মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

দশ অবতারের কাহিনি নিজের ভাষায় লেখাে

একাদশ শ্রেণী সংস্কৃত প্রশ্নোত্তর সাজেশন class 11 Sanskrit question answer class xi class eleventh দশ অবতারের কাহিনি নিজের ভাষায় লেখাে dosh abotarer kahini nijer bhashay lekho


উত্তর : ‘ গীতবােবিন্দম ’ নামক গীতিকাব্যের সামােদদামােদর নামক প্রথম সর্গের অন্তর্গত বিয়ুর দশাবতার গুলি হল- ১ ) মৎস্য , ) ২ ) কূর্ম, ( ৩ ) বরাহ , ( ৪ ) নৃসিংহ , ৫ ) বামন , ৬ ) পরশুরাম , ৭ ) রাম , ৮ ) বলরাম , ৯ ) বুদ্ধ এবং ১০) কল্কি । কবি এই  সকল অবতারের ভগবান শ্রীকৃষ্ণের  কার্যকলাপসমূহ বর্ণনা করেছেন এবং সেখানে বিষ্ণুর বিশেষণরূপে কেশব , জগদীশ , হরি ইত্যাদি সম্বােধন ব্যবহার করেছেন । 
    ( ১ ) মৎস্যাবতারে পয়ােধিজলমগ্ন বেদরাশি রক্ষিত হয়েছিল । 
    
    ২ ) কূর্মাবতারে পৃষ্ঠদেশে ধরণী ধৃত হয়েছিল ।  
    
    ৩)এই অবতারে শ্রীহরি দাঁতের অগ্রভাগে সমগ্র পৃথিবীকে ধারণ করেন । 
    
    ৪ ) নৃসিংহাবতারে হিরণ্যকশিপু নিধনের ফলে ধরিত্রী বিপন্মুক্ত হয় । 
    
    ৫ ) বামনাবতারে বলিকে বধ করায় জগৎ পবিত্র হয়েছিল । 
    
    ৬ ) পরশুরামাবতারে একুশ বার ক্ষত্রিয় নাশ করায় অত্যাচারের হাত থেকে মানবজাতি রক্ষিত হয়েছিল । 
    
    ৭ ) রামাবতারে অত্যাচারী রাবণের বধ সংঘটিত হয়েছিল । 
    
    ৮ ) এই অবতারে শ্রীহরি লাঙল - এর সাহায্যে বাঁধ নির্মাণ করে যমুনার জলপ্লাবন থেকে মথুরাবাসীকে রক্ষা করেন । 
    
    ৯ ) বুদ্ধাবতারে বেদরাশির নিন্দাকরা হয়েছিল । 
    
    ১০) কল্কি অবতারে স্মচ্ছবধ সাধিত হবে , এইরূপ ভবিষ্যদ্বাণী রয়েছে । 
    

এই হল বিষ্ণুর দশ অবতারের অতিসংক্ষিপ্ত কার্যাবলি, যা যুগে যুগে দুষ্টের বিনাশসাধন করে এই পৃথিবীকে রক্ষা করেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন