Breaking News

‘ জীবন - চুয়ানাে সেই ঘানি হ’তে / আরতির তেল এনেছ কি ? ’ – রুপকার্থটি বুঝিয়ে দাও ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers জীবন চুয়ানাে সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি রুপকার্থটি বুঝিয়ে দাও jibon chuyano sei ghani hote arotir tel anecho ki rupkathoti bujhiye dao


উত্তর : কলুরা কাঠের ঘানিতে তিল ,সরষে প্রভৃতি তৈলবীজ মাড়াই করে তেল নিষ্কাশন করত । ঘানির কাঠের দণ্ড ঘােরানাে হত গােরু দিয়ে । আন্দামানের সশ্রম দণ্ডপ্রাপ্ত কয়েদিদের দিয়ে ঘানির কাষ্ঠদণ্ড ঘােরানাে হত গােরুর পরিবর্তে । এমনি পশুতুল্য অমানবিক পরিশ্রম করানাে হত দ্বীপান্তরিত কয়েদিদের । এখানে তৈলবীজ মাড়ানাে সেই ‘ঘানি’ র কথা বলা হয়েছে ।

ঘানি টানা কঠোর শ্রমের ফলে ঘানিতে মাড়া তেলই কেবল নিষ্কাশিত হত না , কয়েদির জীবন নিংড়ানাে ঘাম ও রক্তের ধারা ঝরে পড়ত । ওই দুর্বিষহ শ্রম ও পীড়ন ছিল বড়ােই মর্মন্তুদ । এভাবে কয়েদির সমস্ত শক্তি নিংড়ানাে হয়ে তা যেন মাড়াই করা আখের ছিবড়েতে পরিণত হত । এই কারণে কবি , বলেছেন ‘ জীবন - চুয়ানাে’ ।  

মা সরস্বতীর পুণ্য বেদিতে পুরােহিত পুজোর আয়ােজন করেছেন । মা স্বয়ং দ্বীপান্তরে বন্দিনী । তা সত্ত্বেও পুজোর আয়ােজন । আরতির পঞপ্রদীপ প্রস্তুত । কিন্তু প্রদীপের সলতে জ্বালানাের জন্য তেল বা ঘি দরকার । তা কি সংগৃহীত হয়েছে ? তা কি এসেছে ? দ্বীপান্তরের কয়েদিদের ঘানি নিঃসৃত জীবন - চুয়ানাে তেল । বস্তুত ‘ আরতির তেল ’ রূপকার্থে এখানে ব্যবহৃত । বাণী অর্চনার যে আয়ােজন হয়েছে বাকদেবীর শূন্য বেদিতে , তা যেমন ব্যর্থ প্রয়াস,তেমনি পুজো আয়ােজনের অঙ্গ হিসেবে মায়ের আরতির ব্যবস্থাও আর - এক নিষ্ফলতার দৃষ্টান্ত । পুরােহিতের এই সব অর্থহীন শৌখিন বিলাসে কবি বেদনাহত । কারণ মায়ের সন্তানেরা ঘানি টানার কঠিন পরিশ্রমে, নিষ্ঠুর পীড়নে , পেষণে জীবনের রস -চর্বি নিষ্কাশিত করে মৃতপ্রায় । মায়ের মুক্তি বা স্বাধীনতার জন্যই তাে তাঁদের এই ত্যাগ- তিতিক্ষা, জীবনােৎসর্গ । 


কোন মন্তব্য নেই