে

গ) নিজের মনকে

ঘ) নিজের চিত্তকে 


উত্তর : খ) নিজেকে