Breaking News

‘এদের কাউকে দেখছি না ? —কে এ কথা জানতে চেয়েছে ? কার কাছে জানতে চেয়েছে ? ‘ এদের কাউকে ’ বলতে কারা এরা ? তাদের দেখতে না পাওয়ার কারণ কী ? প্রকৃত কারণ ছেলেকে খুলে বলতে না পারার কী বাধা বলে বুড়ি মনে কর

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers এদের কাউকে দেখছি না কে এ কথা জানতে চেয়েছে কার কাছে জানতে চেয়েছে এদের কাউকে বলতে কারা এরা তাদের দেখতে না পাওয়ার কারণ কী প্রকৃত কারণ ছেলেকে খুলে বলতে না পারার কী বাধা বলে বুড়ি মনে করেছে  ader kauke dekchi na ke a kotha jante cheyeche kar kache ara tader dekhte na paoyar karon ki prokrito karon cheleke khule bolte na parar ki badha bole buri mone koreche

উত্তর : প্রশ্নের উদ্ধৃত জিজ্ঞাসার জবাব জানতে চেয়েছে সদ্য জেল থেকে ফেরা সৌখী । সৌখী জানতে চেয়েছে তার মায়ের কাছে । ‘ এদের কাউকে ’ বলতে সৌখীর ছেলে আর বউ । 

সৌখীর ছেলে বউ ও ছেলে বাড়িতে নেই । বউ বাপের বাড়িতে । মায়ের সঙ্গে আছে তার শিশুপুত্র। সেই কারণে সৌখী তার ছেলে ও বউকে দেখতে পাচ্ছে না । 

বউ ও ছেলেকে না দেখতে পাওয়ায় সৌখীর অস্থিরতা বুড়ির চোখ এড়ায় না । তাই প্রতি মুহূর্তে বুড়ি ভয় করছিল বউ -ছেলেকে দেখতে না পাওয়ার কারণ জানার প্রশ্নকেই । সৌখী একই প্রশ্ন করে বসায় বুড়ি মনে মনে ঠিক করে নেয় এখনই সব খুলে বলবে না । অনেক দিন পরে ছেলে বাড়ি ফিরেছে । এখনই প্রকৃত কারণ বলে ছেলের মেজাজ খারাপ করে দিতে চায় না । ছেলে একে পুরুষ মানুষ, তাতে ডাকাত । দলের লােকেরা টাকা না দেওয়ায় ভয়ংকর অভাব - অনটনে পড়ে বুড়ি বাধ্য হয়ে বউ ও নাতিকে বউয়ের বাপের বাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে । এ কথা শুনলে এখনই হয়তাে দৌড়ােবে দলের লােকগুলিকে শায়েস্তা করে বােঝাপড়া করতে । তা ছাড়া বউ আর নাতির শরীর খারাপের কথাও এখন বলা ঠিক হবে না । বুড়ি এইটুকু সময়ের মধ্যে বুঝে ফেলেছে সৌখী ছেলেঅন্ত প্রাণ । আগের বউটা ছিল নিঃসন্তান । এ বউটার একটাই তাে ছেলে । তার শরীর খারাপের কথা শুনে সৌখী একটা দিনের জন্যও বাড়িতে থাকবে না । এতদিন পরে এল , মা একদিনও ছেলেকে কাছে পাবে না, তা মেনে নিতে পারছে না । বুড়ি ভাবল ছেলে বিশ্রাম নিয়ে কিছুটা সুস্থির হােক , ধীরে সুস্থে সব কথা বলবে ।

কোন মন্তব্য নেই