‘এদের কাউকে দেখছি না ? —কে এ কথা জানতে চেয়েছে ? কার কাছে জানতে চেয়েছে ? ‘ এদের কাউকে ’ বলতে কারা এরা ? তাদের দেখতে না পাওয়ার কারণ কী ? প্রকৃত কারণ ছেলেকে খুলে বলতে না পারার কী বাধা বলে বুড়ি মনে কর
উত্তর : প্রশ্নের উদ্ধৃত জিজ্ঞাসার জবাব জানতে চেয়েছে সদ্য জেল থেকে ফেরা সৌখী । সৌখী জানতে চেয়েছে তার মায়ের কাছে । ‘ এদের কাউকে ’ বলতে সৌখীর ছেলে আর বউ ।
সৌখীর ছেলে বউ ও ছেলে বাড়িতে নেই । বউ বাপের বাড়িতে । মায়ের সঙ্গে আছে তার শিশুপুত্র। সেই কারণে সৌখী তার ছেলে ও বউকে দেখতে পাচ্ছে না ।
বউ ও ছেলেকে না দেখতে পাওয়ায় সৌখীর অস্থিরতা বুড়ির চোখ এড়ায় না । তাই প্রতি মুহূর্তে বুড়ি ভয় করছিল বউ -ছেলেকে দেখতে না পাওয়ার কারণ জানার প্রশ্নকেই । সৌখী একই প্রশ্ন করে বসায় বুড়ি মনে মনে ঠিক করে নেয় এখনই সব খুলে বলবে না । অনেক দিন পরে ছেলে বাড়ি ফিরেছে । এখনই প্রকৃত কারণ বলে ছেলের মেজাজ খারাপ করে দিতে চায় না । ছেলে একে পুরুষ মানুষ, তাতে ডাকাত । দলের লােকেরা টাকা না দেওয়ায় ভয়ংকর অভাব - অনটনে পড়ে বুড়ি বাধ্য হয়ে বউ ও নাতিকে বউয়ের বাপের বাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে । এ কথা শুনলে এখনই হয়তাে দৌড়ােবে দলের লােকগুলিকে শায়েস্তা করে বােঝাপড়া করতে । তা ছাড়া বউ আর নাতির শরীর খারাপের কথাও এখন বলা ঠিক হবে না । বুড়ি এইটুকু সময়ের মধ্যে বুঝে ফেলেছে সৌখী ছেলেঅন্ত প্রাণ । আগের বউটা ছিল নিঃসন্তান । এ বউটার একটাই তাে ছেলে । তার শরীর খারাপের কথা শুনে সৌখী একটা দিনের জন্যও বাড়িতে থাকবে না । এতদিন পরে এল , মা একদিনও ছেলেকে কাছে পাবে না, তা মেনে নিতে পারছে না । বুড়ি ভাবল ছেলে বিশ্রাম নিয়ে কিছুটা সুস্থির হােক , ধীরে সুস্থে সব কথা বলবে ।
কোন মন্তব্য নেই